Ajker Patrika

এমবাপ্পেকে ‘গোলপাগল’ বললেন পিএসজি কোচ

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ১২: ৫৪
এমবাপ্পেকে ‘গোলপাগল’ বললেন পিএসজি কোচ

গোল করা যেন এক অভ্যাসে পরিণত করে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্স, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)—দল যা-ই হোক, গোলের ধারাবাহিকতা অব্যহত রাখছেন। নিয়মিত গোল করা এমবাপ্পেকে ‘গোলপাগল’ বললেন ক্রিস্তফ গালতিয়ের।

বোলার্ট ডেলেসিস স্টেডিয়ামে গতকাল ফ্রেঞ্চ কাপের ম্যাচে মুখোমুখি হয় পেস দ্য ক্যাসেল ও পিএসজি। পেস দ্য ক্যাসেলকে ৭-০ গোলে উড়িয়ে দেয় পিএসজি। ৭ গোলের মধ্যে এমবাপ্পে একাই করেন ৫ গোল। ম্যাচে গোলের উদ্বোধনই হয় এমবাপ্পেকে দিয়ে। নুনো মেন্দেসের অ্যাসিস্টে ২৯ মিনিটে গোল করেন ফরাসি এই ফরোয়ার্ড। এরপর ৩৫, ৪০, ৫৬ ও ৭৯ মিনিটে নিজের বাকি ৪ গোল করেন এমবাপ্পে। তাঁর গোলবন্যায় মুগ্ধতা ঝরেছে গালতিয়েরের কণ্ঠে। পিএসজি কোচ বলেন, ‘এমবাপ্পে আসলেই গোল করতে পছন্দ করে। গত বছর সে অনেক গোল করেছে। এক বর্ষপঞ্জিকায় ৫৬-এর মতো গোল করেছিল।’ 

এমবাপ্পে ছাড়া বাকি ২ গোল করেছেন নেইমার ও কার্লোস সোলার। নেইমার দুটি গোলে অ্যাসিস্ট করেছেন। ৫৬ মিনিটে এমবাপ্পে ও ৬৪ মিনিটে সোলারকে গোল করতে সহায়তা করেছিলেন নেইমার। নেইমার-এমবাপ্পের যুগলবন্দী পারফরম্যান্সে গালতিয়ের বলেন, ‘এটা গুরুত্বপূর্ণ ছিল যে সে (এমবাপ্পে) ও নেইমার পুরো খেলাটা খেলেছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত