Ajker Patrika

মেসি-নেইমারদের বিকল্প খুঁজতে হবে, বলছেন গালতিয়ের 

মেসি-নেইমারদের বিকল্প খুঁজতে হবে, বলছেন গালতিয়ের 

লিগ ওয়ানে নিজেদের যেন হারিয়ে খুঁজছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। চলতি বছরে টুর্নামেন্টে তিন ম্যাচের দুটোতেই হেরেছে পিএসজি। গতকাল রোয়াজোন পার্কে রেঁনের বিপক্ষে ১-০ গোলে হেরেছে প্যারিসিয়ানরা। কোচ ক্রিস্তফ গালতিয়ের মনে করেন, লিওনেল মেসি-নেইমারদের সঙ্গে আরও বিকল্প খুঁজতে হবে। 

বছরের প্রথম ম্যাচ লাঁজের বিপক্ষে মেসি, নেইমার-এই দুই তারকা ফুটবলার ছাড়াই খেলেছিল পিএসজি। বোলার্ট ডেলেসিস স্টেডিয়ামে লিগ ওয়ানের সেই ম্যাচে ৩-১ ব্যবধানে হেরেছিল প্যারিসিয়ানরা। আর রোয়াজোন পার্কে গতকাল রেঁনের বিপক্ষে ম্যাচে মেসি, নেইমাররা ছিলেন প্রথম একাদশেই। বদলি হিসেবে ৫৫ মিনিটে নামানো হয় কিলিয়ান এমবাপ্পেকে। প্যারিসিয়ানরা রেঁনের বিপক্ষে বল দখলে রেখেছিল ৬৫ শতাংশ। তারপরও ম্যাচটা তারা হেরে গিয়েছে। রেঁনের একমাত্র গোল ৬৫ মিনিটে করেন হামারি ত্রাওরে। ৭০ মিনিটে মেসির পাস থেকে গোল করার সুযোগ পেয়েও এমবাপ্পে তা গোলবারের ওপর দিয়ে পাঠিয়ে দেন। 

পিএসজির এমন পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছেন গালতিয়ের। পিএসজি কোচ বলেন, ‘আমি সত্যিই খুব হতাশ। আমরা বল দখলে মনোযোগ দিয়েছিলাম এবং রেনের ডিফেন্ডারদের থেকে বল দখলের চেষ্টা করেছিলাম। বুঝতে পেরেছি যে আমাদের ঝুঁকি নেওয়াটা তাঁরা (রেনে) বুঝে গিয়েছিল। নেইমার, মেসিকে নিয়ে সবসময় আমার পরিকল্পনা থাকে। তবে আরও বিকল্প খুঁজে বের করতে হবে।’ 

লিগ ওয়ানে চলতি মৌসুমে ১৯ ম্যাচ খেলেছে পিএসজি। ১৫ জয়, ২ ড্র ও ২ পরাজয়ে ৪৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে প্যারিসিয়ানরা। দ্বিতীয় স্থানে থাকা লাঁজের পয়েন্ট ৪৪। পিএসজির সমান ১৯টি ম্যাচ খেলেছে তারা। পিএসজি, লাঁজের সমান ১৯ ম্যাচ খেলে ৩৭ পয়েন্ট নিয়ে রেঁনে আছে পাঁচ নম্বরে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত