মার্কাস রাশফোর্ডের বার্সেলোনায় যাওয়া নিয়ে আলাপ-আলোচনা চলছিল গত কদিন ধরেই। অবশেষে সেটা হয়েই গেল। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে বার্সায় গেলেন রাশফোর্ড। বার্সার হয়ে নতুন মৌসুমে খেলার আগেই ক্লাবটিকে আপন করে নিয়েছেন ইংলিশ তারকা ফরোয়ার্ড।
বার্সেলোনায় লিওনেল মেসির আইকনিক ১০ নম্বর জার্সিটা যে তিনিই পেতে যাচ্ছেন, সেটি জানাই ছিল। পরশু নিশ্চিত হলো তা। মেসির ১০ নম্বর জার্সি গায়ে চড়াবেন লামিনে ইয়ামাল। এদিন স্প্যানিশ এই উইঙ্গারের হাতে ১০ নম্বর জার্সি আনুষ্ঠানিকভাবে তুলে দিয়েছে কাতালান দলটি।
লিওনেল মেসি বার্সেলোনা ছেড়েছেন ২০২১ সালে। প্রায় দুই দশক কাটিয়ে দেওয়ার পর সেই ক্লাব ছেড়ে যাওয়ার সময় মেসির কান্নার দৃশ্য এখনো ফুটবলপ্রেমীদের চোখে ভাসে। শুধু তাই নয়, ক্লাবটির কাছে মোটা অঙ্কের টাকা পাওনা রয়েছে আর্জেন্টাইন ফরোয়ার্ডের।
বার্সেলোনার জার্সিতে ২০২৪-২৫ মৌসুমটা দারুণ কাটিয়েছেন রবার্ট লেভানডফস্কি। অসাধারণ এক মৌসুম শেষে জাতীয় দল পোল্যান্ডের ক্যাম্পে তাঁর যোগদানের কথা ছিল। কিন্তু পোল্যান্ডের ম্যাচ যখন দরজায় কড়া নাড়ছে, তখনো তিনি ক্যাম্পে যোগ দেননি।