Ajker Patrika

ইউক্রেনের প্রধান বন্দরনগরী দখলে নিয়েছে রাশিয়া

আপডেট : ০৩ মার্চ ২০২২, ১০: ৩৫
ইউক্রেনের প্রধান বন্দরনগরী দখলে নিয়েছে রাশিয়া

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান আগ্রাসনের অষ্টম দিনে ইউক্রেনের প্রধান বন্দরনগরী খেরসন দখলে নিয়েছে রুশ সেনাবাহিনী। খেরসনের মেয়রের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। বিবিসির প্রতিবেদনে বলা হয়, এক সপ্তাহ আগে শুরু হওয়া যুদ্ধে প্রথমবারের মতো ইউক্রেনের একটি প্রধান শহর সম্পূর্ণ দখলে নিল রাশিয়া।

খেরসনের মেয়র ইগর কোলিখায়েভ বলেছেন, দক্ষিণ ইউক্রেনের প্রধান বন্দরনগরী খেরসন এখন রুশ বাহিনীর দখলে। তারা জোর করে খেরসনের সিটি কাউন্সিল ভবনে প্রবেশ করেছে এবং শহরের বাসিন্দারের ওপর কারফিউ জারি করেছে।

বুধবার ইউক্রেনের বেশ কয়েকটি শহরে রুশ বাহিনী ও ইউক্রেনের বাহিনীর মধ্যে তুমুল গোলাগুলি হয়েছে। এর মধ্যে খেরসন দখল করতে সক্ষম হয়েছে রাশিয়া।

রাশিয়া প্রথমবারের মতো স্বীকার করেছে যে ইউক্রেনে আক্রমণের সময় তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে অন্তত ৪৯৮ সেনা নিহত এবং ১৫৯৭ জন আহত হয়েছে। তবে ইউক্রেন বলছে, হাজার হাজার রুশ সেনা নিহত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত