কিছু বুঝে ওঠার আগেই রিজা হেনড্রিকসের ব্যাট ছুঁয়ে বল চলে যায় স্লিপে। তুলনামূলক কঠিন ক্যাচ হলেও তানজিদ তামিম আরেকটু চেষ্টা করলে ধরতেই পারতেন। মেহেদী হাসান মিরাজের পাশাপাশি হতাশ হতে হয়েছে পুরো বাংলাদেশ দলকে। তবে শুরুর সেই ক্যাচ মিসের ধাক্কা দ্রুত কাটিয়ে উঠেছে বাংলাদেশ।
ফিট হয়ে না ওঠায় আজও বাংলাদেশের বিপক্ষে নেই টেম্বা বাভুমা। বাভুমার অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিচ্ছেন এইডেন মার্করাম। টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছেন প্রোটিয়াদের ভারপ্রাপ্ত অধিনায়ক মার্করাম। ব্যাটিং নেওয়ার অল্প সময়ের মধ্যেই প্রথম উইকেট পড়তে পারত দক্ষিণ আফ্রিকার। ১.৫ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর হতো ১ উইকেটে ৬ রান। হেনড্রিকস তখনো রানের খাতা খুলতে পারেননি।
জীবন পেলেও ইনিংস বড় করতে পারেননি হেনড্রিকস। সপ্তম ওভারের প্রথম বলে শরীফুল ইসলামের অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে যান হেনড্রিকস। দক্ষিণ আফ্রিকার ওপেনারকে বোল্ড করে নাচলেন শরীফুল। ১৯ বলে ১ চারে ১২ রান করেন দক্ষিণ আফ্রিকার ওপেনার। দক্ষিণ আফ্রিকার স্কোর তখন ৬.১ ওভারে ১ উইকেটে ৩৩ রান। এরপর ৩ নম্বরে ব্যাটিংয়ে এসেও ইনিংস বড় করতে পারলেন না রাসি ফন ডার ডুসেন। অষ্টম ওভারের পঞ্চম বলে দক্ষিণ আফ্রিকার ব্যাটারকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন মিরাজ। ৭ বলে ১ রান করেছেন ডুসেন।
হেনড্রিকস, ডুসেনের বিদায়ে দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় ৭.৫ ওভারে ২ উইকেটে ৩৬ রান। এরপর ৪ নম্বরে ব্যাটিংয়ে আসেন মার্করাম। ওপেনার ডি কক ও মার্করাম বেশ সাবলীলভাবেই এগোচ্ছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে ২ উইকেটে প্রোটিয়ারা করেছে ৬৭ রান। ডি কক ব্যাটিং করছেন ৩৮ রানে। অন্যদিকে মার্করাম অপরাজিত আছেন ১৫ রানে।
কিছু বুঝে ওঠার আগেই রিজা হেনড্রিকসের ব্যাট ছুঁয়ে বল চলে যায় স্লিপে। তুলনামূলক কঠিন ক্যাচ হলেও তানজিদ তামিম আরেকটু চেষ্টা করলে ধরতেই পারতেন। মেহেদী হাসান মিরাজের পাশাপাশি হতাশ হতে হয়েছে পুরো বাংলাদেশ দলকে। তবে শুরুর সেই ক্যাচ মিসের ধাক্কা দ্রুত কাটিয়ে উঠেছে বাংলাদেশ।
ফিট হয়ে না ওঠায় আজও বাংলাদেশের বিপক্ষে নেই টেম্বা বাভুমা। বাভুমার অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিচ্ছেন এইডেন মার্করাম। টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছেন প্রোটিয়াদের ভারপ্রাপ্ত অধিনায়ক মার্করাম। ব্যাটিং নেওয়ার অল্প সময়ের মধ্যেই প্রথম উইকেট পড়তে পারত দক্ষিণ আফ্রিকার। ১.৫ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর হতো ১ উইকেটে ৬ রান। হেনড্রিকস তখনো রানের খাতা খুলতে পারেননি।
জীবন পেলেও ইনিংস বড় করতে পারেননি হেনড্রিকস। সপ্তম ওভারের প্রথম বলে শরীফুল ইসলামের অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে যান হেনড্রিকস। দক্ষিণ আফ্রিকার ওপেনারকে বোল্ড করে নাচলেন শরীফুল। ১৯ বলে ১ চারে ১২ রান করেন দক্ষিণ আফ্রিকার ওপেনার। দক্ষিণ আফ্রিকার স্কোর তখন ৬.১ ওভারে ১ উইকেটে ৩৩ রান। এরপর ৩ নম্বরে ব্যাটিংয়ে এসেও ইনিংস বড় করতে পারলেন না রাসি ফন ডার ডুসেন। অষ্টম ওভারের পঞ্চম বলে দক্ষিণ আফ্রিকার ব্যাটারকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন মিরাজ। ৭ বলে ১ রান করেছেন ডুসেন।
হেনড্রিকস, ডুসেনের বিদায়ে দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় ৭.৫ ওভারে ২ উইকেটে ৩৬ রান। এরপর ৪ নম্বরে ব্যাটিংয়ে আসেন মার্করাম। ওপেনার ডি কক ও মার্করাম বেশ সাবলীলভাবেই এগোচ্ছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে ২ উইকেটে প্রোটিয়ারা করেছে ৬৭ রান। ডি কক ব্যাটিং করছেন ৩৮ রানে। অন্যদিকে মার্করাম অপরাজিত আছেন ১৫ রানে।
শেষ হতে চলেছে চলতি বছরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। ক্যাম্প ঠিকঠাক আয়োজনে যথেষ্ট ব্যয় ও সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিসিবির কৃপণতা নেই। কিন্তু দীর্ঘ ক্যাম্প শেষে লক্ষ্য কতটা পূরণ হলো এইচপির, সে প্রশ্ন এসে যাচ্ছে।
১৫ মিনিট আগেঅনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
১২ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
১৪ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে হার দিয়ে শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আজ তারা ৭৯ রানে হরে গেছে পাকিস্তান শাহিনস তথা পাকিস্তান ‘এ’ দলের কাছে।
১৪ ঘণ্টা আগে