নিজস্ব প্রতিবেদক, পুনে থেকে
পুনেতে ভারতের বিপক্ষে বড় ম্যাচের আগে সবচেয়ে বেশি আলোচনা সাকিব আল হাসানের চোট নিয়ে। গতকাল তাঁর ব্যাটিং অনুশীলন দেখে সংশয়ের মেঘ অনেকটা কেটেছে। তবু চিকিৎসক, ফিজিওর সবুজ সংকেতের ব্যাপার তো আছেই। বাঁ ঊরুর সামনে যে ‘গ্রেড ওয়ান টিয়ার’, সেটির অগ্রগতি যেহেতু অনেক ভালো—সাকিবকে নিয়ে চিকিৎসক-ফিজিওর খুব একটা দ্বিধায় ভোগার কথা নয়।
ভারতীয়দের কাছে বাংলাদেশ দলের সবচেয়ে বড় তারকা যেমন সাকিব, বাংলাদেশ-ম্যাচের আগে বাঁহাতি অলরাউন্ডারও তাদের কাছে বড় হুমকি। সেই ‘হুমকি’ কীভাবে মোকাবিলা করবে ভারত কিংবা সাকিবের খেলা-না খেলা নিয়ে ভারতীয় শিবিরে কী আলোচনা, এ প্রসঙ্গ উঠল আজ তাদের ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে।
এক ভারতীয় সাংবাদিকের প্রশ্নে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা বোলিং কোচ পরশ মামব্রে বললেন, ‘আমার মনে হয় না এটা (সাকিবকে নিয়ে) নিয়ে কোনো আলোচনা আমাদের মধ্যে হয়েছে।’ এরপরই তাঁর কণ্ঠে সাকিবকে নিয়ে একরাশ স্তুতি, ‘জানি সে ভালো খেলোয়াড়। বাংলাদেশের হয়ে অসাধারণ খেলে। সে একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়। ও খুবই কার্যকর, ব্যাটিং, বোলিং…পাওয়ার প্লেতে বোলিং করে। সে অসাধারণ খেলোয়াড়। তবে এতে আসলে আমাদের কিছু আসে-যায় না। আমরা ভাবব কীভাবে প্রস্তুতি নিতে পারি, কীভাবে পরিকল্পনা কাজে লাগাতে পারি। এর বাইরে কিছু নয়।’
সাকিব নিয়মিত আইপিএল খেলেন। ভারতীয় কন্ডিশন তাঁর খুব ভালো চেনা। ভারতের বিপক্ষে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে তিনিই সবচেয়ে সফল। ভারতের বিপক্ষে ২২ ওয়ানডেতে ৭৫১ রান আর ২৯ উইকেট নিয়ে সতীর্থ খেলোয়াড়দের মধ্যে সবার ওপরে। এই তো কদিন আগে এশিয়া কাপে কলম্বোয় ভারতের বিপক্ষে জয়ের নায়কও ছিলেন তিনি। ভারতীয় কোচ যতই বলুন, সাকিবের ওপর বাড়তি নজর রাখতেই হচ্ছে ভারতীয় দলকে।
পুনেতে ভারতের বিপক্ষে বড় ম্যাচের আগে সবচেয়ে বেশি আলোচনা সাকিব আল হাসানের চোট নিয়ে। গতকাল তাঁর ব্যাটিং অনুশীলন দেখে সংশয়ের মেঘ অনেকটা কেটেছে। তবু চিকিৎসক, ফিজিওর সবুজ সংকেতের ব্যাপার তো আছেই। বাঁ ঊরুর সামনে যে ‘গ্রেড ওয়ান টিয়ার’, সেটির অগ্রগতি যেহেতু অনেক ভালো—সাকিবকে নিয়ে চিকিৎসক-ফিজিওর খুব একটা দ্বিধায় ভোগার কথা নয়।
ভারতীয়দের কাছে বাংলাদেশ দলের সবচেয়ে বড় তারকা যেমন সাকিব, বাংলাদেশ-ম্যাচের আগে বাঁহাতি অলরাউন্ডারও তাদের কাছে বড় হুমকি। সেই ‘হুমকি’ কীভাবে মোকাবিলা করবে ভারত কিংবা সাকিবের খেলা-না খেলা নিয়ে ভারতীয় শিবিরে কী আলোচনা, এ প্রসঙ্গ উঠল আজ তাদের ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে।
এক ভারতীয় সাংবাদিকের প্রশ্নে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা বোলিং কোচ পরশ মামব্রে বললেন, ‘আমার মনে হয় না এটা (সাকিবকে নিয়ে) নিয়ে কোনো আলোচনা আমাদের মধ্যে হয়েছে।’ এরপরই তাঁর কণ্ঠে সাকিবকে নিয়ে একরাশ স্তুতি, ‘জানি সে ভালো খেলোয়াড়। বাংলাদেশের হয়ে অসাধারণ খেলে। সে একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়। ও খুবই কার্যকর, ব্যাটিং, বোলিং…পাওয়ার প্লেতে বোলিং করে। সে অসাধারণ খেলোয়াড়। তবে এতে আসলে আমাদের কিছু আসে-যায় না। আমরা ভাবব কীভাবে প্রস্তুতি নিতে পারি, কীভাবে পরিকল্পনা কাজে লাগাতে পারি। এর বাইরে কিছু নয়।’
সাকিব নিয়মিত আইপিএল খেলেন। ভারতীয় কন্ডিশন তাঁর খুব ভালো চেনা। ভারতের বিপক্ষে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে তিনিই সবচেয়ে সফল। ভারতের বিপক্ষে ২২ ওয়ানডেতে ৭৫১ রান আর ২৯ উইকেট নিয়ে সতীর্থ খেলোয়াড়দের মধ্যে সবার ওপরে। এই তো কদিন আগে এশিয়া কাপে কলম্বোয় ভারতের বিপক্ষে জয়ের নায়কও ছিলেন তিনি। ভারতীয় কোচ যতই বলুন, সাকিবের ওপর বাড়তি নজর রাখতেই হচ্ছে ভারতীয় দলকে।
চোট এখন লিওনেল মেসির নিত্যসঙ্গী হয়ে উঠেছে। ৯০ মিনিট খেলা তো দূরে থাক, অনেক সময় বদলি ফুটবলার হিসেবেও তাঁকে খেলানো হয় না। যত গুরুত্বপূর্ণ ম্যাচই হোক, আর্জেন্টাইন তারকা ফুটবলার শতভাগ ফিট না হওয়া পর্যন্ত কোনো রকম ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট।
৩৫ মিনিট আগেপাকিস্তানের ক্রিকেট নিয়ে কিছু একটা হলেই হলো। বাসিত আলী-কামরান আকমলরা তখন শ্লেষাত্মক মন্তব্য করতে দেরি করেন না। বাংলাদেশের কাছে সিরিজ হারের পর পাকিস্তানকে ধুয়ে দিয়েছিলেন বাসিত-কামরান।
২ ঘণ্টা আগেটপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ‘এ’ দল চার ম্যাচ খেলে জিতেছে ২ ম্যাচ। হেরেছেও ২ ম্যাচ। ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৯ নম্বরে রয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১১ দল।
৩ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে হায়দার আলী খুব একটা নিয়মিত নন। হবেন কী করে! মাঠের পারফরম্যান্সে নিজেকে তো সেভাবে প্রমাণ করতে পারেননি। কিন্তু ইংল্যান্ডে গত মাসে অপরাধমূলক এক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
৩ ঘণ্টা আগে