মোমবাতি হাতে বয়োবৃদ্ধা যাচ্ছেন ধানমন্ডি ৩২—ভাইরাল ছবিটি বাংলাদেশেরই নয়
বয়োবৃদ্ধ এক নারীর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখা যাচ্ছে, ওই নারীর হাতে প্রজ্জ্বলিত মোমবাতি, আশপাশে জনা পাঁচেক লোক। তাঁর দুই হাত ধরে কোথাও নিয়ে যাচ্ছেন তাঁরা। দাবি করা হচ্ছে, এই নারী শতবর্ষী, তিনি ধানমন্ডি ৩২–এ শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন।