Ajker Patrika

দক্ষিণ আফ্রিকাকে ধাক্কা দিয়ে নাচলেন শরীফুল

আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ১৫: ৪৭
দক্ষিণ আফ্রিকাকে ধাক্কা দিয়ে নাচলেন শরীফুল

কিছু বুঝে ওঠার আগেই রিজা হেনড্রিকসের ব্যাট ছুঁয়ে বল চলে যায় স্লিপে। তুলনামূলক কঠিন ক্যাচ হলেও তানজিদ তামিম আরেকটু চেষ্টা করলে ধরতেই পারতেন। মেহেদী হাসান মিরাজের পাশাপাশি হতাশ হতে হয়েছে পুরো বাংলাদেশ দলকে। তবে শুরুর সেই ক্যাচ মিসের ধাক্কা দ্রুত কাটিয়ে উঠেছে বাংলাদেশ।

ফিট হয়ে না ওঠায় আজও বাংলাদেশের বিপক্ষে নেই টেম্বা বাভুমা। বাভুমার অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিচ্ছেন এইডেন মার্করাম। টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছেন প্রোটিয়াদের ভারপ্রাপ্ত অধিনায়ক মার্করাম। ব্যাটিং নেওয়ার অল্প সময়ের মধ্যেই প্রথম উইকেট পড়তে পারত দক্ষিণ আফ্রিকার। ১.৫ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর হতো ১ উইকেটে ৬ রান। হেনড্রিকস তখনো রানের খাতা খুলতে পারেননি।

জীবন পেলেও ইনিংস বড় করতে পারেননি হেনড্রিকস। সপ্তম ওভারের প্রথম বলে শরীফুল ইসলামের অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে যান হেনড্রিকস। দক্ষিণ আফ্রিকার ওপেনারকে বোল্ড করে নাচলেন শরীফুল। ১৯ বলে ১ চারে ১২ রান করেন দক্ষিণ আফ্রিকার ওপেনার। দক্ষিণ আফ্রিকার স্কোর তখন ৬.১ ওভারে ১ উইকেটে ৩৩ রান। এরপর ৩ নম্বরে ব্যাটিংয়ে এসেও ইনিংস বড় করতে পারলেন না রাসি ফন ডার ডুসেন। অষ্টম ওভারের পঞ্চম বলে দক্ষিণ আফ্রিকার ব্যাটারকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন মিরাজ। ৭ বলে ১ রান করেছেন ডুসেন। 

হেনড্রিকস, ডুসেনের বিদায়ে দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় ৭.৫ ওভারে ২ উইকেটে ৩৬ রান। এরপর ৪ নম্বরে ব্যাটিংয়ে আসেন মার্করাম। ওপেনার ডি কক ও মার্করাম বেশ সাবলীলভাবেই এগোচ্ছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে ২ উইকেটে প্রোটিয়ারা করেছে ৬৭ রান। ডি কক ব্যাটিং করছেন ৩৮ রানে। অন্যদিকে মার্করাম অপরাজিত আছেন ১৫ রানে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত