‘মেসির ফেরা মানে পিএসজির জয়ের সম্ভাবনা নিশ্চিত’
ফিরলেন, খেললেন, জিতলেন। বিশ্বকাপে যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই শুরু করলেন লিওনেল মেসি। নতুন বছরটাও গোল ও জয় দিয়ে শুরু করলেন তিনি। আর্জেন্টাইন সুপারস্টারের দলে থাকা মানে যেন জয়ের সম্ভাবনা প্রায় নিশ্চিত।