Ajker Patrika

বিপজ্জনক জুটি ভাঙলেন সাকিব, ডি ককের সেঞ্চুরি 

আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ১৮: ০৮
বিপজ্জনক জুটি ভাঙলেন সাকিব, ডি ককের সেঞ্চুরি 

দ্রুত উইকেট নিয়ে বাংলাদেশ শুরুতে চাপে রেখেছিল দক্ষিণ আফ্রিকাকে। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে শুরুর ধাক্কা বেশ ভালোভাবেই সামলে ওঠে প্রোটিয়ারা। বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটার কুইন্টন ডি কক ও এইডেন মার্করাম। বিপজ্জনক হওয়া এই জুটি ভাঙলেন সাকিব আল হাসান। 

ফিট হয়ে না ওঠায় আজও বাংলাদেশের বিপক্ষে নেই টেম্বা বাভুমা। বাভুমার অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিচ্ছেন এইডেন মার্করাম। টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছেন প্রোটিয়াদের ভারপ্রাপ্ত অধিনায়ক মার্করাম। ব্যাটিং নেওয়ার অল্প সময়ের মধ্যেই প্রথম উইকেট পড়তে পারত দক্ষিণ আফ্রিকার। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে মেহেদী হাসান মিরাজকে ডিফেন্স করতে যান রিজা হেনড্রিকস। আউটসাইড এজ হয়ে যাওয়া বল চলে যায় প্রথম স্লিপে। তুলনামূলক কঠিন ক্যাচ হলেও তা ধরতে পারতেন তানজিদ হাসান তামিম। তখন দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ৬ রান। হেনড্রিকস তখনও রানের খাতা খুলতে পারেননি। 
 
জীবন পেলেও ইনিংস বড় করতে পারেননি হেনড্রিকস। সপ্তম ওভারের প্রথম বলে শরীফুল ইসলামের অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে যান হেনড্রিকস। দক্ষিণ আফ্রিকার ওপেনারকে বোল্ড করে নাচলেন শরীফুল। ১৯ বলে ১ চারে ১২ রান করেন দক্ষিণ আফ্রিকার ওপেনার। দক্ষিণ আফ্রিকার স্কোর তখন ৬.১ ওভারে ১ উইকেটে ৩৩ রান। এরপর তিন নম্বরে ব্যাটিংয়ে এসেও ইনিংস বড় করতে পারলেন না রাসি ফন ডার ডুসেন। অষ্টম ওভারের পঞ্চম বলে দক্ষিণ আফ্রিকার ব্যাটারকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন মিরাজ। ৭ বলে ১ রান করেছেন ডুসেন। 

হেনড্রিকস, ডুসেনের বিদায়ে দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় ৭.৫ ওভারে ২ উইকেটে ৩৬ রান। এরপর চার নম্বরে ব্যাটিংয়ে আসেন মার্করাম। ওপেনার ডি কক ও মার্করাম বেশ সাবলীলভাবেই এগোতে থাকেন। যেখানে ডি কক আজ খেলছেন ১৫০ তম ওয়ানডে। মাইলফলকের ম্যাচ দক্ষিণ আফ্রিকার বাঁহাতি ব্যাটার রাঙাচ্ছেন নিজের মতো করে। মার্করামকে নিয়ে বাংলাদেশের বোলারদের বেধড়ক পেটাতে থাকেন ডি কক। তৃতীয় উইকেটে ডি কক-মার্করাম গড়েছেন ১৩৭ বলে ১৩১ রানের জুটি। বিপজ্জনক হওয়া এই জুটি ভাঙলেন সাকিব। ৩১ তম ওভারের চতুর্থ বলে সাকিবকে তুলে মারতে যান মার্করাম। লং অফে সহজ ক্যাচ ধরেছেন লিটন দাস। ৬৯ বলে ৭ চারে ৬০ রান করেন প্রোটিয়া ভারপ্রাপ্ত অধিনায়ক। 

মার্করামের বিদায়ে দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় ৩০.৪ ওভারে ৩ উইকেটে ১৬৭ রান। এরপর ব্যাটিংয়ে আসেন হেনরিখ ক্লাসেন। মার্করাম আউট হওয়ার পরই সেঞ্চুরির দেখা পেয়েছেন ডি কক। ৩৫ তম ওভারের প্রথম বলে নাসুম আহমেদকে কাভারে ঠেলে এক রান নিয়েছেন ডি কক। প্রোটিয়া বাঁহাতি ব্যাটারের এটা ওয়ানডে ক্যারিয়ারের ২০ তম সেঞ্চুরি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভারে ৩ উইকেটে প্রোটিয়ারা করেছে ১৯৬ রান। ডি কক ১০২ বলে ১০১ রানে ব্যাটিং করছেন। অন্যদিকে হেনরিখ ক্লাসেন ১২ বলে অপরাজিত আছেন ১৯ রান করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত