প্রায় প্রত্যেক ফুটবলারই অভিষেকটা স্বপ্নের মতো করে কাটাতে চান। কিন্তু কজনই বা তা করতে পারেন। ১৬ বছর বয়সী আইরিশ ফুটবলার মাইকেল নুনান অবশ্য ব্যর্থদের তালিকায় নেই। আইরিশ ক্লাব শামরক রোভার্সের জার্সিতে নিজের অভিষেক স্বপ্নের মতো করেই রাঙিয়েছেন এই ফরোয়ার্ড। গড়েছেন ইতিহাসও।
উয়েফা কনফারেন্স লিগের প্লে-অফে গতকাল প্রথম লেগে মোলদেকে ১-০ গোলে হারিয়েছে শামরক। ম্যাচের ৫৭ মিনিটে জয়সূচক গোলটি আসে নুনানের পা থেকেই। তাতেই রেকর্ডের খাতায় নাম ওঠে ১৬ বছর ১৯৭ দিন এই ফুটবলারের। কনফারেন্স লিগের ইতিহাসে তিনিই এখন সর্বকনিষ্ঠ গোলদাতা। ভেঙেছেন ১৭ বছর ২৮৮ দিনে গোল করা জেমস উইলসনের রেকর্ড।
ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় নুনানের চেয়ে কম বয়সে গোল দেওয়ার নজির কেবল একজনেরই আছে। ১৯৯১ উয়েফা কাপে বেলজিয়ান ক্লাব আন্ডারলেখটের হয়ে মাত্র ১৬ বছর ১০০ দিন ঘানার সাবেক ফরোয়ার্ড নি লাম্পটি।
নুনান গোল করার আগেই অবশ্য ১০ জনের দলে পরিণত হয় মোলদে। তাঁকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেব ভালদেমার লুন্দ। এরপর একজন বেশি নিয়ে খেলার সুযোগটি ভালোমতোই কাজে লাগায় শামরক।
গত মাসেই সেন্ট প্যাট্রিক অ্যাথলেটিক থেকে শামরকে যোগ দেন নুনান। গুঞ্জন ছিল, ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে পারেন তিনি। কিন্তু তা আর হয়নি। নুনানের আগেই অবশ্য শামরক ইতিহাস গড়েছে। আয়ারল্যান্ড লিগের প্রথম ক্লাব হিসেবে ইউরোপিয়ান প্রতিযোগিতার নকআউট পর্ব খেলছে তারা। প্লে অফের দ্বিতীয় লেগে নিজেদের মাঠে ড্র বা জিতলেই জায়গা করে নেবে শেষ ষোলোয়।
এদিকে, নুনানের ইতিহাস গড়ার রাতে গোলের দেখা পেয়েছেন আরেক ১৬ বছর বয়সী জর্থি মকিও। ইউরোপা লিগে ১৬ বছর বয়সে গোল করা তৃতীয় ফুটবলার তিনি। বক্সের বাইরে থেকে দুর্দান্ত ভলিতে জাল কাঁপান এই ফরোয়ার্ড। প্লে-অফের সেই ম্যাচে ইউনিয়ন সেন্ট-গিলিওসেকে ২-০ গোলে হারায় আয়াক্স
প্রায় প্রত্যেক ফুটবলারই অভিষেকটা স্বপ্নের মতো করে কাটাতে চান। কিন্তু কজনই বা তা করতে পারেন। ১৬ বছর বয়সী আইরিশ ফুটবলার মাইকেল নুনান অবশ্য ব্যর্থদের তালিকায় নেই। আইরিশ ক্লাব শামরক রোভার্সের জার্সিতে নিজের অভিষেক স্বপ্নের মতো করেই রাঙিয়েছেন এই ফরোয়ার্ড। গড়েছেন ইতিহাসও।
উয়েফা কনফারেন্স লিগের প্লে-অফে গতকাল প্রথম লেগে মোলদেকে ১-০ গোলে হারিয়েছে শামরক। ম্যাচের ৫৭ মিনিটে জয়সূচক গোলটি আসে নুনানের পা থেকেই। তাতেই রেকর্ডের খাতায় নাম ওঠে ১৬ বছর ১৯৭ দিন এই ফুটবলারের। কনফারেন্স লিগের ইতিহাসে তিনিই এখন সর্বকনিষ্ঠ গোলদাতা। ভেঙেছেন ১৭ বছর ২৮৮ দিনে গোল করা জেমস উইলসনের রেকর্ড।
ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় নুনানের চেয়ে কম বয়সে গোল দেওয়ার নজির কেবল একজনেরই আছে। ১৯৯১ উয়েফা কাপে বেলজিয়ান ক্লাব আন্ডারলেখটের হয়ে মাত্র ১৬ বছর ১০০ দিন ঘানার সাবেক ফরোয়ার্ড নি লাম্পটি।
নুনান গোল করার আগেই অবশ্য ১০ জনের দলে পরিণত হয় মোলদে। তাঁকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেব ভালদেমার লুন্দ। এরপর একজন বেশি নিয়ে খেলার সুযোগটি ভালোমতোই কাজে লাগায় শামরক।
গত মাসেই সেন্ট প্যাট্রিক অ্যাথলেটিক থেকে শামরকে যোগ দেন নুনান। গুঞ্জন ছিল, ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে পারেন তিনি। কিন্তু তা আর হয়নি। নুনানের আগেই অবশ্য শামরক ইতিহাস গড়েছে। আয়ারল্যান্ড লিগের প্রথম ক্লাব হিসেবে ইউরোপিয়ান প্রতিযোগিতার নকআউট পর্ব খেলছে তারা। প্লে অফের দ্বিতীয় লেগে নিজেদের মাঠে ড্র বা জিতলেই জায়গা করে নেবে শেষ ষোলোয়।
এদিকে, নুনানের ইতিহাস গড়ার রাতে গোলের দেখা পেয়েছেন আরেক ১৬ বছর বয়সী জর্থি মকিও। ইউরোপা লিগে ১৬ বছর বয়সে গোল করা তৃতীয় ফুটবলার তিনি। বক্সের বাইরে থেকে দুর্দান্ত ভলিতে জাল কাঁপান এই ফরোয়ার্ড। প্লে-অফের সেই ম্যাচে ইউনিয়ন সেন্ট-গিলিওসেকে ২-০ গোলে হারায় আয়াক্স
কাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
৮ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
৯ ঘণ্টা আগে৩ উইকেটে ২০৪ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ দল। তৃতীয় সেশনেও ব্যাটিংটা ভালোই করছিলেন স্বাগতিক ব্যাটাররা। দলীয় ২৫৯ রান পর্যন্ত ছিল সেই তিন উইকেটই। কিন্তু শেষ বিকেলে ভিনসেন্ট মাসেকেসার ঘূর্ণি জাদুতে বেশ এলোমেলো হয়ে যায় ব্যাটিং। শেষ ৩০ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। তবু ৬৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ
১১ ঘণ্টা আগে