মেরিনোর জোড়া গোলে লিভারপুলের ঘাড়ে নিঃশ্বাস আর্সেনালের
এক সময় মনেই হয়েছিল, গোলশূন্য ড্র হতে যাচ্ছে লেস্টার সিটি-আর্সেনাল ম্যাচ। কারণ ৮০ মিনিট পর্যন্তও গোলের মুখ খুলতে পারেনি কোনো দল। কিন্তু এরপরই একবার নয়, দুবার জালে বল পাঠালেন আর্সেনালের মিকেল মেরিনো। ৮১ ও ৮৭ মিনিটে তাঁর জোড়া গোলের সুবাদে ২-০ ব্যবধানে জিতেছে আর্সেনাল।