ফ্যাক্টচেক ডেস্ক
চলতি মাসের মাঝামাঝি থেকে ফেসবুক, এক্সে (সাবেক টুইটার) একটি দাবি ছড়িয়ে পড়েছে যে, পাকিস্তান সরকার বাংলাদেশিদের জন্য ভিসামুক্ত প্রবেশের অনুমতি দিয়েছে। গত ১৬ আগস্ট এক্সে ‘Ironclad’ নামের একটি ভেরিফায়েড অ্যাকাউন্টে এমন দাবিতে টুইট করা হয়। টুইটটি আজ বুধবার রাত ৮টা পর্যন্ত ১ লাখ ৪২ হাজারের বেশি দেখা হয়েছে। লাইক পড়েছে ৬ হাজার ৭০০ এবং রিটুইট হয়েছে ৭২৩ বার। এটিই এই দাবি সম্পর্কিত এক্সে সর্বাধিক ভাইরাল টুইট।
‘Ironclad’ এক্স অ্যাকাউন্টটির ইউজার নেম ‘Navcom 24’। টুইটটিতে এই তথ্যের কোনো সূত্র উল্লেখ করা হয়নি। এক্স অ্যাকাউন্টটি নিয়ে অনুসন্ধানে দেখা যায়, এটি গত বছরের সেপ্টেম্বরে খোলা হয়েছে। অ্যাকাউন্টটির লোকেশন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন। এটি দক্ষিণ এশিয়া কেন্দ্রিক সংঘাত–সংঘর্ষ, কৌশলগত উন্নয়ন নিয়ে কাজ করে বলে দাবি করা হয়েছে।
এই অ্যাকাউন্ট থেকেই গত রোববার (২৫ আগস্ট) সন্ধ্যায় একটি টুইট করে দাবি করা হয়, বাংলাদেশ থেকে ‘সেভেন সিস্টার্স’ খ্যাত ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দাবিটির কোনো সত্যতা পাওয়া যায়নি।
অ্যাকাউন্টটি সম্পর্কে খোঁজ নিয়ে দেখা যায়, ভারতের সংবাদমাধ্যমসহ বেশ কয়েকটি ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানও এই এক্স অ্যাকাউন্টটি ভুয়া তথ্য ছড়ায় বলে শনাক্ত করেছে। বাংলাদেশে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের ওয়েবসাইট, ভেরিফায়েড ফেসবুক পেজেও দাবিটি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েসাইটে ভ্রমণ বিষয়ক তথ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটিতে ভিসামুক্ত প্রবেশের অনুমতি আছে, এমন ৪৬টি দেশের তালিকা পাওয়া যায়। গত বছরের ১৫ নভেম্বর তৈরি করা তালিকাটিতে বাংলাদেশের নাম নেই।
দাবিটির সত্যতা যাচাই করে আজ প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তানের জিও টিভি। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বাংলাদেশিদের জন্য পাকিস্তানে ভিসামুক্ত প্রবেশের সুযোগ নেই।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া বিভাগের মহাপরিচালক কাদির ইয়ার তিওয়ানাকে উদ্ধৃত করে জিও টিভি জানিয়েছে, গত ১৩ আগস্ট পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার বিভিন্ন দেশের জন্য একটি সংশোধিত ভিসানীতি ঘোষণা করেছেন।
এ ভিসা নীতি অনুসারে, উপসাগরীয় দেশগুলোর নাগরিকদেরই কেবল ভিসামুক্ত প্রবেশের অনুমতি দেওয়া হবে। এই দেশগুলোর নাগরিকদের পাকিস্তানে প্রবেশের জন্য পাসপোর্টই যথেষ্ট। অন্যদিকে বাংলাদেশি নাগরিকদের পাকিস্তানে যেতে ভিসা অন অ্যারাইভালের (পৌঁছার পর বিমানবন্দর ইমিগ্রেশনে দেওয়া ভিসা) জন্য আবেদন করতে হবে এবং আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে তাঁরা ইলেকট্রনিক ভিসা পাবেন।
এর আগে গত ২৮ জুলাই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ উপসাগরীয় দেশগুলোর ব্যবসায়ীদের ভিসামুক্ত প্রবেশের প্রস্তাবের অনুমতি দেন। এক বিবৃতিতে তিনি বলেন, ১২৬টি দেশের পর্যটক, বিনিয়োগকারী, ব্যবসায়ীদের ২৪ ঘণ্টার মধ্যে অনলাইন ভিসা দেওয়া হবে। পাশাপাশি তিনি আরও বলেন, এই দেশগুলোর ব্যবসায়ী ও পর্যটকদের কোনো ভিসা ফি দিতে হবে না। প্রধানমন্ত্রীর বিবৃতিটি পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে রয়েছে।
চলতি মাসের মাঝামাঝি থেকে ফেসবুক, এক্সে (সাবেক টুইটার) একটি দাবি ছড়িয়ে পড়েছে যে, পাকিস্তান সরকার বাংলাদেশিদের জন্য ভিসামুক্ত প্রবেশের অনুমতি দিয়েছে। গত ১৬ আগস্ট এক্সে ‘Ironclad’ নামের একটি ভেরিফায়েড অ্যাকাউন্টে এমন দাবিতে টুইট করা হয়। টুইটটি আজ বুধবার রাত ৮টা পর্যন্ত ১ লাখ ৪২ হাজারের বেশি দেখা হয়েছে। লাইক পড়েছে ৬ হাজার ৭০০ এবং রিটুইট হয়েছে ৭২৩ বার। এটিই এই দাবি সম্পর্কিত এক্সে সর্বাধিক ভাইরাল টুইট।
‘Ironclad’ এক্স অ্যাকাউন্টটির ইউজার নেম ‘Navcom 24’। টুইটটিতে এই তথ্যের কোনো সূত্র উল্লেখ করা হয়নি। এক্স অ্যাকাউন্টটি নিয়ে অনুসন্ধানে দেখা যায়, এটি গত বছরের সেপ্টেম্বরে খোলা হয়েছে। অ্যাকাউন্টটির লোকেশন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন। এটি দক্ষিণ এশিয়া কেন্দ্রিক সংঘাত–সংঘর্ষ, কৌশলগত উন্নয়ন নিয়ে কাজ করে বলে দাবি করা হয়েছে।
এই অ্যাকাউন্ট থেকেই গত রোববার (২৫ আগস্ট) সন্ধ্যায় একটি টুইট করে দাবি করা হয়, বাংলাদেশ থেকে ‘সেভেন সিস্টার্স’ খ্যাত ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দাবিটির কোনো সত্যতা পাওয়া যায়নি।
অ্যাকাউন্টটি সম্পর্কে খোঁজ নিয়ে দেখা যায়, ভারতের সংবাদমাধ্যমসহ বেশ কয়েকটি ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানও এই এক্স অ্যাকাউন্টটি ভুয়া তথ্য ছড়ায় বলে শনাক্ত করেছে। বাংলাদেশে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের ওয়েবসাইট, ভেরিফায়েড ফেসবুক পেজেও দাবিটি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েসাইটে ভ্রমণ বিষয়ক তথ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটিতে ভিসামুক্ত প্রবেশের অনুমতি আছে, এমন ৪৬টি দেশের তালিকা পাওয়া যায়। গত বছরের ১৫ নভেম্বর তৈরি করা তালিকাটিতে বাংলাদেশের নাম নেই।
দাবিটির সত্যতা যাচাই করে আজ প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তানের জিও টিভি। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বাংলাদেশিদের জন্য পাকিস্তানে ভিসামুক্ত প্রবেশের সুযোগ নেই।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া বিভাগের মহাপরিচালক কাদির ইয়ার তিওয়ানাকে উদ্ধৃত করে জিও টিভি জানিয়েছে, গত ১৩ আগস্ট পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার বিভিন্ন দেশের জন্য একটি সংশোধিত ভিসানীতি ঘোষণা করেছেন।
এ ভিসা নীতি অনুসারে, উপসাগরীয় দেশগুলোর নাগরিকদেরই কেবল ভিসামুক্ত প্রবেশের অনুমতি দেওয়া হবে। এই দেশগুলোর নাগরিকদের পাকিস্তানে প্রবেশের জন্য পাসপোর্টই যথেষ্ট। অন্যদিকে বাংলাদেশি নাগরিকদের পাকিস্তানে যেতে ভিসা অন অ্যারাইভালের (পৌঁছার পর বিমানবন্দর ইমিগ্রেশনে দেওয়া ভিসা) জন্য আবেদন করতে হবে এবং আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে তাঁরা ইলেকট্রনিক ভিসা পাবেন।
এর আগে গত ২৮ জুলাই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ উপসাগরীয় দেশগুলোর ব্যবসায়ীদের ভিসামুক্ত প্রবেশের প্রস্তাবের অনুমতি দেন। এক বিবৃতিতে তিনি বলেন, ১২৬টি দেশের পর্যটক, বিনিয়োগকারী, ব্যবসায়ীদের ২৪ ঘণ্টার মধ্যে অনলাইন ভিসা দেওয়া হবে। পাশাপাশি তিনি আরও বলেন, এই দেশগুলোর ব্যবসায়ী ও পর্যটকদের কোনো ভিসা ফি দিতে হবে না। প্রধানমন্ত্রীর বিবৃতিটি পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে রয়েছে।
জম্মু-কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনাবাহিনী হামলা চালিয়ে পাকিস্তানের একাধিক ঘাঁটি ধ্বংস করে দিয়েছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ৪৮ সেকেন্ডের ভিডিওটিতে রাতের বেলা অসংখ্য মানুষের সমাগম দেখা যাচ্ছে। জনসমাগমস্থলের কাছেই ধোঁয়াচ্ছন্ন এলাকা দেখা যাচ্ছে। গাঢ় হলুদ রং দেখে মন
৬ ঘণ্টা আগেগত ২৭ এপ্রিল (রোববার) রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও মায়ানমারের আরাকান রাজ্যবাসীরা স্থানীয় বাঙালিদের ওপর হামলা চালিয়েছে-এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ছ
১ দিন আগেদীর্ঘক্ষণ পায়ের ওপর পা তুলে বসে থাকলে পায়ের রগ ফুলে যায়, অনেক সময় পা টনটন করে। অনেকে ধারণা করেন, এভাবে পা তুলে বসলে পায়ের শিরা স্থায়ীভাবে ফুলে যায়। আসলেই কি পায়ের ওপর পা তুলে বসলে এমন সমস্যা হয়? চিকিৎসাবিজ্ঞানে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
১ দিন আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম পর্যটন এলাকায় গত মঙ্গলবার (২২ এপ্রিল) বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। এই হামলায় জড়িত সন্দেহে তিন ব্যক্তির স্কেচ ও নাম প্রকাশ করেছে ভারতীয় পুলিশ। তাদের দাবি, এই তিনজনের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক এবং সবাই পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী.
৩ দিন আগে