ক্রীড়া ডেস্ক
দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে ব্রাজিলকে ৬–০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আজ সকালে চূড়ান্ত পর্বের ম্যাচটি ছিল ব্রাজিলের জন্য প্রতিশোধের ম্যাচ। তবে সেলেসাওরা সেই সুযোগ কাজে লাগাতে পারেননি।
ব্রাজিল, আর্জেন্টিনা দল দুটিই এখন দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপার দাবিদার। কারণ, লিগ পদ্ধতির চূড়ান্ত পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটিই হবে চ্যাম্পিয়ন। আজ সকালে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। দুটি দলেরই ১০ পয়েন্ট। খেলেছে চারটি করে ম্যাচ। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় ব্রাজিল শীর্ষে, দুইয়ে আলবিসেলেস্তেরা।
ব্রাজিল পরশু খেলবে চিলির বিপক্ষে। একই দিনে মুখোমুখি হবে আর্জেন্টিনা-প্যারাগুয়ে। যদি শেষ দিনে ব্রাজিল, আর্জেন্টিনা স্ব স্ব ম্যাচে জয় পায়, তখন গোল ব্যবধানের হিসেব চলে আসবে। আর এই দুই দলের যেকোনো দল জেতে এবং আরেক দল ড্র করে, তাহলে জয়ী দলই হবে চ্যাম্পিয়ন। আবার যদি দুই দল হারে, তখন গোল ব্যবধান দিয়ে চ্যাম্পিয়ন নির্ধারণ করতে হবে।
কারাকাসে আজ ব্রাজিলের বিপক্ষে আক্রমণ, বল দখল, সুযোগ তৈরি সবকিছুতেই এগিয়ে ছিল আর্জেন্টিনা। অগোছালো ব্রাজিল প্রথমার্ধে আর্জেন্টিনার লক্ষ্য বরাবর একটা শটও নিতে পারেনি। ব্রাজিল ভুল না পারলেও আর্জেন্টিনা সুযোগ কাজে লাগিয়েছে। ৩৮ মিনিটে আর্জেন্টিনার ডিফেন্ডার হুলিও সোলারকে বক্সের ভেতর ব্রাজিলের মিডফিল্ডার ব্রেনো বাইদন ফেলে দিলে রেফারি বাজান পেনাল্টির বাঁশি। ৪০ মিনিটে স্পট কিক থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেন ক্লদিও এচেভেরি।
১-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করা ব্রাজিলকে গোলের জন্য সংগ্রাম করতে হয়েছে। আর্জেন্টিনা পাল্টা আক্রমণে ব্যবধান বাড়ানোর চেষ্টা করেছে। ৭৮ মিনিটে সমতায় ফেরে ব্রাজিল। ইগর সিরোতের অ্যাসিস্টে ফিনিশিং দেন রায়ান। শেষ দিকে গোল না হলেও রেফারিকে বারবার কার্ড বের করতে হয়েছে। কারণ, দুই দলের ফুটবলারদের মধ্যে শুরু হয় লড়াই। রেফারি সব মিলিয়ে ৮ হলুদ কার্ড দেখিয়েছেন। ব্রাজিল দেখেছে ৫টি এবং ৩টি দেখেছে আর্জেন্টিনা।
দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে ব্রাজিলকে ৬–০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আজ সকালে চূড়ান্ত পর্বের ম্যাচটি ছিল ব্রাজিলের জন্য প্রতিশোধের ম্যাচ। তবে সেলেসাওরা সেই সুযোগ কাজে লাগাতে পারেননি।
ব্রাজিল, আর্জেন্টিনা দল দুটিই এখন দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপার দাবিদার। কারণ, লিগ পদ্ধতির চূড়ান্ত পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটিই হবে চ্যাম্পিয়ন। আজ সকালে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। দুটি দলেরই ১০ পয়েন্ট। খেলেছে চারটি করে ম্যাচ। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় ব্রাজিল শীর্ষে, দুইয়ে আলবিসেলেস্তেরা।
