ক্রীড়া ডেস্ক
ব্রাজিল, আর্জেন্টিনা দল দুটির যেকোনো একটির হাতেই যে উঠছে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা, সেটা আগেই বোঝা গিয়েছিল। অবশেষে সেই অপেক্ষা ফুরোল। আর্জেন্টিনাকে হটিয়ে শিরোপা জিতল ব্রাজিল।
দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের লিগ পদ্ধতির চূড়ান্ত পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটির হাতেই তুলে দেওয়া হবে শিরোপা। সেই লক্ষ্যে চূড়ান্ত পর্বের শেষ দিনে দুটি আলাদা ম্যাচে খেলেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। যদি দুটি দলই জেতে, তাহলে গোল ব্যবধানের ওপর চ্যাম্পিয়ন নির্ধারিত হবে।এস্তাদিও হোসে আন্তোনিও আঞ্জোতেগি স্টেডিয়ামে ব্রাজিল গতকাল মধ্যরাতে চিলিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার অর্ধেক কাজ সেরে রাখে। বাংলাদেশ সময় আজ সকালে প্যারাগুয়ের কাছে আর্জেন্টিনার হারে নিশ্চিত হয়ে যায় ব্রাজিলের শিরোপা।
এস্তাদিও হোসে আন্তোনিও আঞ্জোতেগি স্টেডিয়ামে আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচ শেষ হতে তখনো বাকি কয়েক মিনিট। প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনা পিছিয়ে ৩-২ গোলে। কিন্তু ততক্ষণে গ্যালারির ছোট এক অংশে শুরু হয়ে গেল হলুদ জার্সি পরা ফুটবলারদের উল্লাস আর উদযাপন। কারণ, আর্জেন্টিনার শুধু জিতলেই হতো না। চ্যাম্পিয়ন হতে গোল ব্যবধানের হিসেবটাও রাখতে হতো। আলবিসেলেস্তেদের পক্ষে অসম্ভবকে সম্ভব করা আর সম্ভব হয়নি। আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচের শেষ বাঁশি বাজার পর সেটা ব্রাজিলের শিরোপাজয়ের উচ্ছ্বাসে পরিণত হয়।
ব্রাজিল-চিলি ম্যাচটি প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রয়ে। গোলের জন্য মুখিয়ে থাকা ব্রাজিলকে ৭৩ মিনিটে প্রথম গোল এনে দেন ডেভিড ওয়াশিংটন। এরপর ৮৬ থেকে ৮৮—২ মিনিট ব্যবধানে পেদ্রো ও রিকার্দো মাথিয়াস গোল করেন। শেষ পর্যন্ত ব্রাজিল পায় ৩-০ গোলের জয়। এই ম্যাচে দুই দলই ১০ জনের দলে পরিণত হয়েছিল। ৭৮ মিনিটে চিলির ডিফেন্ডার ইভান রোমান দেখেন লাল কার্ড। তিনি মূলত দুটি হলুদ কার্ড পেয়ে দেখেন লাল কার্ড। ব্রাজিলের গোলরক্ষক রবার্ত পিন্তো আলভেস আসুনকাও লাল কার্ড দেখেন অতিরিক্ত সময়ের ৬ মিনিটে।
আর্জেন্টিনার বিপক্ষে আজ প্রথমার্ধেই এগিয়ে যায় প্যারাগুয়ে। ৩০ মিনিটে গোল করেন প্যারাগুয়ের মিডফিল্ডার লুকা কেমেট। দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই ব্যবধান বাড়ায় প্যারাগুয়ে। ৪৭ মিনিটে দলটির স্ট্রাইকার তিয়াগো ইসাইয়াস কাবায়েরো ফ্লেইটাস লক্ষ্যভেদ করেন। ২-০ গোলে পিছিয়ে আর্জেন্টিনাকে পথ দেখান মাহের মরিসিও কারিজো। ৫২ থেকে ৬৬—১৪ মিনিটের মাথায় জোড়া গোল করে আলবিসেলেস্তেদের সমতায় ফেরান তিনি। ম্যাচের শেষভাগে এসে মোড় ঘুরিয়ে দেয় প্যারাগুয়ে। ৮২ মিনিটে লক্ষ্যভেদ করেন দলটির ডিফেন্ডার দিয়েগো লিও। শেষ পর্যন্ত প্যারাগুয়ে ৩-২ গোলে হারায় আর্জেন্টিনাকে।
চূড়ান্ত পর্বের ৫ ম্যাচ শেষে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ব্রাজিল। দুইয়ে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ১০। তিন ও চারে থাকা কলম্বিয়া, প্যারাগুয়ে দুই দলেরই পয়েন্ট ৯। তবে এখানে গোল ব্যবধান পার্থক্য করে দিয়েছে। সমান ১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ ও ছয়ে উরুগুয়ে ও চিলি।
চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছেই মূল পর্বে ৬-০ গোলে হেরেছিল ব্রাজিল। সেলেসাওরা ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে থাকে। চূড়ান্ত পর্বে এসে ব্রাজিল যে একটা ম্যাচ জিততে পারেনি, সেটা আর্জেন্টিনার বিপক্ষে। ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল।
ব্রাজিল, আর্জেন্টিনা দল দুটির যেকোনো একটির হাতেই যে উঠছে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা, সেটা আগেই বোঝা গিয়েছিল। অবশেষে সেই অপেক্ষা ফুরোল। আর্জেন্টিনাকে হটিয়ে শিরোপা জিতল ব্রাজিল।
দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের লিগ পদ্ধতির চূড়ান্ত পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটির হাতেই তুলে দেওয়া হবে শিরোপা। সেই লক্ষ্যে চূড়ান্ত পর্বের শেষ দিনে দুটি আলাদা ম্যাচে খেলেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। যদি দুটি দলই জেতে, তাহলে গোল ব্যবধানের ওপর চ্যাম্পিয়ন নির্ধারিত হবে।এস্তাদিও হোসে আন্তোনিও আঞ্জোতেগি স্টেডিয়ামে ব্রাজিল গতকাল মধ্যরাতে চিলিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার অর্ধেক কাজ সেরে রাখে। বাংলাদেশ সময় আজ সকালে প্যারাগুয়ের কাছে আর্জেন্টিনার হারে নিশ্চিত হয়ে যায় ব্রাজিলের শিরোপা।
এস্তাদিও হোসে আন্তোনিও আঞ্জোতেগি স্টেডিয়ামে আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচ শেষ হতে তখনো বাকি কয়েক মিনিট। প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনা পিছিয়ে ৩-২ গোলে। কিন্তু ততক্ষণে গ্যালারির ছোট এক অংশে শুরু হয়ে গেল হলুদ জার্সি পরা ফুটবলারদের উল্লাস আর উদযাপন। কারণ, আর্জেন্টিনার শুধু জিতলেই হতো না। চ্যাম্পিয়ন হতে গোল ব্যবধানের হিসেবটাও রাখতে হতো। আলবিসেলেস্তেদের পক্ষে অসম্ভবকে সম্ভব করা আর সম্ভব হয়নি। আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচের শেষ বাঁশি বাজার পর সেটা ব্রাজিলের শিরোপাজয়ের উচ্ছ্বাসে পরিণত হয়।
ব্রাজিল-চিলি ম্যাচটি প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রয়ে। গোলের জন্য মুখিয়ে থাকা ব্রাজিলকে ৭৩ মিনিটে প্রথম গোল এনে দেন ডেভিড ওয়াশিংটন। এরপর ৮৬ থেকে ৮৮—২ মিনিট ব্যবধানে পেদ্রো ও রিকার্দো মাথিয়াস গোল করেন। শেষ পর্যন্ত ব্রাজিল পায় ৩-০ গোলের জয়। এই ম্যাচে দুই দলই ১০ জনের দলে পরিণত হয়েছিল। ৭৮ মিনিটে চিলির ডিফেন্ডার ইভান রোমান দেখেন লাল কার্ড। তিনি মূলত দুটি হলুদ কার্ড পেয়ে দেখেন লাল কার্ড। ব্রাজিলের গোলরক্ষক রবার্ত পিন্তো আলভেস আসুনকাও লাল কার্ড দেখেন অতিরিক্ত সময়ের ৬ মিনিটে।
আর্জেন্টিনার বিপক্ষে আজ প্রথমার্ধেই এগিয়ে যায় প্যারাগুয়ে। ৩০ মিনিটে গোল করেন প্যারাগুয়ের মিডফিল্ডার লুকা কেমেট। দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই ব্যবধান বাড়ায় প্যারাগুয়ে। ৪৭ মিনিটে দলটির স্ট্রাইকার তিয়াগো ইসাইয়াস কাবায়েরো ফ্লেইটাস লক্ষ্যভেদ করেন। ২-০ গোলে পিছিয়ে আর্জেন্টিনাকে পথ দেখান মাহের মরিসিও কারিজো। ৫২ থেকে ৬৬—১৪ মিনিটের মাথায় জোড়া গোল করে আলবিসেলেস্তেদের সমতায় ফেরান তিনি। ম্যাচের শেষভাগে এসে মোড় ঘুরিয়ে দেয় প্যারাগুয়ে। ৮২ মিনিটে লক্ষ্যভেদ করেন দলটির ডিফেন্ডার দিয়েগো লিও। শেষ পর্যন্ত প্যারাগুয়ে ৩-২ গোলে হারায় আর্জেন্টিনাকে।
চূড়ান্ত পর্বের ৫ ম্যাচ শেষে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ব্রাজিল। দুইয়ে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ১০। তিন ও চারে থাকা কলম্বিয়া, প্যারাগুয়ে দুই দলেরই পয়েন্ট ৯। তবে এখানে গোল ব্যবধান পার্থক্য করে দিয়েছে। সমান ১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ ও ছয়ে উরুগুয়ে ও চিলি।
চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছেই মূল পর্বে ৬-০ গোলে হেরেছিল ব্রাজিল। সেলেসাওরা ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে থাকে। চূড়ান্ত পর্বে এসে ব্রাজিল যে একটা ম্যাচ জিততে পারেনি, সেটা আর্জেন্টিনার বিপক্ষে। ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল।
ফিফা ক্লাব বিশ্বকাপে অঘটনের শিকার হয়েছে ইন্টার মিলান। ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের কাছে হেরে ক্লাব বিশ্বকাপ থেকে দ্রুত বিদায় নিয়েছে ইন্টার। দলের হতশ্রী পারফরম্যান্স দেখে খেপেছেন ইন্টার অধিনায়ক লাওতারো মার্তিনেজ।
১৫ মিনিট আগেজাতীয় স্টেডিয়ামে তিন দিনের ট্রায়ালে ১৪ দেশ থেকে এসেছেন প্রায় অর্ধশত ফুটবলার। প্রত্যেকেরই স্বপ্ন ছিল জাতীয় দলের জার্সি গায়ে চাপানো। কিন্তু পারফরম্যান্স মূল্যায়ন প্যানেলের কাছে কেউই সেভাবে জাতীয় দলের জন্য বিবেচনায় আসতে পারেনি।
১ ঘণ্টা আগেদ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে খেলতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। ২০২৪ সালে দারুণ পারফর্ম করে ফাইনাল খেলেছিল দলটি। যদিও সেবার অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে হেরে শিরোপা খুইয়েছিল বাংলাদেশ। অতীত পেছনে ফেলে এবার নতুন কিছুর লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ ‘এ’।
১ ঘণ্টা আগেসীমিত ওভারের ক্রিকেটে দারুণ ছন্দে আছেন স্মৃতি মান্ধানা। রানের বন্যা বইয়ে দেওয়া ভারতীয় এই নারী ক্রিকেটার সেঞ্চুরিতে গড়েছেন নতুন রেকর্ড। সেঞ্চুরির পর র্যাঙ্কিংয়ে এগিয়েছেন মান্ধানা। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) থেকে সুখবর পেয়েছেন নিগার সুলতানা জ্যোতিও।
১ ঘণ্টা আগে