মা, আমরা উদ্বাস্তু হয়ে গেলাম
মঙ্গলবার রাত সাড়ে ১১টায় ভাইবারে কল। কে হতে পারে? ফোনের স্ক্রিনে তাকিয়ে চমকে উঠি! নীলিমা! নীলিমা আছে, চিনু আছে, আছে শিহাব, মঞ্জু, উজ্জ্বল, রূপা। এরা সবাই ১৯৮৬ সালে রাশিয়া বা ইউক্রেনে পড়াশোনা করেছে। তখন দেশ ছিল একটাই, সোভিয়েত ইউনিয়ন।