স্প্যানিশ ফুটবলের নতুন তারকা লামিনে ইয়ামালের বাবাকে ছুরিকাঘাত করা চার দুর্বৃত্তকে গ্রেপ্তার করেছে কাতালোনিয়ার স্থানীয় পুলিশ। আজ খবরটি নিশ্চিত করেছে সংবাদ সংস্থা এএফপি।
গতরাতে ইয়ামালের বাবা মুনির নাসরাউয়ি ছুরিকাঘাতে আহত হওয়ার বিষয়টি জানায় ‘লা ভ্যানগার্দিয়া’। স্প্যানিশ সংবাদমাধ্যমটি জানায়, বার্সেলোনা থেকে ৩০ কিলোমিটার দূরে মাতারোর রোকোফোন্ডা এলাকায় পোষা কুকুর নিয়ে গাড়ি পার্ক করার জায়গায় হাঁটছিলেন নাসরাউয়ি। সেখানে কয়েক জনের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। সেই লোকেরা নাসরাউয়িকে একাধিকবার ছুরিকাঘাত করে চলে যায়।
তবে বর্তমানে আশঙ্কামুক্ত আছেন ইয়ামালের বাবা। বার্সেলোনা ফরোয়ার্ডের পরিবারের এক ঘনিষ্ঠজন এএফপিকে জানান, নাসরাউয়ি আশঙ্কামুক্ত এবং তাঁর অবস্থা স্থিতিশীল। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে কবে নাসরাউয়ি কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন সেটি জানা যায়নি। ঘটনার পর বুধবার রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য মাতারো পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে। আর চতুর্থজনকে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
আহত অবস্থায় হার্মান ত্রিয়াস ই পুয়োল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয় ইয়ামালের বাবাকে। বাদালোনার কান রুটি এলাকায় অবস্থিত সেই হাসপাতাল। অনেক ক্ষত ছিল নাসরাউয়ির শরীরে। লা ভ্যানগার্ডিয়া জানায়, গুরুতর আহত হলেও এখন তিনি স্বাভাবিক আছেন। ইয়ামালের বাবার ছুরিকাঘাত নিয়ে বার্সেলোনা পুলিশ তদন্ত শুরু করেছে। কয়েক জনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে ইএফইর প্রতিবেদনে জানা গেছে।
গত বছর বার্সেলোনা ও স্পেন জাতীয় দলে অভিষেক হয় ইয়ামালের। ১৭ বছর বয়সী তরুণ এরই মধ্যে সাড়া ফেলে দিয়েছেন। ২০২৪ ইউরোতে ১ গোল ও ৪ অ্যাসিস্ট করে পেলে, ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকাদের রেকর্ড ভেঙেছেন ইয়ামাল।
স্প্যানিশ ফুটবলের নতুন তারকা লামিনে ইয়ামালের বাবাকে ছুরিকাঘাত করা চার দুর্বৃত্তকে গ্রেপ্তার করেছে কাতালোনিয়ার স্থানীয় পুলিশ। আজ খবরটি নিশ্চিত করেছে সংবাদ সংস্থা এএফপি।
গতরাতে ইয়ামালের বাবা মুনির নাসরাউয়ি ছুরিকাঘাতে আহত হওয়ার বিষয়টি জানায় ‘লা ভ্যানগার্দিয়া’। স্প্যানিশ সংবাদমাধ্যমটি জানায়, বার্সেলোনা থেকে ৩০ কিলোমিটার দূরে মাতারোর রোকোফোন্ডা এলাকায় পোষা কুকুর নিয়ে গাড়ি পার্ক করার জায়গায় হাঁটছিলেন নাসরাউয়ি। সেখানে কয়েক জনের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। সেই লোকেরা নাসরাউয়িকে একাধিকবার ছুরিকাঘাত করে চলে যায়।
তবে বর্তমানে আশঙ্কামুক্ত আছেন ইয়ামালের বাবা। বার্সেলোনা ফরোয়ার্ডের পরিবারের এক ঘনিষ্ঠজন এএফপিকে জানান, নাসরাউয়ি আশঙ্কামুক্ত এবং তাঁর অবস্থা স্থিতিশীল। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে কবে নাসরাউয়ি কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন সেটি জানা যায়নি। ঘটনার পর বুধবার রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য মাতারো পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে। আর চতুর্থজনকে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
আহত অবস্থায় হার্মান ত্রিয়াস ই পুয়োল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয় ইয়ামালের বাবাকে। বাদালোনার কান রুটি এলাকায় অবস্থিত সেই হাসপাতাল। অনেক ক্ষত ছিল নাসরাউয়ির শরীরে। লা ভ্যানগার্ডিয়া জানায়, গুরুতর আহত হলেও এখন তিনি স্বাভাবিক আছেন। ইয়ামালের বাবার ছুরিকাঘাত নিয়ে বার্সেলোনা পুলিশ তদন্ত শুরু করেছে। কয়েক জনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে ইএফইর প্রতিবেদনে জানা গেছে।
গত বছর বার্সেলোনা ও স্পেন জাতীয় দলে অভিষেক হয় ইয়ামালের। ১৭ বছর বয়সী তরুণ এরই মধ্যে সাড়া ফেলে দিয়েছেন। ২০২৪ ইউরোতে ১ গোল ও ৪ অ্যাসিস্ট করে পেলে, ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকাদের রেকর্ড ভেঙেছেন ইয়ামাল।
নেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
৪ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
৪ ঘণ্টা আগেভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ ফুটবল ক্লাবে (আরটিসি) খেলবেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার। একই ক্লাবের হয়ে খেলতে আজ তাঁর সঙ্গে ভুটানে গিয়েছেন স্বপ্না রানী। এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে ‘ডি’ গ্রুপে খেলবে আরটিসি। মূলত এই টুর্নামেন্টের জন্য আফঈদা-স্বপ্নাকে নিয়েছে।
৪ ঘণ্টা আগেলিওনেল মেসি তাঁর ক্যারিয়ারে কত শিরোপা জিতেছেন, সেটা তিনি যে নিজেও গুণে শেষ করতে পারবেন না। বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), আর্জেন্টিনা—যে দলের হয়েই খেলেছেন, জিতেছেন শিরোপা। পরম আরাধ্য বিশ্বকাপ জিতেছেন ২০২২ সালে। একের পর এক রেকর্ড গড়েছেন বলে ‘রেকর্ডের বরপুত্র’ উপাধিও পেয়েছেন তিনি।
৬ ঘণ্টা আগে