Ajker Patrika

আন্দোলনে আহতদের চিকিৎসায় বিদেশি চিকিৎসকদের কর মওকুফ চায় সরকার

অনলাইন ডেস্ক
আন্দোলনে আহতদের চিকিৎসায় বিদেশি চিকিৎসকদের কর মওকুফ চায় সরকার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের চিকিৎসায় বিদেশ থেকে চিকিৎসক আনা হচ্ছে। এ জন্য নির্দিষ্ট বরাদ্দ দিয়েছে সরকার। বরাদ্দের সিংহভাগ অর্থ যাতে চিকিৎসার কাজে ব্যয় করা যায়, তার জন্য বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের কর মওকুফ চায় সরকার। গত ২৮ জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে এ দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বাজেট অধিশাখার উপসচিব (বাজেট) ডা. মু. আসাদুজ্জামান স্বাক্ষরিত চিঠি এনবিআর চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।

এ বিষয়ে এনবিআরের এক কর্মকর্তা বলেন, কর মওকুফের জন্য আবেদন জানিয়েছে। এনবিআর বিবেচনা করে সিদ্ধান্ত নেবে।

চিঠিতে বলা হয়েছে, গণ-অভ্যুত্থানে আহত রোগীদের চোখের চিকিৎসাসেবা দেওয়ার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের বিশেষজ্ঞ পাঁচজন চিকিৎসক ১ ও ২ ফেব্রুয়ারি বাংলাদেশে অবস্থান করবেন। আহত রোগীদের চোখের চিকিৎসা দেবেন। বাংলাদেশে অবস্থানকালীন হোটেলে থাকা, খাবারের ব্যয় ও উড়োজাহাজ ভাড়া বাবদ ৫৩ লাখ ১৭ হাজার ৫০০ টাকা বরাদ্দ রয়েছে।

চিঠিতে বলা হয়েছে, গণ-অভ্যুত্থানে আহত রোগীদের চোখের চিকিৎসাসেবার করসংক্রান্ত প্রজ্ঞাপনে ২০ শতাংশ হারে করারোপের বিধান রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের চিকিৎসাসেবা দিতে বিদেশ থেকে আসা বিভিন্ন পর্যায়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের ফি বা পরামর্শ দেওয়া এবং এ-সংক্রান্ত সংশ্লিষ্ট অন্যান্য সেবার ক্ষেত্রে মূসক (ভ্যাট) ও কর কাটা হলে সংশ্লিষ্ট খাতে মূল বরাদ্দে অর্থের সংস্থান কমে যাবে। ফলে সংশ্লিষ্ট খাতের ভ্যাট ও কর মওকুফ করা প্রয়োজন।

ভবিষ্যতেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের চিকিৎসাসেবা দিতে পৃথিবীর বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকগণ বাংলাদেশে ভ্রমণ, অবস্থান ও চিকিৎসাসেবা বা পরামর্শ দেওয়ার সম্ভাবনা রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে চিঠিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত