রাশিয়া ইউক্রেন আক্রমণের পর পেরিয়ে গেছে ছয় দিন। এই ছয় দিনের যুদ্ধে রুশ সেনাবাহিনীর চেয়ে ইউক্রেনের সেনাবাহিনীর ক্ষতিই হয়েছে বেশি। বাইডেন প্রশাসনের দুই কর্মকর্তা সম্প্রতি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ তথ্য জানিয়েছেন। বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ওই দুই কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, যুদ্ধে রাশিয়া ইউক্রেনের অভ্যন্তরে তাঁর ট্যাংক, বিমান, কামান ও অন্যান্য সামরিক সম্পদের ৩ থেকে ৫ শতাংশ হারিয়েছে। বিপরীতে ইউক্রেনের সামরিক সক্ষমতার প্রায় ১০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
মার্কিন ও পশ্চিমা সমর কর্মকর্তারা সতর্ক করেছেন যে—এই বিষয়গুলো গণনা করা কঠিন এবং যেকোনো সময় পরিবর্তন হতে পারে।
তবে ক্ষয়ক্ষতি ইউক্রেনের সামরিক বাহিনীর বেশি হলেও পশ্চিমা গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে গণমাধ্যমগুলো জানাচ্ছে—যুদ্ধে এখনো ইউক্রেনের বাহিনীই এগিয়ে।
এ দিকে ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে মার্কিন সৈন্য পাঠানো হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন কংগ্রেসে বুধবার দেওয়া এক ভাষণে বাইডেন এ কথা জানান। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। ভাষণে বাইডেন আইনপ্রণেতাদের উদ্দেশ্যে বলেন, ‘আমি স্পষ্ট করে বলছি, আমাদের সৈন্যবাহিনী ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠানো হবে না।’
অপরদিকে, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়, তাহলে পারমাণবিক অস্ত্রের ব্যবহার হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধ হলে, পারমাণবিক অস্ত্রের ব্যবহার হবে এবং এটা হবে ধ্বংসাত্মক। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম আরআইএ-এর বরাত দিয়ে এনডিটিভি এমনটি জানিয়েছে।
লাভরভ বলেন, কিয়েভ যদি পারমাণবিক অস্ত্র অর্জন করে, তাহলে প্রকৃত বিপদের মুখোমুখি হবে।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলের শহর খেরসন দখলের দাবি করেছে রাশিয়া। শহরটি মাইকোলাইভ ও নিউ কাখোভকার মধ্যবর্তী শহর। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সেনারা খেরসন শহর দখলে নিয়েছে। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রাশিয়া ইউক্রেন আক্রমণের পর পেরিয়ে গেছে ছয় দিন। এই ছয় দিনের যুদ্ধে রুশ সেনাবাহিনীর চেয়ে ইউক্রেনের সেনাবাহিনীর ক্ষতিই হয়েছে বেশি। বাইডেন প্রশাসনের দুই কর্মকর্তা সম্প্রতি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ তথ্য জানিয়েছেন। বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ওই দুই কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, যুদ্ধে রাশিয়া ইউক্রেনের অভ্যন্তরে তাঁর ট্যাংক, বিমান, কামান ও অন্যান্য সামরিক সম্পদের ৩ থেকে ৫ শতাংশ হারিয়েছে। বিপরীতে ইউক্রেনের সামরিক সক্ষমতার প্রায় ১০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
মার্কিন ও পশ্চিমা সমর কর্মকর্তারা সতর্ক করেছেন যে—এই বিষয়গুলো গণনা করা কঠিন এবং যেকোনো সময় পরিবর্তন হতে পারে।
তবে ক্ষয়ক্ষতি ইউক্রেনের সামরিক বাহিনীর বেশি হলেও পশ্চিমা গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে গণমাধ্যমগুলো জানাচ্ছে—যুদ্ধে এখনো ইউক্রেনের বাহিনীই এগিয়ে।
এ দিকে ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে মার্কিন সৈন্য পাঠানো হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন কংগ্রেসে বুধবার দেওয়া এক ভাষণে বাইডেন এ কথা জানান। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। ভাষণে বাইডেন আইনপ্রণেতাদের উদ্দেশ্যে বলেন, ‘আমি স্পষ্ট করে বলছি, আমাদের সৈন্যবাহিনী ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠানো হবে না।’
অপরদিকে, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়, তাহলে পারমাণবিক অস্ত্রের ব্যবহার হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধ হলে, পারমাণবিক অস্ত্রের ব্যবহার হবে এবং এটা হবে ধ্বংসাত্মক। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম আরআইএ-এর বরাত দিয়ে এনডিটিভি এমনটি জানিয়েছে।
লাভরভ বলেন, কিয়েভ যদি পারমাণবিক অস্ত্র অর্জন করে, তাহলে প্রকৃত বিপদের মুখোমুখি হবে।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলের শহর খেরসন দখলের দাবি করেছে রাশিয়া। শহরটি মাইকোলাইভ ও নিউ কাখোভকার মধ্যবর্তী শহর। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সেনারা খেরসন শহর দখলে নিয়েছে। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
হ্যাশট্যাগ পলিটিশিয়ান নেপো বেবি নেপাল লিখে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনীতিকদের সন্তানদের বিলাসবহুল জীবনযাত্রার ছবি, ভিডিও প্রকাশ করছে সাধারণ জেন-জিরা। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, রেডিট, এক্সে রীতিমতো ঝড় তুলেছে সেসব ছবি-ভিডিও। মুহূর্তেই ভাইরাল সেগুলো।
২৭ মিনিট আগেনেপালে তরুণ বিক্ষোভকারীদের ওপর পুলিশের কঠোর দমন-পীড়নের বিরুদ্ধে সম্প্রতি কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছেন বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা। চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই তাঁর একটি পুরোনো ভিডিও ফের ভাইরাল হয়েছে, যেখানে তিনি নেপালকে ‘হিন্দু রাষ্ট্র’ বলেছিলেন।
১ ঘণ্টা আগেসম্প্রতি ‘কংগ্রেস বিহার’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রধানমন্ত্রী মোদি ও তার মা হীরাবান মোদিকে নিয়ে নির্মিত একটি এআই ভিডিও পোস্ট করেছে। ভিডিওটিতে দেখা যায়, মোদিকে তারঁ মা বকাঝকা করছেন।
২ ঘণ্টা আগেপ্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্কের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে একজন ব্যক্তির নতুন ছবি প্রকাশ করেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এবং উটাহ কর্তৃপক্ষ। একই সঙ্গে, এই সন্দেহভাজনকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য ১ লাখ ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে।
৩ ঘণ্টা আগে