সেনাসদস্যদের মধ্যে নিরাপদ অবস্থানে সরে যাওয়ার তোড়জোড়। কেউ দৌড়ে যাচ্ছেন সড়কের পাশের ভবনের আড়ালে, কেউ দাঁড়াচ্ছেন সড়কদ্বীপের ওপর গাছের নিচে। এরই মধ্যেই এগিয়ে আসে একটি ট্যাংক। সেই ট্যাংকের ব্যারেল ঘুরতে না-ঘুরতেই কেঁপে ওঠে চারপাশ। বোঝা যায়, ভিডিও ধারণকারী মুঠোফোনের ক্যামেরা বন্ধ করে নিরাপদ স্থানে সরে গেছেন।
ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউবে গতকাল বুধবার ভিডিওটি পোস্ট করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিশ্চিত করেছে, ওই ভিডিওটি ইউক্রেনের খেরসন শহরের একটি এলাকায় ধারণ করা। বিবিসি, সিএনএন, আল জাজিরা, গার্ডিয়ানসহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম বলেছে, রুশ বাহিনী খেরসন দখলে নিয়েছে বলে দাবি করেছে মস্কো। তবে ইউক্রেনের কর্তৃপক্ষের দাবি, খেরসন তাদের নিয়ন্ত্রণেই আছে। এই শহর বেদখলের অর্থ ইউক্রেন কৃষ্ণসাগর থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও রুশ হামলা জোরদার হয়েছে।
চলমান যুদ্ধের পাশাপাশি গতকাল রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদলের আবারও বৈঠকে বসেছে। তারপরও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দর উঠেছে ব্যারেলপ্রতি ১১৩ মার্কিন ডলার।
রাশিয়া-ইউক্রেন দ্বিতীয় দফার বৈঠক
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ইউক্রেনের প্রতিনিধিদলের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক করতে তাঁর দেশের প্রতিনিধিদল নির্ধারিত স্থানে পৌঁছে গেছে। পরে সিএনএন জানায়, ইউক্রেনের প্রেসিডেন্টের সহকারী নিশ্চিত করেছেন, গতকাল স্থানীয় সময় সন্ধ্যায় বৈঠক হয়।
এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ জানিয়েছিল, দ্বিতীয় দফার বৈঠকটি হতে পারে বেলারুশ-পোল্যান্ড সীমান্তবর্তী বেলারুশের কোনো এলাকায়। এর আগে গত সোমবার প্রথম দফার বৈঠকটি হয় বেলারুশ-ইউক্রেন সীমান্তে বেলারুশের গোমেল অঞ্চলে। পাঁচ ঘণ্টার ওইবৈঠক শেষ হয়েছিল কোনো সিদ্ধান্ত ছাড়াই।
খেরসন পতনের দাবি
গতকাল ছিল রাশিয়ার ইউক্রেন অভিযানের সপ্তম দিন। আর এ দিনই মস্কো দাবি করেছে, তাদের বাহিনী খেরসন দখল করেছে। যদিও খেরসনের মেয়র ইগর কোলিখায়েভ বলেছেন, তাঁরা লড়াই চালিয়ে যাচ্ছেন। তিনি অবশ্য স্বীকার করেছেন, খেরসনে মঙ্গলবার দিবাগত ভোররাতে রুশ বাহিনী প্রবেশ করেছে। ব্যাপক যুদ্ধ চলছে। খেরসন রক্ষায় ‘জাদুকরী’ কিছুর প্রয়োজন।
বিশ্লেষকদের মতে, রাশিয়ার এই অভিযানে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন আপাতত একটি বড় কৌশলগত লক্ষ্য। কারণ, ক্রিমিয়ার পার্শ্ববর্তী এই শহরটি কৃষ্ণসাগরের পাড়ে অবস্থিত। ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া ছিনিয়ে নেওয়ার পর নর্থ ক্রিমিয়া ক্যানেলে বাঁধ নির্মাণ করে ইউক্রেন। এতে ক্রিমিয়ায় পানির সংকট দেখা দেয়। খেরসন দখলে নেওয়ার অর্থ নর্থ ক্রিমিয়া ক্যানেল দখলে আসা।
বিবিসির বিশ্লেষণ বলছে, রুশ বাহিনীর ইউক্রেন অভিযানের প্রথম লক্ষ্য ছিল খেরসন দখল করে ক্রিমিয়ায় পানির প্রবাহ ঠিক করা। এদিকে এই বন্দরনগরী ও শিল্পাঞ্চলে সামরিক ঘাঁটি বসালে পশ্চিমে ইউক্রেনের বড় বন্দরনগরী ওডেসায় হামলা চালানোও সহজ হয়ে যাবে রুশ বাহিনীর জন্য। সে হিসাবে খেরসন দখলে নেওয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বড় একটি অর্জন।
এদিকে ক্রিমিয়ার অপর পাশে মারিউপোল ঘিরে ফেলেছে রুশ বাহিনী। এই শহর দখলে নিতে পারলে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে দখলকৃত ক্রিমিয়ার স্থলপথে সরাসরি যোগাযোগ তৈরি হবে।
ল্ভভ থেকে আল জাজিরার প্রতিবেদক বলেছেন, রুশ বাহিনীর কৌশল মনে হচ্ছে ইউক্রেনকে কৃষ্ণসাগর থেকে বিচ্ছিন্ন করা। এর আগে তারা ইউক্রেনকে আজভ সাগর থেকে বিচ্ছিন্ন করেছে।
ইউক্রেনের অন্যান্য অঞ্চলে যুদ্ধপরিস্থিতি
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, গত মঙ্গলবার দিবাগত ভোররাতে খারকিভে রাশিয়ার প্যারাট্রুপার নেমেছে। খারকিভের মেয়র ইহর তেরেকভ বলেছেন, গতকাল সকাল ৮টা ১০ মিনিটে এই শহরের একটি পুলিশ স্টেশন ভবন ও বিশ্ববিদ্যালয়ে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এসব হামলায় চারজন নিহত ও নয়জন আহত হয়েছেন। বিশ্লেষকেরা মনে করছেন, গতকাল কিংবা আজ বৃহস্পতিবার তারা এখানে সর্বাত্মক হামলা চালাবে।
রাজধানী কিয়েভের ১২০ কিলোমিটার পশ্চিমে ঝিতোমির শহরে মঙ্গলবার দিবাগত রাতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইউক্রেনের কর্তৃপক্ষের দাবি, হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, একটি ক্ষেপণাস্ত্র ঝিতোমির একটি মাতৃসদনে আঘাত হেনেছে।
এদিকে রাশিয়ার সেই ৬৫ কিলোমিটার দীর্ঘ বহর গতকাল কিয়েভ থেকে ২৪ কিলোমিটার উত্তরে ছিল। মার্কিন গোয়েন্দা তথ্য বলছে, বহরটি গতকাল খুব একটা অগ্রসর হয়নি। বিশ্লেষকদের ধারণা, কিয়েভের উত্তরে থাকা ওই বহর মূলত রাজধানী শহরটির পশ্চিম দিক থেকে রুশ বাহিনীর হামলায় সহযোগিতা করবে। তার আগে তারা কিয়েভ ঘিরে ফেলে শহরটিকে পুরোপুরি বিচ্ছিন্ন করবে।
সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর এনেরহোডারের কাছে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ন্ত্রণে নিতে গিয়ে সেখানকার শতাধিক কর্মী ও স্থানীয় জনগোষ্ঠীর প্রতিরোধের মুখে পড়েছে রুশ বাহিনী। আল জাজিরা জানায়, ইউক্রেনের উপপ্রধানমন্ত্রীর পররাষ্ট্র নীতিবিষয়ক উপদেষ্টা স্ভিতলানা জালিশচুক বলেছেন, রুশ বাহিনীকে ঠেকাতে এ পর্যন্ত এক লাখ ইউক্রেনীয় স্বেচ্ছাসেবী অস্ত্র হাতে তুলে নিয়েছেন।
ইউক্রেন কর্তৃপক্ষের দাবি, তাদের বাহিনীর প্রতিরোধের মুখে গত সাত দিনে ৫ হাজার ৮৪০ জন রুশ সেনা নিহত হয়েছেন। এ ছাড়া রুশ বাহিনীর ৩০টি যুদ্ধবিমান, ৩১টি হেলিকপ্টার, ২১১টি ট্যাংক, ৮৬২টি সাঁজোয়া টহল যান (এপিভি), ৮৫টি গোলা ছোড়ার ব্যবস্থা, ৯টি বিমানবিধ্বংসী ব্যবস্থা, ৬০টি জ্বালানি ট্যাংক এবং ৩৫৫টি অন্যান্য যান ধ্বংস হয়েছে। ৪০টি এমএলআরএমস রকেট লঞ্চার জব্দের দাবিও করেছে ইউক্রেন। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল বলেছে, ইউক্রেন অভিযানে তাদের ৪৯৮ জন সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ হাজার ৫৯৭ জন।
জাতিসংঘ বলেছে, ইউক্রেনে রুশ হামলা শুরুর পর গত সাত দিনে অন্তত ১৩৬ জন বেসামরিক লোক নিহত হয়েছে। এর মধ্যে ১৩ জন শিশু রয়েছে। তবে ইউক্রেনের জরুরি সেবা বিভাগ বলেছে, রুশ হামলায় এ পর্যন্ত দেশটিতে ২ হাজারের বেশি বেসামরিক লোক নিহত হয়েছে।
এদিকে বিবিসি জানায়, ইউক্রেনের সঙ্গে সীমান্তে দ্বিগুণ সেনা মোতায়েন করেছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো।
নিষেধাজ্ঞা প্রভাব পড়ছে রাশিয়ায়
রাশিয়ার ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার প্রভাব পড়তে শুরু করেছে। গতকাল বুধবার তৃতীয় দিনের মতো দেশটির পুঁজিবাজার বন্ধ ছিল। এদিকে রাশিয়ার কর্তৃপক্ষ নির্দেশ জারি করেছে, বিদেশ গমনেচ্ছু রুশ নাগরিকেরা ১০ হাজার মার্কিন ডলারের বেশি অর্থ নিয়ে দেশ ছাড়তে পারবেন না। গতকাল থেকেই এই নির্দেশ কার্যকর হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, তাঁর প্রশাসন রুশ উড়োজাহাজের জন্য মার্কিন আকাশসীমা বন্ধ করে দিয়েছে। মার্কিন কংগ্রেসে বার্ষিক স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে তিনি কড়া হুঁশিয়ারি দিয়েছেন, ‘আগ্রাসনের জন্য স্বৈরশাসকের শাস্তি না হলে তারা আরও গোলযোগ বাধায়।’ তবে তিনি এও বলেছেন, ইউক্রেনে যুক্তরাষ্ট্র সেনা পাঠাবে না।
এদিকে যুক্তরাজ্য রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা দিয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কূটনীতিকেরা বেলারুশের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছেন। ইউরোপীয় পার্লামেন্ট ইউক্রেনকে দ্রুত সদস্য করে নিতে ইইউকে সুপারিশ করেছে।
চীনের অবস্থান
বর্তমান পরিস্থিতিতে রাশিয়ার ওপর কোনো নিষেধাজ্ঞা দিতে চায় না চীন। গার্ডিয়ান জানায়, চীনের ব্যাংক ও বিমা নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান গুও শুচিং এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা নিষেধাজ্ঞার পথে হাঁটব না। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে স্বাভাবিক অর্থনৈতিক, বাণিজ্যিক ও আর্থিক লেনদেন অব্যাহত রাখব আমরা। একপক্ষীয়ভাবে আরোপ করা নিষেধাজ্ঞার বিপক্ষে আমরা। কারণ, এসব নিষেধাজ্ঞার আইনি ভিত্তি খুব একটা নেই এবং এর প্রভাব ভালো হবে না।’
এর আগে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার সমালোচনা করেছেন।
