Ajker Patrika

সাকিবদের কাছে চিন্তার নাম মুম্বাইয়ের গরম

রানা আব্বাস, মুম্বাই থেকে
আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ১২: ৫৯
সাকিবদের কাছে চিন্তার নাম মুম্বাইয়ের গরম

ওয়াংখেড়েতে দক্ষিণ আফ্রিকার চ্যালেঞ্জ নেওয়ার আগে মুম্বাইয়ের আবহাওয়া বিরাট ‘পরীক্ষা’ নিচ্ছে বাংলাদেশ দলকে। মুম্বাইয়ে এসেই অসুস্থ হয়ে পড়েছেন প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে।

পুনেতে তীব্র গরম আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপার ছিল। মুম্বাইয়ে সেটি বেশ অসহনীয় মনে হচ্ছে। তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস দেখালেও অনুভূত হচ্ছে ৪০ ডিগ্রির ওপরে। মুম্বাইয়ে এসেই প্রথম ধাক্কাটা খেয়েছেন স্বয়ং বাংলাদেশ দলের প্রধান কোচ হাথুরুসিংহে। শারীরিক অসুস্থতায় তিনি গতকাল ওয়াংখেড়েতে বাংলাদেশ দলের অনুশীলনেই আসতে পারেননি। বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানিয়েছেন, পানিশূন্যতায় অসুস্থ কোচ। তাঁর জায়গায় কাল মাঠে এসেই প্রথম উইকেট দেখার কাজটা করেছেন দলের কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম। মাঠে তীব্র গরমে কাহিল হতে দেখা গেল সহকারী কোচ ফয়সাল হোসেনকেও।

ওয়াংখেড়ের ব্যাটিংবান্ধব উইকেটে ভালো করার চ্যালেঞ্জ যেমন আছে, বাংলাদেশ দলকে চ্যালেঞ্জ নিতে হবে মুম্বাইয়ের এই অসহনীয় গরমের মধ্যেই নিজেদের খেলাটা বের করে আনার। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে কাল পূর্বঘোষিত সময়ের বেশ আগেই বাংলাদেশ দল চলে এসেছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

মাথার ওপর গনগনে সূর্য রেখে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান নেটে দুই দফায় ব্যাটিং করলেন অন্তত এক ঘণ্টা। বাঁ ঊরুর চোটে পড়ে পুনেতে ভারতের বিপক্ষে খেলা হয়নি তাঁর। তবে মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাঁর খেলা নিয়ে সংশয় কিছুটা কমেছে। পুনেতেও সাকিব যেভাবে ব্যাটিং অনুশীলন করেছিলেন, তাতে তাঁকে নিয়ে সংশয়ে ভোগার কোনো কারণ ছিল না। গতকাল তিনি ব্যাটিং করলেও বোলিং করেননি। রানিং বিটুইন দ্য উইকেটে তিনি কতটা স্বচ্ছন্দ, সেটিও দেখার বিষয় আছে। সাকিবের খেলা নিয়ে উপসংহারে পৌঁছাতে আরেকটু অপেক্ষা তাই করতে হচ্ছে।

ভারত ম্যাচে একাদশের বাইরে থাকা তাসকিন আহমেদ কাল ব্যস্ত ছিলেন নিজের বোলিং রানআপ ঠিক করতে। কাঁধের পুরোনো চোটের সঙ্গে আবার তাঁর লড়াই চলছে। গতকাল বোলিংই শুরু করতে পারেননি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাসকিনকে পাওয়া নিয়ে সংশয় থাকছেই। দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের চিন্তায় মুম্বাইয়ের অতিরিক্ত গরম। যদি আগে বোলিং করতে হয়, ভরদুপুরে বড় চ্যালেঞ্জে পড়তে হবে তাঁর শিষ্যদের। গতকাল আজকের পত্রিকাকে ডোনাল্ড বলছিলেন, ‘আজ (কাল) অনুশীলনে খেলোয়াড়েরা গরম কাকে বলে, ভালোভাবে বুঝেছে। আজ (কাল) আমাদের দুটোর আগেই অনুশীলন শুরু করার অন্যতম কারণ ছিল এটা। যদি আগে বল করতে হয়, কীভাবে শুরু করতে হবে, সেটার অনুশীলন করেছি। তবে এটা আসলে দুই দিক দিয়েই অনেক চ্যালেঞ্জিং হবে।’

আগে ফিল্ডিং করলে মুম্বাইয়ের গরম কতটা কঠিন পরীক্ষা নেয়, সেটি এ মাঠে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচে দেখা গেছে। বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টের এক সদস্য অনুশীলনের ফাঁকে বলছিলেন, ‘ইংলিশ বোলাররা তো মনে হয় এখানকার গরমেই এলোমেলো হয়ে গেছে!’ আর সেই সুযোগে ইংল্যান্ডের শক্তিশালী বোলিং লাইনআপকে যেভাবে পিটিয়ে ছাতু বানিয়েছেন প্রোটিয়া ব্যাটাররা, বাংলাদেশের কপালে কী আছে কে জানে! মুম্বাইয়ে প্রতিপক্ষকে শুধু দক্ষিণ আফ্রিকারই দুবার ৪০০ বা ৪০০-এর বেশি লক্ষ্য দেওয়ার অভিজ্ঞতা আছে। দুই প্রতিপক্ষের নাম কী দেখুন—ভারত ও ইংল্যান্ড।

গতকাল দুপুরে ওয়াংখেড়ের ব্যাটিং-সহায়ক উইকেটে বাংলাদেশ দলের ব্যাটাররাও উড়িয়ে মারার অনুশীলন করলেন ভালোভাবেই। অধিনায়ক সাকিবের বেশির ভাগ শট অবশ্য পূর্ণ প্রচেষ্টায় খেলা হয়নি। একাধিকবার ক্যাচ উঠল মাঠের ভেতরেই। মাত্রই চোট থেকে সেরে ওঠায় ছন্দে ফিরতে সময় লাগছে তাঁর। জুনিয়র তামিম, মাহমুদউল্লাহর মতো ব্যাটাররা বেশ স্বচ্ছন্দে উড়িয়ে মেরেছেন। ২২ গজে তাঁদের এই ‘স্বচ্ছন্দ’ কাল থাকলেই হয়!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত