১৪ বছর পর বার্সেলোনা ছাড়লেন অধিনায়ক সের্হি রবের্তো
লম্বা সময়ের সতীর্থ লিওনেল মেসি, সের্হিও বুসকেতস, জর্দি আলবা চলে গেছেন আগেই। ক্যাম্প ন্যুয়ে এখন লামিনে ইয়ামাল, পেদ্রি, গাবিদের মতো তারুণ্যের জয়জয়কার। তাঁদের ভিড়েও টিকে ছিলেন সের্হি রবের্তো। বুসকেতস চলে যাওয়ার পর কাতালান জায়ান্টদের নেতৃত্বও পেয়েছিলেন। এবার বার্সায় শেষ হচ্ছে রবের্তো অধ্যায়ও।