Ajker Patrika

ব্রাজিলকে নেইমার-ভিনিসিয়ুসের জন্য খেলতে বললেন রোনালদো

ব্রাজিলের জার্সিতে নেইমার-ভিনিসিয়ুস। ছবি: ইনস্টাগ্রাম
ব্রাজিলের জার্সিতে নেইমার-ভিনিসিয়ুস। ছবি: ইনস্টাগ্রাম

ফুটবলে সাম্প্রতিক সময়ে কেবল হতাশাই উপহার দিচ্ছে ব্রাজিল। খুঁজে পাচ্ছে না চেনা ছন্দ। অথচ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন তারা, যে রেকর্ড এখনো টপকাতে পারেনি কেউই। কিন্তু বিশ্বকাপ বাছাইপর্বে সেলেসাওরা পারছে না স্বভাবসুলভ ভঙ্গিতে খেলতে। ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে তারা। তাই ২০২৬ বিশ্বকাপ নিয়ে ভক্তরা পাচ্ছেন না উচ্চাশার সাহস। তবে আগামী বিশ্বকাপে দারুণ কিছু করতে হলে নেইমার ও ভিনিসিয়ুস জুনিয়রকে কেন্দ্র করেই দল সাজাতে হবে ব্রাজিলকে। এমনটাই বলেছেন কিংবদন্তি রোনালদো নাজারিও।

নেইমার সম্প্রতি চোট কাটিয়ে মাঠে ফিরেছেন। তবে কাতার বিশ্বকাপের ব্যর্থতার পর এখনো সেরা রূপে ফিরতে পারেননি তিনি। বেশিরভাগ সময়ই থাকতে হয়েছে মাঠের বাইরে। সম্প্রতি আল-হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে পাড়ি জমিয়েছেন তিনি। অন্যদিকে রিয়ালের জার্সিতে যতটা উজ্জ্বল ভিনিসিয়ুস, ঠিক ততটাই সাদামাটা ব্রাজিলের জার্সিতে। তবে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রকে কোনো একটা উপায় খুঁজতে বললেন রোনালদো। কিংবদন্তি রোমারিওর ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘নেইমার দলের গুরুত্বপূর্ণ স্তম্ভ। ভিনিসিয়ুসও তাই। আমাদের দুজন অসাধারণ খেলোয়াড় আছে। শুরুটা আমাদের সেখান থেকেই করতে হবে। তাদের খেলানোর উপায় খুঁজতে হবে দলকে।’

নেইমারের নেতৃত্বগুণ সম্পর্কে ভালোই ধারণা আছে রোনালদোর। তাই ফেনোমেনোন খ্যাত সাবেক এই ফুটবলার মনে করেন, নেইমার ব্রাজিলকে সঠিক পথে নিয়ে যাওয়ার সামর্থ্য এখনো রাখেন। তিনি বলেন, ‘নেইমার তরুণ খেলোয়াড়দের অনুপ্রাণিত করে। মাঠে তার ব্যক্তিত্ব স্পষ্ট। সে গোল করে, ঝুঁকি নেয়, চেষ্টা চালিয়ে যায় এবং শট নিতে ভয় পায় না। আশা করি, সে ভালোভাবে ফিরে আসবে। কারণ সে যদি ভালো খেলে জাতীয় দলও সঠিক দিক নির্দেশনা খুঁজে পাবে। নেইমারের উপস্থিতির কারণে জাতীয় দল কাঠামোগত সমস্যাগুলো অনেকাংশেই কাটিয়ে উঠতে পারবে।’

ভিনিসিয়ুসকে নিয়ে রোনালদো বলেন, ‘মাদ্রিদের হয়ে সে যা করছে, তা অবিশ্বাস্য। কিন্তু জাতীয় দলের হয়ে তেমনটা করতে পারছে না। তবে তা নির্ভর করছে কোচের ওপর। কেননা খেলোয়াড়দের উপযুক্ত জায়গায় খেলানোর দায়িত্বটা তাঁরই। অনেক বছর ধরে বিশ্ব ফুটবলে দাপট দেখিয়েছি আমরা। কিন্তু এখন বিনয়ী হয়ে বুঝতে হবে আমরা পিছিয়ে পড়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত