Ajker Patrika

বাংলাদেশকে ইংল্যান্ড বানানোর পথে প্রোটিয়ারা

আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ২০: ০০
বাংলাদেশকে ইংল্যান্ড বানানোর পথে প্রোটিয়ারা

৩৮২ রানে লক্ষ্য। দক্ষিণ আফ্রিকার এই রানপাহাড় পাড়ি দিতে গিয়ে উল্টো পিষ্ট হতে বসেছে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৩০ রান জমা করতেই হারিয়ে ফেলেছে দুই টপ অর্ডার ব্যাটার। 

ইনিংসের সপ্তম ওভার করতে এসেই প্রথম বলেই তানজিদ হাসান তামিমকে (১২) ফেরানোর পর নাজমুল হোসেন শান্তকে ডাক উপহার দেন মার্কো ইয়ানসেন। প্রোটিয়া পেসারের হ্যাটট্রিক নষ্ট করেন সাকিব আল হাসান। 

তবে শেষরক্ষা হয়নি বাংলাদেশ অধিনায়কেরও। আরেক পেসার লিজাড উইলিয়ামসের করা পরের ওভারের দ্বিতীয় বলেই প্রথম স্লিপে ব্যক্তিগত ১ রানে ক্যাচ দিয়ে বসেন সাকিব। বাংলাদেশের তিন ব্যাটারকেই উইকেটের পেছনে গ্লাভসবন্দী করেন হেনরিখ ক্লাসেন। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৪ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন ওপেনার লিটন দাস (১২) ও উইকেটরক্ষক মুশফিকুর রহিম (২)। জয়ের জন্য বাংলাদেশের দরকার আরও ৩৪৯ রান। 

বিশ্বকাপে নিজেদের এর আগের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ৩৯৯ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। সেই রেকর্ড ২২৯ রানে জিতেছিল তারা। রান তাড়া করতে নেমে ৩৮ রানেই ৪ উইকেট হারানো ইংলিশরা থেমেছিল ১৭০ রানে। 

আজ একই মাঠে বাংলাদেশের বিপক্ষে তেমন কিছুর আভাস দিচ্ছে প্রোটিয়ারা। টসে জিতে ব্যাট করতে নেমে কুইন্টন ডি ককের সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩৮২ রানের স্কোর দাঁড় করায় তারা। রান তাড়া করতে নামা বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন প্রোটিয়া পেসাররা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত