Ajker Patrika

ইউক্রেনে সৈন্য পাঠাবে না যুক্তরাষ্ট্র: বাইডেন

ইউক্রেনে সৈন্য পাঠাবে না যুক্তরাষ্ট্র: বাইডেন

ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে মার্কিন সৈন্য পাঠানো হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন কংগ্রেসে আজ বুধবার দেওয়া এক ভাষণে বাইডেন এ কথা জানান। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

কংগ্রেসে দেওয়া ভাষণে বাইডেন আইনপ্রণেতাদের উদ্দেশে বলেন, ‘আমি স্পষ্ট করে বলছি, আমাদের সৈন্যবাহিনী ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠানো হবে না।’

বাইডেন আরও বলেন, মার্কিন সৈন্য ইউরোপে মোতায়েন করা হয়েছে, তবে সেটা ইউক্রেনে যুদ্ধ করার জন্য নয়। কিন্তু পুতিন পশ্চিমে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর আমাদের ন্যাটো মিত্রদের রক্ষা করতে মার্কিন সৈন্যবাহিনী কাজ করবে।

এর আগে আমেরিকা ন্যাটো মিত্রদের সঙ্গে থাকবে জানিয়ে বাইডেন বলেন, ন্যাটোর অন্তর্ভুক্ত প্রত্যেকটি দেশের প্রতি ইঞ্চি জায়গা রক্ষার্থে ন্যাটোভুক্ত দেশগুলো তাদের সম্পূর্ণ সামরিক শক্তি ব্যবহার করবে।

তবে যুক্তরাষ্ট্র ইউক্রেনে সৈন্য না পাঠালেও, পূর্ব ইউরোপীয় দেশটিকে প্রত্যক্ষভাবে ১০০ কোটি ডলারেরও বেশি সহায়তা দেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত