Ajker Patrika

ইউক্রেন থেকে দেশে ফিরে কাঁদলেন ব্রাজিলিয়ান ফুটবলাররা

ইউক্রেন থেকে দেশে ফিরে কাঁদলেন ব্রাজিলিয়ান ফুটবলাররা

রাশিয়ার হামলার পর থেকে বিপর্যস্ত অবস্থায় আছে ইউক্রেন। ইউক্রেনীয়দের বড় একটি অংশ প্রতিরোধ গড়ে তুললেও, অন্য দেশের নাগরিকেরা চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব ইউক্রেন ছেড়ে নিজ দেশে ফিরে যেতে। অনেকে ইতিমধ্যে ছেড়ে গেছেন দেশটি। যুদ্ধক্ষেত্রে পরিণত হওয়া ইউক্রেন থেকে দেশে ফিরেছেন ৪০ জন ব্রাজিলিয়ান ফুটবলারসহ অন্যান্য কর্মকর্তারা।

ফুটবলের জন্যই মূলত পরিচিত ব্রাজিল। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের ফুটবলাররা। একইভাবে ইউক্রেনের লিগেও খেলেন অনেক ব্রাজিলিয়ান ফুটবলার। এ ছাড়া ক্লাবগুলোর বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিল আরও অনেকে। তবে রাশিয়ার হামলার পর অনিশ্চয়তায় পড়েন যায় তাঁদের সবার জীবন। তবে শেষ পর্যন্ত সেই সব ফুটবলারদের  উদ্ধার করে ধাপে ধাপে দেশে ফিরিয়ে নিচ্ছে ব্রাজিল সরকার। 

এদিকে দেশে ফিরে আবেগ সামলাতে না পেরে কান্নায় ভেঙে পড়েন ফুটবলাররা। নিজেদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য ধন্যবাদ জানান সরকারকে। পাশাপাশি যুদ্ধ ক্ষেত্রে থাকা নিজেদের বন্ধু ও ভক্তদের জন্য নিজেদের দুশ্চিন্তার কথাও জানান তারা। তাঁদের আশা, খুব দ্রুতই মিটে যাবে সব সংঘাত, স্বাভাবিক হবে দেশটির খেলার জগৎও। 

জানা গেছে, ইউক্রেনের বিভিন্ন ক্লাবে অন্তত ৫০০ ব্রাজিলিয়ান ফুটবলার খেলে থাকেন। যাদের এখন ধাপে ধাপে দেশে ফিরিয়ে আনছে ব্রাজিল সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত