অবশেষে গুঞ্জনই সত্যি হলো। বরখাস্ত হলেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। আজ খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। আগামী রোববার লা লিগায় চলতি মৌসুমের শেষ ম্যাচ খেলবে বার্সা। সেভিয়ার বিপক্ষে ম্যাচটিতেই শেষবারের মতোন কাতালান জায়ান্টদের ডাগআউটে দেখা যাবে জাভিকে।
গত জানুয়ারিতে ক্যাম্প ন্যু ছাড়তে চেয়েছিলেন জাভি। তবে বার্সা প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তার থেকে যাওয়ার অনুরোধ ফেলতে পারেননি। গত এপ্রিলে দুজনকে সংবাদ সম্মেলনে দেখা যায় বেশ হাসিমুখে। সেখানে ছিলেন বার্সার স্পোর্টিং ডিরেক্টর ডেকোসহ বেশ কয়েকজন কর্মকর্তাও। সে সময় জানানো হয়, জাভি যাচ্ছেন না। আগের চুক্তি অনুযায়ী ২০২৫ সালের জুন পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
কিন্তু তার আগেই বার্সালোনো ছাড়তে হলো জাভিকে। স্প্যানিশ কোচের অপরাধ—তিনি বার্সার সাম্প্রতিক সময়ে ধুঁকতে থাকা অর্থনৈতিক অবস্থা নিয়ে সমালোচনা করেছেন। তাঁর এই মন্তব্য রাগিয়ে দিয়েছে লাপোর্তাকে।
গত সপ্তাহে লিগে আলমেরিয়ার বিপক্ষে মাঠে নামার আগে ক্লাবের অর্থনৈতিক অবস্থা নিয়ে জাভি বলেন, ‘বার্সার অর্থনৈতিক অবস্থা ভালো অবস্থায় নেই। পরিস্থিতি উন্নয়নের জন্য আমরা সবাই কাজ করছি।’ ৪৪ বছর বয়সী কোচের এমন মন্তব্য মোটেও পছন্দ হয়নি কাতালান জায়ান্টদের বাকি কর্মকর্তাদের। তাঁরা লাপোর্তাকে সুপারিশ করেন জাভিকে বরখাস্তের।
সে সময় বার্সা প্রেসিডেন্ট এ নিয়ে সরাসরি কিছু না বললেও গুঞ্জন উঠে, জাভি চাকরিচ্যুত হতে যাচ্ছেন। আর আজ সেই খবরই সত্যিই হলো। গত দুই দিন ধরে ক্যাম্প ন্যুয়ে তাঁর উত্তরসূরির নামও শোনা যাচ্ছে। বায়ার্ন মিউনিখের সাবেক কোচ হ্যানসি ফ্লিক নিতে পারেন বার্সার দায়িত্ব।
অবশেষে গুঞ্জনই সত্যি হলো। বরখাস্ত হলেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। আজ খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। আগামী রোববার লা লিগায় চলতি মৌসুমের শেষ ম্যাচ খেলবে বার্সা। সেভিয়ার বিপক্ষে ম্যাচটিতেই শেষবারের মতোন কাতালান জায়ান্টদের ডাগআউটে দেখা যাবে জাভিকে।
গত জানুয়ারিতে ক্যাম্প ন্যু ছাড়তে চেয়েছিলেন জাভি। তবে বার্সা প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তার থেকে যাওয়ার অনুরোধ ফেলতে পারেননি। গত এপ্রিলে দুজনকে সংবাদ সম্মেলনে দেখা যায় বেশ হাসিমুখে। সেখানে ছিলেন বার্সার স্পোর্টিং ডিরেক্টর ডেকোসহ বেশ কয়েকজন কর্মকর্তাও। সে সময় জানানো হয়, জাভি যাচ্ছেন না। আগের চুক্তি অনুযায়ী ২০২৫ সালের জুন পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
কিন্তু তার আগেই বার্সালোনো ছাড়তে হলো জাভিকে। স্প্যানিশ কোচের অপরাধ—তিনি বার্সার সাম্প্রতিক সময়ে ধুঁকতে থাকা অর্থনৈতিক অবস্থা নিয়ে সমালোচনা করেছেন। তাঁর এই মন্তব্য রাগিয়ে দিয়েছে লাপোর্তাকে।
গত সপ্তাহে লিগে আলমেরিয়ার বিপক্ষে মাঠে নামার আগে ক্লাবের অর্থনৈতিক অবস্থা নিয়ে জাভি বলেন, ‘বার্সার অর্থনৈতিক অবস্থা ভালো অবস্থায় নেই। পরিস্থিতি উন্নয়নের জন্য আমরা সবাই কাজ করছি।’ ৪৪ বছর বয়সী কোচের এমন মন্তব্য মোটেও পছন্দ হয়নি কাতালান জায়ান্টদের বাকি কর্মকর্তাদের। তাঁরা লাপোর্তাকে সুপারিশ করেন জাভিকে বরখাস্তের।
সে সময় বার্সা প্রেসিডেন্ট এ নিয়ে সরাসরি কিছু না বললেও গুঞ্জন উঠে, জাভি চাকরিচ্যুত হতে যাচ্ছেন। আর আজ সেই খবরই সত্যিই হলো। গত দুই দিন ধরে ক্যাম্প ন্যুয়ে তাঁর উত্তরসূরির নামও শোনা যাচ্ছে। বায়ার্ন মিউনিখের সাবেক কোচ হ্যানসি ফ্লিক নিতে পারেন বার্সার দায়িত্ব।
জিতলেই ফাইনাল—দুবাইয়ে গত রাতে সুপার ফোরের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা ছিল এমনই। অলিখিত সেমিফাইনালে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের ফাইনাল খেলা মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান কখন যে পাশার দান উল্টে দেবে, সেটা বোঝা মুশকিল।
১১ মিনিট আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশ-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে ছিল না কোনো জটিল সমীকরণের খেলা। অলিখিত সেমিফাইনালের বাধা যে টপকতে পারবে, সেই দল কাটবে ফাইনালের টিকিট। বাংলাদেশ সেখানে নিজেদের হাতে থাকা ম্যাচ ফস্কেছে বলে মনে করেন ওয়াসিম আকরাম।
৪১ মিনিট আগেজয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
১০ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১১ ঘণ্টা আগে