জিম্যাটের সেকশনগুলো কী (পর্ব-২)
২০২৪ সাল থেকে জিম্যাটের ফরম্যাটে কিছু পরিবর্তন এসেছে। এর মধ্যে একটি হলো, চারটি সেকশনের পরিবর্তে তিনটি সেকশন করা। সেই তিনটি সেকশন হলো—কোয়ান্টিটিভ রিজনিং (২১টি প্রশ্ন), ভার্বাল রিজনিং (২৩টি প্রশ্ন) ও ডেটা ইনসাইটস (২০টি প্রশ্ন)।