ব্রাজিল পরশু খেলবে চিলির বিপক্ষে। একই দিনে মুখোমুখি হবে আর্জেন্টিনা-প্যারাগুয়ে। যদি শেষ দিনে ব্রাজিল, আর্জেন্টিনা স্ব স্ব ম্যাচে জয় পায়, তখন গোল ব্যবধানের হিসেব চলে আসবে। আর এই দুই দলের যেকোনো দল জেতে এবং আরেক দল ড্র করে, তাহলে জয়ী দলই হবে চ্যাম্পিয়ন। আবার যদি দুই দল হারে, তখন গোল ব্যবধান দিয়ে চ্যাম্পিয়ন নির্ধারণ করতে হবে।
কারাকাসে আজ ব্রাজিলের বিপক্ষে আক্রমণ, বল দখল, সুযোগ তৈরি সবকিছুতেই এগিয়ে ছিল আর্জেন্টিনা। অগোছালো ব্রাজিল প্রথমার্ধে আর্জেন্টিনার লক্ষ্য বরাবর একটা শটও নিতে পারেনি। ব্রাজিল ভুল না পারলেও আর্জেন্টিনা সুযোগ কাজে লাগিয়েছে। ৩৮ মিনিটে আর্জেন্টিনার ডিফেন্ডার হুলিও সোলারকে বক্সের ভেতর ব্রাজিলের মিডফিল্ডার ব্রেনো বাইদন ফেলে দিলে রেফারি বাজান পেনাল্টির বাঁশি। ৪০ মিনিটে স্পট কিক থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেন ক্লদিও এচেভেরি।
১-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করা ব্রাজিলকে গোলের জন্য সংগ্রাম করতে হয়েছে। আর্জেন্টিনা পাল্টা আক্রমণে ব্যবধান বাড়ানোর চেষ্টা করেছে। ৭৮ মিনিটে সমতায় ফেরে ব্রাজিল। ইগর সিরোতের অ্যাসিস্টে ফিনিশিং দেন রায়ান। শেষ দিকে গোল না হলেও রেফারিকে বারবার কার্ড বের করতে হয়েছে। কারণ, দুই দলের ফুটবলারদের মধ্যে শুরু হয় লড়াই। রেফারি সব মিলিয়ে ৮ হলুদ কার্ড দেখিয়েছেন। ব্রাজিল দেখেছে ৫টি এবং ৩টি দেখেছে আর্জেন্টিনা।
শ্রীলঙ্কার বিপক্ষে মোস্তাফিজুর রহমানের ওয়ানডে পরিসংখ্যান বেশ দারুণ। ১৪ ইনিংসে শিকার করেছেন ২৩ উইকেট। লঙ্কানদের বিপক্ষে মোস্তাফিজের চেয়ে বেশি উইকেট আছে শুধু বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার—২৬টি।
১ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকার বিপক্ষে কখনো টেস্ট জয়ের রেকর্ড ছিল না জিম্বাবুয়ের। প্রোটিয়াদের সেই ঐতিহ্যে এবারও ছেদ ধরানো গেল না। তেম্বা বাভুমা, এইডেন মার্করাম, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদিদের ছাড়াও জিম্বাবুয়েকে হারাতে কোনো সমস্যা হয়নি তাদের। বুলাওয়ে টেস্টে স্বাগতিকদের ৩২৮ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।
৩ ঘণ্টা আগেফিফা ক্লাব বিশ্বকাপে অঘটনের শিকার হয়েছে ইন্টার মিলান। ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের কাছে হেরে ক্লাব বিশ্বকাপ থেকে দ্রুত বিদায় নিয়েছে ইন্টার। দলের হতশ্রী পারফরম্যান্স দেখে খেপেছেন ইন্টার অধিনায়ক লাওতারো মার্তিনেজ।
৪ ঘণ্টা আগেজাতীয় স্টেডিয়ামে তিন দিনের ট্রায়ালে ১৪ দেশ থেকে এসেছেন প্রায় অর্ধশত ফুটবলার। প্রত্যেকেরই স্বপ্ন ছিল জাতীয় দলের জার্সি গায়ে চাপানো। কিন্তু পারফরম্যান্স মূল্যায়ন প্যানেলের কাছে কেউই সেভাবে জাতীয় দলের জন্য বিবেচনায় আসতে পারেনি।
৪ ঘণ্টা আগে