প্রায় প্রত্যেক ফুটবলারই অভিষেকটা স্বপ্নের মতো করে কাটাতে চান। কিন্তু কজনই বা তা করতে পারেন। ১৬ বছর বয়সী আইরিশ ফুটবলার মাইকেল নুনান অবশ্য ব্যর্থদের তালিকায় নেই। আইরিশ ক্লাব শামরক রোভার্সের জার্সিতে নিজের অভিষেক স্বপ্নের মতো করেই রাঙিয়েছেন এই ফরোয়ার্ড। গড়েছেন ইতিহাসও।
উয়েফা কনফারেন্স লিগের প্লে-অফে গতকাল প্রথম লেগে মোলদেকে ১-০ গোলে হারিয়েছে শামরক। ম্যাচের ৫৭ মিনিটে জয়সূচক গোলটি আসে নুনানের পা থেকেই। তাতেই রেকর্ডের খাতায় নাম ওঠে ১৬ বছর ১৯৭ দিন এই ফুটবলারের। কনফারেন্স লিগের ইতিহাসে তিনিই এখন সর্বকনিষ্ঠ গোলদাতা। ভেঙেছেন ১৭ বছর ২৮৮ দিনে গোল করা জেমস উইলসনের রেকর্ড।
ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় নুনানের চেয়ে কম বয়সে গোল দেওয়ার নজির কেবল একজনেরই আছে। ১৯৯১ উয়েফা কাপে বেলজিয়ান ক্লাব আন্ডারলেখটের হয়ে মাত্র ১৬ বছর ১০০ দিন ঘানার সাবেক ফরোয়ার্ড নি লাম্পটি।
নুনান গোল করার আগেই অবশ্য ১০ জনের দলে পরিণত হয় মোলদে। তাঁকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেব ভালদেমার লুন্দ। এরপর একজন বেশি নিয়ে খেলার সুযোগটি ভালোমতোই কাজে লাগায় শামরক।
গত মাসেই সেন্ট প্যাট্রিক অ্যাথলেটিক থেকে শামরকে যোগ দেন নুনান। গুঞ্জন ছিল, ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে পারেন তিনি। কিন্তু তা আর হয়নি। নুনানের আগেই অবশ্য শামরক ইতিহাস গড়েছে। আয়ারল্যান্ড লিগের প্রথম ক্লাব হিসেবে ইউরোপিয়ান প্রতিযোগিতার নকআউট পর্ব খেলছে তারা। প্লে অফের দ্বিতীয় লেগে নিজেদের মাঠে ড্র বা জিতলেই জায়গা করে নেবে শেষ ষোলোয়।
এদিকে, নুনানের ইতিহাস গড়ার রাতে গোলের দেখা পেয়েছেন আরেক ১৬ বছর বয়সী জর্থি মকিও। ইউরোপা লিগে ১৬ বছর বয়সে গোল করা তৃতীয় ফুটবলার তিনি। বক্সের বাইরে থেকে দুর্দান্ত ভলিতে জাল কাঁপান এই ফরোয়ার্ড। প্লে-অফের সেই ম্যাচে ইউনিয়ন সেন্ট-গিলিওসেকে ২-০ গোলে হারায় আয়াক্স
প্রায় প্রত্যেক ফুটবলারই অভিষেকটা স্বপ্নের মতো করে কাটাতে চান। কিন্তু কজনই বা তা করতে পারেন। ১৬ বছর বয়সী আইরিশ ফুটবলার মাইকেল নুনান অবশ্য ব্যর্থদের তালিকায় নেই। আইরিশ ক্লাব শামরক রোভার্সের জার্সিতে নিজের অভিষেক স্বপ্নের মতো করেই রাঙিয়েছেন এই ফরোয়ার্ড। গড়েছেন ইতিহাসও।
উয়েফা কনফারেন্স লিগের প্লে-অফে গতকাল প্রথম লেগে মোলদেকে ১-০ গোলে হারিয়েছে শামরক। ম্যাচের ৫৭ মিনিটে জয়সূচক গোলটি আসে নুনানের পা থেকেই। তাতেই রেকর্ডের খাতায় নাম ওঠে ১৬ বছর ১৯৭ দিন এই ফুটবলারের। কনফারেন্স লিগের ইতিহাসে তিনিই এখন সর্বকনিষ্ঠ গোলদাতা। ভেঙেছেন ১৭ বছর ২৮৮ দিনে গোল করা জেমস উইলসনের রেকর্ড।
ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় নুনানের চেয়ে কম বয়সে গোল দেওয়ার নজির কেবল একজনেরই আছে। ১৯৯১ উয়েফা কাপে বেলজিয়ান ক্লাব আন্ডারলেখটের হয়ে মাত্র ১৬ বছর ১০০ দিন ঘানার সাবেক ফরোয়ার্ড নি লাম্পটি।
নুনান গোল করার আগেই অবশ্য ১০ জনের দলে পরিণত হয় মোলদে। তাঁকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেব ভালদেমার লুন্দ। এরপর একজন বেশি নিয়ে খেলার সুযোগটি ভালোমতোই কাজে লাগায় শামরক।
গত মাসেই সেন্ট প্যাট্রিক অ্যাথলেটিক থেকে শামরকে যোগ দেন নুনান। গুঞ্জন ছিল, ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে পারেন তিনি। কিন্তু তা আর হয়নি। নুনানের আগেই অবশ্য শামরক ইতিহাস গড়েছে। আয়ারল্যান্ড লিগের প্রথম ক্লাব হিসেবে ইউরোপিয়ান প্রতিযোগিতার নকআউট পর্ব খেলছে তারা। প্লে অফের দ্বিতীয় লেগে নিজেদের মাঠে ড্র বা জিতলেই জায়গা করে নেবে শেষ ষোলোয়।
এদিকে, নুনানের ইতিহাস গড়ার রাতে গোলের দেখা পেয়েছেন আরেক ১৬ বছর বয়সী জর্থি মকিও। ইউরোপা লিগে ১৬ বছর বয়সে গোল করা তৃতীয় ফুটবলার তিনি। বক্সের বাইরে থেকে দুর্দান্ত ভলিতে জাল কাঁপান এই ফরোয়ার্ড। প্লে-অফের সেই ম্যাচে ইউনিয়ন সেন্ট-গিলিওসেকে ২-০ গোলে হারায় আয়াক্স
খেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
১৯ মিনিট আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
১ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
২ ঘণ্টা আগেবয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
৪ ঘণ্টা আগে