নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফিট না থাকায় ভারতের বিপক্ষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারেননি সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের বিপক্ষে ঊরুর চোটে পড়েছিলেন এই অলরাউন্ডার। ভারত ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন বিশ্বকাপের সহকারী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আগামী মঙ্গলবার বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। তবে সেই ম্যাচে সাকিবকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল ভারতের বিপক্ষে ম্যাচের পর অন্তর্বর্তীকালীন অধিনায়ক শান্তর কথায় সেই আভাসই পাওয়া গেছে।
যদিও সাকিবের চোটের মাত্রা কেমন—এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো কোনো বার্তা দেয়নি। দুবার এমআরআই স্ক্যান করা হলেও রিপোর্টে কী এসেছে তাও জানায়নি তারা। তাই সাকিবের চোটের সবশেষ অবস্থা কী, জানতে চাওয়া হয় শান্তর কাছেই। গতকাল ম্যাচ শেষে সহকারী অধিনায়ক বলেছেন, ‘সেরে উঠছেন, ভালো অবস্থায় আছেন। আমরা আজকের (গতকাল) ম্যাচে তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চাইনি, যেহেতু এরপর আরও পাঁচ ম্যাচ বাকি আছে। উন্নতির দিক থেকে অনেকটা ভালোই। আশা করছি, সামনের ম্যাচে খেলবেন।’
অধিনায়ক হিসেবে শান্ত এবারও ভালো ফল আনতে পারেননি। নিজেদের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে জাতীয় দলের হয়ে প্রথমবার অধিনায়কত্ব করেছিলেন তিনি। এরপর গতকাল করেছেন ভারতের বিপক্ষে। তাঁর নেতৃত্বে দুটি ম্যাচই হেরেছে বাংলাদেশ দল।
বিশ্বকাপে শান্ত নিজেও অনুজ্জ্বল। টানা তিন ম্যাচে হেরেছে দল। তবে এখনো সেমিফাইনালের আশা দেখছেন তিনি। শান্ত বলেছেন, ‘বাকি সব ম্যাচ জেতার জন্যই নামব। এখনো আমাদের সেরা পারফরম্যান্স করতে পারিনি, বিশেষত ব্যাটিংয়ে। অবশ্যই সামনের সব ম্যাচে ব্যাটাররা দায়িত্ব নিয়ে খেলার চেষ্টা করবেন। এখনো অনেক কিছু করার বাকি। আমাদের একটা ভালো ম্যাচ খেলা দরকার। একটা ম্যাচ মোমেন্টাম বদলে দেবে। এখনো পাঁচ ম্যাচ বাকি। কেউই জানে না। চার-পাঁচটা ম্যাচ জিততেও পারি।’
শান্তর উপলব্ধি, বিশ্বকাপের মতো মেগা টুর্নামেন্টে ভালো করতে হলে স্পোর্টিং উইকেটে খেলা উচিত তাঁদের। ভালো উইকেটে তাঁদের নাকি কমই খেলা হয়। শান্তর ভাষায়, ‘আমাদের ভালো উইকেটে খেলা উচিত, অনুশীলন করা উচিত। এ রকম (বিশ্বকাপের) স্পোর্টিং উইকেটে যে খেলা, আমাদের তুলনামূলক কম হয়। স্কিলের চেয়ে মানসিক বিষয় গুরুত্বপূর্ণ। দায়িত্ব নেওয়া জরুরি।’
ফিট না থাকায় ভারতের বিপক্ষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারেননি সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের বিপক্ষে ঊরুর চোটে পড়েছিলেন এই অলরাউন্ডার। ভারত ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন বিশ্বকাপের সহকারী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আগামী মঙ্গলবার বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। তবে সেই ম্যাচে সাকিবকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল ভারতের বিপক্ষে ম্যাচের পর অন্তর্বর্তীকালীন অধিনায়ক শান্তর কথায় সেই আভাসই পাওয়া গেছে।
যদিও সাকিবের চোটের মাত্রা কেমন—এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো কোনো বার্তা দেয়নি। দুবার এমআরআই স্ক্যান করা হলেও রিপোর্টে কী এসেছে তাও জানায়নি তারা। তাই সাকিবের চোটের সবশেষ অবস্থা কী, জানতে চাওয়া হয় শান্তর কাছেই। গতকাল ম্যাচ শেষে সহকারী অধিনায়ক বলেছেন, ‘সেরে উঠছেন, ভালো অবস্থায় আছেন। আমরা আজকের (গতকাল) ম্যাচে তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চাইনি, যেহেতু এরপর আরও পাঁচ ম্যাচ বাকি আছে। উন্নতির দিক থেকে অনেকটা ভালোই। আশা করছি, সামনের ম্যাচে খেলবেন।’
অধিনায়ক হিসেবে শান্ত এবারও ভালো ফল আনতে পারেননি। নিজেদের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে জাতীয় দলের হয়ে প্রথমবার অধিনায়কত্ব করেছিলেন তিনি। এরপর গতকাল করেছেন ভারতের বিপক্ষে। তাঁর নেতৃত্বে দুটি ম্যাচই হেরেছে বাংলাদেশ দল।
বিশ্বকাপে শান্ত নিজেও অনুজ্জ্বল। টানা তিন ম্যাচে হেরেছে দল। তবে এখনো সেমিফাইনালের আশা দেখছেন তিনি। শান্ত বলেছেন, ‘বাকি সব ম্যাচ জেতার জন্যই নামব। এখনো আমাদের সেরা পারফরম্যান্স করতে পারিনি, বিশেষত ব্যাটিংয়ে। অবশ্যই সামনের সব ম্যাচে ব্যাটাররা দায়িত্ব নিয়ে খেলার চেষ্টা করবেন। এখনো অনেক কিছু করার বাকি। আমাদের একটা ভালো ম্যাচ খেলা দরকার। একটা ম্যাচ মোমেন্টাম বদলে দেবে। এখনো পাঁচ ম্যাচ বাকি। কেউই জানে না। চার-পাঁচটা ম্যাচ জিততেও পারি।’
শান্তর উপলব্ধি, বিশ্বকাপের মতো মেগা টুর্নামেন্টে ভালো করতে হলে স্পোর্টিং উইকেটে খেলা উচিত তাঁদের। ভালো উইকেটে তাঁদের নাকি কমই খেলা হয়। শান্তর ভাষায়, ‘আমাদের ভালো উইকেটে খেলা উচিত, অনুশীলন করা উচিত। এ রকম (বিশ্বকাপের) স্পোর্টিং উইকেটে যে খেলা, আমাদের তুলনামূলক কম হয়। স্কিলের চেয়ে মানসিক বিষয় গুরুত্বপূর্ণ। দায়িত্ব নেওয়া জরুরি।’
সিরিজের প্রথম ওয়ানডেতেই ধাক্কা খেল বাংলাদেশ নারী ইমার্জিং দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে শুরুতে বেশ চাপে রেখেছিল বাংলাদেশ। স্বাগতিকদের সেই হুংকার অবশ্য ছিল সাময়িক সময়ের জন্যই।
১৫ মিনিট আগেঅনেক দিন ধরেই অসুস্থ হয়ে আর্জেন্টিনার একটি হাসপাতালে ভর্তি ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার গালভান। হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন এ ডিফেন্ডার। দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন। ৭৭ বছর বয়সী গালভান বেশ কয়েক সপ্তাহ ধরেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কর্দোভার একটি হাসপাতালে ভর্তি ছিলেন।
১ ঘণ্টা আগেনারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের পর বাংলাদেশ নারী ক্রিকেট দল আর কোনো ম্যাচ খেলেনি। নিগার সুলতানা জ্যোতি-শারমিন আক্তার সুপ্তাদের আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা না থাকলেও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) র্যাঙ্কিং হালনাগাদ তো থেমে নেই। বাংলাদেশের ক্রিকেটারদের অবস্থানেরও তাই পরিবর্তন হচ্ছে।
১ ঘণ্টা আগেসিলেট থেকে কলম্বো—গতকাল দুই ভেন্যু থেকে দুই রকম সংবাদ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সিলেটে নিউজিল্যান্ড ‘এ’ দলকে বাংলাদেশ হারালেও কলম্বোতে শ্রীলঙ্কার যুব দলের কাছে হেরেছেন আজিজুল হাকিম তামিম। ২৪ ঘণ্টা না থাকলেই আজ চট্টগ্রামে নেমেছে বাংলাদেশ নারী ইমার্জিং দল বিপাকে পড়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
২ ঘণ্টা আগে