নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ দল। এরপর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে কঠিন সময় পার করছে তারা। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে সামনের সব ম্যাচই গুরুত্বপূর্ণ সাকিব আল হাসানের দলের জন্য।
তবে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলাই হচ্ছে না বাংলাদেশ দলের অধিনায়ক সাকিবের। নিউজিল্যান্ডের বিপক্ষে ঊরুর চোটে পড়েছিলেন এই অলরাউন্ডার। এখনো ফিট না হাওয়ায় একাদশে রাখা হয়নি সাকিবকে। টস করতে নেমেছেন বিশ্বকাপের সহকারী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আজ পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনে স্বাগতিক ভারতের বিপক্ষে আরেকটি কঠিন পরীক্ষা বাংলাদেশ দলের। ভারত ইতিমধ্যে বিশ্বকাপে টান তিন ম্যাচ জিতে ছন্দে আছে। জয়ে ফিরতে দারুণ কিছুই করতে হবে বাংলাদেশকে। পুনের রানপ্রসবা মাঠে টস জিতে ব্যাটিংয়েরই সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তীকালীন অধিনায়ক শান্ত।
ভারতের বিপক্ষে বাংলাদেশকে অনুপ্রেরণা জোগাতে পারে গত বিশ্বকাপের পর থেকে চার বছরের মধ্যে হওয়া ৪ ওয়ানডে। ৪ ম্যাচের মধ্যে ৩টিতেই জিতেছে বাংলাদেশ। সবশেষ এশিয়া কাপেও ভারতকে হারিয়েছে বাংলাদেশ।
প্রথম ম্যাচের একাদশ থেকে একটি মাত্র পরিবর্তন এনেছে বাংলাদেশ। সাকিবের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন নাসুম আহমেদ। তানজিদ হাসান তামিম, শান্ত, তাওহীদ হৃদয়ের সঙ্গে আছেন দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও লিটন দাস। অলরাউন্ডার হিসেবে খেলছেন মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদ। একাদশে আছেন তিন পেসার শরীফুল ইসলাম, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান। ভারতের একাদশে কোনো পরিবর্তন নেই।
বাংলাদেশের একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরা, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।
আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ দল। এরপর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে কঠিন সময় পার করছে তারা। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে সামনের সব ম্যাচই গুরুত্বপূর্ণ সাকিব আল হাসানের দলের জন্য।
তবে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলাই হচ্ছে না বাংলাদেশ দলের অধিনায়ক সাকিবের। নিউজিল্যান্ডের বিপক্ষে ঊরুর চোটে পড়েছিলেন এই অলরাউন্ডার। এখনো ফিট না হাওয়ায় একাদশে রাখা হয়নি সাকিবকে। টস করতে নেমেছেন বিশ্বকাপের সহকারী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আজ পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনে স্বাগতিক ভারতের বিপক্ষে আরেকটি কঠিন পরীক্ষা বাংলাদেশ দলের। ভারত ইতিমধ্যে বিশ্বকাপে টান তিন ম্যাচ জিতে ছন্দে আছে। জয়ে ফিরতে দারুণ কিছুই করতে হবে বাংলাদেশকে। পুনের রানপ্রসবা মাঠে টস জিতে ব্যাটিংয়েরই সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তীকালীন অধিনায়ক শান্ত।
ভারতের বিপক্ষে বাংলাদেশকে অনুপ্রেরণা জোগাতে পারে গত বিশ্বকাপের পর থেকে চার বছরের মধ্যে হওয়া ৪ ওয়ানডে। ৪ ম্যাচের মধ্যে ৩টিতেই জিতেছে বাংলাদেশ। সবশেষ এশিয়া কাপেও ভারতকে হারিয়েছে বাংলাদেশ।
প্রথম ম্যাচের একাদশ থেকে একটি মাত্র পরিবর্তন এনেছে বাংলাদেশ। সাকিবের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন নাসুম আহমেদ। তানজিদ হাসান তামিম, শান্ত, তাওহীদ হৃদয়ের সঙ্গে আছেন দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও লিটন দাস। অলরাউন্ডার হিসেবে খেলছেন মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদ। একাদশে আছেন তিন পেসার শরীফুল ইসলাম, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান। ভারতের একাদশে কোনো পরিবর্তন নেই।
বাংলাদেশের একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরা, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।
গোড়ালির ওপরের অংশ—চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অ্যাকিলিস টেনডনের সমস্যায় ভুগছিলেন তাসকিন আহমেদ। এ জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ নিতে লন্ডনে গিয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। চিকিৎসকদের সঙ্গে পরামর্শ শেষে জানা গেছে, আপাতত কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নেই তাঁর। এক বিজ্ঞপ্তিতে ব্যাপারটি নিশ্চিত
১ ঘণ্টা আগেবাবা ক্রিস্টিয়ানো রোনালদোর পথে হাঁটা আরও আগেই শুরু করেছেন ক্রিস্টিয়ানো ডস সান্তোস, বেছে নিয়েছেন ফুটবলকে। এবার গায়ে জড়াতে যাচ্ছেন পর্তুগালের জার্সি। কোচ হোয়াও সান্তোসের ২২ সদস্যের পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেলেন রোনালদোর বড় ছেলে সান্তোস।
১ ঘণ্টা আগেসিরিজের প্রথম ওয়ানডেতেই ধাক্কা খেল বাংলাদেশ নারী ইমার্জিং দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে শুরুতে বেশ চাপে রেখেছিল বাংলাদেশ। স্বাগতিকদের সেই হুংকার অবশ্য ছিল সাময়িক সময়ের জন্যই।
২ ঘণ্টা আগেঅনেক দিন ধরেই অসুস্থ হয়ে আর্জেন্টিনার একটি হাসপাতালে ভর্তি ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার গালভান। হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন এ ডিফেন্ডার। দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন। ৭৭ বছর বয়সী গালভান বেশ কয়েক সপ্তাহ ধরেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কর্দোভার একটি হাসপাতালে ভর্তি ছিলেন।
৩ ঘণ্টা আগে