সেনাসদস্যদের মধ্যে নিরাপদ অবস্থানে সরে যাওয়ার তোড়জোড়। কেউ দৌড়ে যাচ্ছেন সড়কের পাশের ভবনের আড়ালে, কেউ দাঁড়াচ্ছেন সড়কদ্বীপের ওপর গাছের নিচে। এরই মধ্যেই এগিয়ে আসে একটি ট্যাংক। সেই ট্যাংকের ব্যারেল ঘুরতে না-ঘুরতেই কেঁপে ওঠে চারপাশ। বোঝা যায়, ভিডিও ধারণকারী মুঠোফোনের ক্যামেরা বন্ধ করে নিরাপদ স্থানে সরে গেছেন।
ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউবে গতকাল বুধবার ভিডিওটি পোস্ট করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিশ্চিত করেছে, ওই ভিডিওটি ইউক্রেনের খেরসন শহরের একটি এলাকায় ধারণ করা। বিবিসি, সিএনএন, আল জাজিরা, গার্ডিয়ানসহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম বলেছে, রুশ বাহিনী খেরসন দখলে নিয়েছে বলে দাবি করেছে মস্কো। তবে ইউক্রেনের কর্তৃপক্ষের দাবি, খেরসন তাদের নিয়ন্ত্রণেই আছে। এই শহর বেদখলের অর্থ ইউক্রেন কৃষ্ণসাগর থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও রুশ হামলা জোরদার হয়েছে।
চলমান যুদ্ধের পাশাপাশি গতকাল রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদলের আবারও বৈঠকে বসেছে। তারপরও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দর উঠেছে ব্যারেলপ্রতি ১১৩ মার্কিন ডলার।
রাশিয়া-ইউক্রেন দ্বিতীয় দফার বৈঠক
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ইউক্রেনের প্রতিনিধিদলের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক করতে তাঁর দেশের প্রতিনিধিদল নির্ধারিত স্থানে পৌঁছে গেছে। পরে সিএনএন জানায়, ইউক্রেনের প্রেসিডেন্টের সহকারী নিশ্চিত করেছেন, গতকাল স্থানীয় সময় সন্ধ্যায় বৈঠক হয়।
এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ জানিয়েছিল, দ্বিতীয় দফার বৈঠকটি হতে পারে বেলারুশ-পোল্যান্ড সীমান্তবর্তী বেলারুশের কোনো এলাকায়। এর আগে গত সোমবার প্রথম দফার বৈঠকটি হয় বেলারুশ-ইউক্রেন সীমান্তে বেলারুশের গোমেল অঞ্চলে। পাঁচ ঘণ্টার ওইবৈঠক শেষ হয়েছিল কোনো সিদ্ধান্ত ছাড়াই।
খেরসন পতনের দাবি
গতকাল ছিল রাশিয়ার ইউক্রেন অভিযানের সপ্তম দিন। আর এ দিনই মস্কো দাবি করেছে, তাদের বাহিনী খেরসন দখল করেছে। যদিও খেরসনের মেয়র ইগর কোলিখায়েভ বলেছেন, তাঁরা লড়াই চালিয়ে যাচ্ছেন। তিনি অবশ্য স্বীকার করেছেন, খেরসনে মঙ্গলবার দিবাগত ভোররাতে রুশ বাহিনী প্রবেশ করেছে। ব্যাপক যুদ্ধ চলছে। খেরসন রক্ষায় ‘জাদুকরী’ কিছুর প্রয়োজন।
বিশ্লেষকদের মতে, রাশিয়ার এই অভিযানে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন আপাতত একটি বড় কৌশলগত লক্ষ্য। কারণ, ক্রিমিয়ার পার্শ্ববর্তী এই শহরটি কৃষ্ণসাগরের পাড়ে অবস্থিত। ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া ছিনিয়ে নেওয়ার পর নর্থ ক্রিমিয়া ক্যানেলে বাঁধ নির্মাণ করে ইউক্রেন। এতে ক্রিমিয়ায় পানির সংকট দেখা দেয়। খেরসন দখলে নেওয়ার অর্থ নর্থ ক্রিমিয়া ক্যানেল দখলে আসা।
বিবিসির বিশ্লেষণ বলছে, রুশ বাহিনীর ইউক্রেন অভিযানের প্রথম লক্ষ্য ছিল খেরসন দখল করে ক্রিমিয়ায় পানির প্রবাহ ঠিক করা। এদিকে এই বন্দরনগরী ও শিল্পাঞ্চলে সামরিক ঘাঁটি বসালে পশ্চিমে ইউক্রেনের বড় বন্দরনগরী ওডেসায় হামলা চালানোও সহজ হয়ে যাবে রুশ বাহিনীর জন্য। সে হিসাবে খেরসন দখলে নেওয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বড় একটি অর্জন।
এদিকে ক্রিমিয়ার অপর পাশে মারিউপোল ঘিরে ফেলেছে রুশ বাহিনী। এই শহর দখলে নিতে পারলে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে দখলকৃত ক্রিমিয়ার স্থলপথে সরাসরি যোগাযোগ তৈরি হবে।
ল্ভভ থেকে আল জাজিরার প্রতিবেদক বলেছেন, রুশ বাহিনীর কৌশল মনে হচ্ছে ইউক্রেনকে কৃষ্ণসাগর থেকে বিচ্ছিন্ন করা। এর আগে তারা ইউক্রেনকে আজভ সাগর থেকে বিচ্ছিন্ন করেছে।
ইউক্রেনের অন্যান্য অঞ্চলে যুদ্ধপরিস্থিতি
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, গত মঙ্গলবার দিবাগত ভোররাতে খারকিভে রাশিয়ার প্যারাট্রুপার নেমেছে। খারকিভের মেয়র ইহর তেরেকভ বলেছেন, গতকাল সকাল ৮টা ১০ মিনিটে এই শহরের একটি পুলিশ স্টেশন ভবন ও বিশ্ববিদ্যালয়ে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এসব হামলায় চারজন নিহত ও নয়জন আহত হয়েছেন। বিশ্লেষকেরা মনে করছেন, গতকাল কিংবা আজ বৃহস্পতিবার তারা এখানে সর্বাত্মক হামলা চালাবে।
রাজধানী কিয়েভের ১২০ কিলোমিটার পশ্চিমে ঝিতোমির শহরে মঙ্গলবার দিবাগত রাতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইউক্রেনের কর্তৃপক্ষের দাবি, হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, একটি ক্ষেপণাস্ত্র ঝিতোমির একটি মাতৃসদনে আঘাত হেনেছে।
এদিকে রাশিয়ার সেই ৬৫ কিলোমিটার দীর্ঘ বহর গতকাল কিয়েভ থেকে ২৪ কিলোমিটার উত্তরে ছিল। মার্কিন গোয়েন্দা তথ্য বলছে, বহরটি গতকাল খুব একটা অগ্রসর হয়নি। বিশ্লেষকদের ধারণা, কিয়েভের উত্তরে থাকা ওই বহর মূলত রাজধানী শহরটির পশ্চিম দিক থেকে রুশ বাহিনীর হামলায় সহযোগিতা করবে। তার আগে তারা কিয়েভ ঘিরে ফেলে শহরটিকে পুরোপুরি বিচ্ছিন্ন করবে।
সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর এনেরহোডারের কাছে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ন্ত্রণে নিতে গিয়ে সেখানকার শতাধিক কর্মী ও স্থানীয় জনগোষ্ঠীর প্রতিরোধের মুখে পড়েছে রুশ বাহিনী। আল জাজিরা জানায়, ইউক্রেনের উপপ্রধানমন্ত্রীর পররাষ্ট্র নীতিবিষয়ক উপদেষ্টা স্ভিতলানা জালিশচুক বলেছেন, রুশ বাহিনীকে ঠেকাতে এ পর্যন্ত এক লাখ ইউক্রেনীয় স্বেচ্ছাসেবী অস্ত্র হাতে তুলে নিয়েছেন।
ইউক্রেন কর্তৃপক্ষের দাবি, তাদের বাহিনীর প্রতিরোধের মুখে গত সাত দিনে ৫ হাজার ৮৪০ জন রুশ সেনা নিহত হয়েছেন। এ ছাড়া রুশ বাহিনীর ৩০টি যুদ্ধবিমান, ৩১টি হেলিকপ্টার, ২১১টি ট্যাংক, ৮৬২টি সাঁজোয়া টহল যান (এপিভি), ৮৫টি গোলা ছোড়ার ব্যবস্থা, ৯টি বিমানবিধ্বংসী ব্যবস্থা, ৬০টি জ্বালানি ট্যাংক এবং ৩৫৫টি অন্যান্য যান ধ্বংস হয়েছে। ৪০টি এমএলআরএমস রকেট লঞ্চার জব্দের দাবিও করেছে ইউক্রেন। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল বলেছে, ইউক্রেন অভিযানে তাদের ৪৯৮ জন সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ হাজার ৫৯৭ জন।
জাতিসংঘ বলেছে, ইউক্রেনে রুশ হামলা শুরুর পর গত সাত দিনে অন্তত ১৩৬ জন বেসামরিক লোক নিহত হয়েছে। এর মধ্যে ১৩ জন শিশু রয়েছে। তবে ইউক্রেনের জরুরি সেবা বিভাগ বলেছে, রুশ হামলায় এ পর্যন্ত দেশটিতে ২ হাজারের বেশি বেসামরিক লোক নিহত হয়েছে।
এদিকে বিবিসি জানায়, ইউক্রেনের সঙ্গে সীমান্তে দ্বিগুণ সেনা মোতায়েন করেছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো।
নিষেধাজ্ঞা প্রভাব পড়ছে রাশিয়ায়
রাশিয়ার ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার প্রভাব পড়তে শুরু করেছে। গতকাল বুধবার তৃতীয় দিনের মতো দেশটির পুঁজিবাজার বন্ধ ছিল। এদিকে রাশিয়ার কর্তৃপক্ষ নির্দেশ জারি করেছে, বিদেশ গমনেচ্ছু রুশ নাগরিকেরা ১০ হাজার মার্কিন ডলারের বেশি অর্থ নিয়ে দেশ ছাড়তে পারবেন না। গতকাল থেকেই এই নির্দেশ কার্যকর হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, তাঁর প্রশাসন রুশ উড়োজাহাজের জন্য মার্কিন আকাশসীমা বন্ধ করে দিয়েছে। মার্কিন কংগ্রেসে বার্ষিক স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে তিনি কড়া হুঁশিয়ারি দিয়েছেন, ‘আগ্রাসনের জন্য স্বৈরশাসকের শাস্তি না হলে তারা আরও গোলযোগ বাধায়।’ তবে তিনি এও বলেছেন, ইউক্রেনে যুক্তরাষ্ট্র সেনা পাঠাবে না।
এদিকে যুক্তরাজ্য রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা দিয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কূটনীতিকেরা বেলারুশের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছেন। ইউরোপীয় পার্লামেন্ট ইউক্রেনকে দ্রুত সদস্য করে নিতে ইইউকে সুপারিশ করেছে।
চীনের অবস্থান
বর্তমান পরিস্থিতিতে রাশিয়ার ওপর কোনো নিষেধাজ্ঞা দিতে চায় না চীন। গার্ডিয়ান জানায়, চীনের ব্যাংক ও বিমা নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান গুও শুচিং এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা নিষেধাজ্ঞার পথে হাঁটব না। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে স্বাভাবিক অর্থনৈতিক, বাণিজ্যিক ও আর্থিক লেনদেন অব্যাহত রাখব আমরা। একপক্ষীয়ভাবে আরোপ করা নিষেধাজ্ঞার বিপক্ষে আমরা। কারণ, এসব নিষেধাজ্ঞার আইনি ভিত্তি খুব একটা নেই এবং এর প্রভাব ভালো হবে না।’
এর আগে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার সমালোচনা করেছেন।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