Ajker Patrika

বার্সার প্রতিশোধ, দুর্দান্ত আলভারেজ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৪: ৫১
বার্সার প্রতিশোধ, দুর্দান্ত আলভারেজ

গত মৌসুমে দুবারের দেখায় জিরোনার কাছে শুধু হারই হজম করেছিল বার্সেলোনা। হান্সি ফ্লিক দায়িত্ব নেওয়ার পর চলতি মৌসুমে দলটি যেন হয়ে উঠেছে অপ্রতিরোধ্য। গতকাল রাতে জিরোনাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে নিয়েছে তারা মধুর প্রতিশোধ। লা লিগায় চলতি মৌসুমে একমাত্র দল হিসেবে পাঁচ ম্যাচের সবগুলোয় জয় পেয়েছে কাতালানরা। 

এস্তাদিও সিভিতাস মেট্রোপলিটানোয় ভ্যালেন্সিয়ার বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে আতলেতিকো মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটির হয়ে প্রথম গোলের দেখা পেয়েছেন আর্জেন্টাইন তরুণ ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। নিজেদের মাঠে ভ্যালেন্সিয়াকে ৩-১ গোলে হারিয়েছে মাদ্রিদের ক্লাবটি। 

আতলেতিকোর হয়ে একটি করে গোল করেছেন আঁতোয়া গ্রিজম্যান, কোনর গালাঘের ও আলভারেজ। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে আলেক্সজান্ডার সরলথের বদলি নামেন আলভারেজ। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে স্কোর করেন তিনি। 

অন্যদিকে লামিনে ইয়ামাল, পেদ্রি, দানি ওলমোদের আক্রমণর পসরায় নিজেদের মাঠেই হাঁসফাঁস করেছে জিরোনা। গোলের জন্য ২০টি শট নিয়েছে বার্সোলোনা। এর মধ্যে ৯টি ছিল লক্ষ্যে। গোল করেছেন তিন স্প্যানিশ তরুণ তারকা—ইয়ামাল জোড়া ও ১টি করে গোল করেছেন পেদ্রি-ওলমো। 

৮৬ মিনিটে সরাসরি লাল কার্ড দেখেন ফেরান তরেস, শেষ দিকে ১০ জনের দলের পরিণত হয় বার্সা। ম্যাচের ষষ্ঠ মিনিটে গোলের জন্য প্রথম শট নেয় অতিথিরা। ইয়ামালের শট দ্বিতীয়বারের চেষ্টায় নিয়ন্ত্রণে নেন জিরোনা গোলরক্ষক পাওলো গাস্সানিগা। ৩০ মিনিটে ইয়ামালই এগিয়ে নেন কাতালানদের। 

গোল কিকে ডি-বক্সে বল পান ডেভিড লোপেস। তাঁকে ধীরগতিতে এগোতে দেখে দ্রুত ছুটে আসেন ইয়ামাল। বিপদমুক্ত না করে কাটাতে গিয়ে তালগোল পাকিয়ে বল হারান ইয়ামালের কাছে। বল কেড়ে নিয়ে লক্ষ্য ভেদ করেন স্প্যানিশ ফরোয়ার্ড। ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তিনি। চলতি মৌসুমে ইয়ামালের তিন গোল, সঙ্গে চারটি অ্যাসিস্ট। 

 ৪৭ মিনিটে জুলেস কুন্দের চমৎকার থ্রু বল নিয়ন্ত্রণে নিয়ে বুলেট গতির শটে ব্যবধান ৩-০ করেন ওলমো। ৬৪ মিনিটে স্কোরলাইন ৪-০ করে ফেলেন পেদ্রি। মার্ক কাসাদোর দুর্দান্ত রক্ষণ চেরা পাস ডি-বক্সে পেয়ে গোলরক্ষককে এড়িয়ে জাল খুঁজে নেন তরুণ মিডফিল্ডার। ৮০ মিনিটে স্তুয়ানির গোলে ব্যবধান কমায় জিরোনা। 

টানা পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। সমান পাঁচটি করে ম্যাচে ১১ পয়েন্ট করে নিয়ে আতলেতিকো মাদ্রিদ ২, রিয়াল মাদ্রিদ ৩ ও ভিয়ারিয়াল টেবিলের ৪ নম্বরে রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত