Ajker Patrika

লেভাকে সবার সেরা বললেন বার্সা কোচ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১২: ৪৪
লেভাকে সবার সেরা বললেন বার্সা কোচ

রবার্ট লেভানডফস্কি মানেই যেন গোল। ২০২৪-২৫ মৌসুমের শুরুতে নিয়মিত গোলের দেখা পাচ্ছেন তিনি। লেভা যেমন ছন্দে আছেন, বার্সাও তেমন উড়ছে। নতুন কোচ হ্যান্সি ফ্লিক প্রশংসায় ভাসালেন বার্সার এই ‘নাম্বার নাইনকে’।   

এবারের লা লিগায় লেভা ৭ ম্যাচে ৭ গোল করেছেন। বার্সেলোনাও টুর্নামেন্টে করল সাতে সাত। যার সবশেষ জয় এসেছে এস্তাদিও অলিম্পিকো লুইস স্টেডিয়ামে গত রাতে। লা লিগার ম্যাচে হেতাফেকে ১-০ গোলে হারিয়েছে বার্সা। ম্যাচের একমাত্র গোল লেভানডফস্কি করেছেন ১৯ মিনিটে। লেভাকে প্রশংসায় ভাসিয়ে ফ্লিক বলেন, ‘আমার দেখা সে (লেভানডফস্কি) গত ১০ বছরের সেরা ৯ নম্বর। গোলের সামনে এবং বক্সে সে দারুণ খেলেছে।খেলোয়াড়েরা তাকে ঘিরে রেখেছিল। তার গোলটা ছিল অসাধারণ।’ 

১-০ গোলে জিতলেও বার্সেলোনা এই ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেছে। ৭৮ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর বার্সা করেছে ৪ শট। ম্যাচে পাস দিয়েছে ৬২৫টি। প্রতিপক্ষের ওপর দাপট দেখিয়ে খেলায় শিষ্যদের প্রশংসা করে ফ্লিক বলেন, ‘প্রথমার্ধে আমরা গোল করেছি। অনেক পাস দিয়েছি। দলকে ধন্যবাদ এমন জয় উপহার দেওয়ার জন্য। এমন পারফরম্যান্স ধরে রাখতে হবে।’

ভক্ত-সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফ্লিক। বার্সা কোচ বলেন, ‘এই দল নিয়ে আমি সত্যিই গর্বিত। ৯০ মিনিট অথবা ৯৫ মিনিট তারা লড়েছে। ভক্তরা বুঝতে পেরেছে তাদের আমাদের প্রয়োজন। তারা সবটুকুই দিয়েছে। এই মুহূর্তটা দারুণ। সত্যিই আমি অনেক খুশি।’   
 
৯ নম্বর জার্সির স্ট্রাইকার গত ১০ বছরে একেবারে কম আসেননি। বার্সেলোনায় যেমন লুইস সুয়ারেজ গোল করে একের পর এক ম্যাচ ও শিরোপা জিতিয়েছেন। বর্তমানে ম্যানচেস্টার সিটির ‘নাম্বার নাইন’ আর্লিং হালান্ডও অনেক বিস্ফোরক। ২০২২-এর শুরু থেকে এখন পর্যন্ত সিটির জার্সিতে ১০৫ ম্যাচে করেছেন ১০০ গোল। 

৭ ম্যাচে ৭ জয়ে ২১ পয়েন্ট নিয়ে এবারের লা লিগায় পয়েন্ট তালিকার শীর্ষে বার্সেলোনা। দুই ও তিনে থাকা রিয়াল মাদ্রিদ ও আতলেতিক ক্লাব বিলবাওয়ের পয়েন্ট ১৭ ও ১৩। এই দল দুটিও সাতটি করে ম্যাচ খেলেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত