লিগ ওয়ানে নিজেদের যেন হারিয়ে খুঁজছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। চলতি বছরে টুর্নামেন্টে তিন ম্যাচের দুটোতেই হেরেছে পিএসজি। গতকাল রোয়াজোন পার্কে রেঁনের বিপক্ষে ১-০ গোলে হেরেছে প্যারিসিয়ানরা। কোচ ক্রিস্তফ গালতিয়ের মনে করেন, লিওনেল মেসি-নেইমারদের সঙ্গে আরও বিকল্প খুঁজতে হবে।
বছরের প্রথম ম্যাচ লাঁজের বিপক্ষে মেসি, নেইমার-এই দুই তারকা ফুটবলার ছাড়াই খেলেছিল পিএসজি। বোলার্ট ডেলেসিস স্টেডিয়ামে লিগ ওয়ানের সেই ম্যাচে ৩-১ ব্যবধানে হেরেছিল প্যারিসিয়ানরা। আর রোয়াজোন পার্কে গতকাল রেঁনের বিপক্ষে ম্যাচে মেসি, নেইমাররা ছিলেন প্রথম একাদশেই। বদলি হিসেবে ৫৫ মিনিটে নামানো হয় কিলিয়ান এমবাপ্পেকে। প্যারিসিয়ানরা রেঁনের বিপক্ষে বল দখলে রেখেছিল ৬৫ শতাংশ। তারপরও ম্যাচটা তারা হেরে গিয়েছে। রেঁনের একমাত্র গোল ৬৫ মিনিটে করেন হামারি ত্রাওরে। ৭০ মিনিটে মেসির পাস থেকে গোল করার সুযোগ পেয়েও এমবাপ্পে তা গোলবারের ওপর দিয়ে পাঠিয়ে দেন।
পিএসজির এমন পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছেন গালতিয়ের। পিএসজি কোচ বলেন, ‘আমি সত্যিই খুব হতাশ। আমরা বল দখলে মনোযোগ দিয়েছিলাম এবং রেনের ডিফেন্ডারদের থেকে বল দখলের চেষ্টা করেছিলাম। বুঝতে পেরেছি যে আমাদের ঝুঁকি নেওয়াটা তাঁরা (রেনে) বুঝে গিয়েছিল। নেইমার, মেসিকে নিয়ে সবসময় আমার পরিকল্পনা থাকে। তবে আরও বিকল্প খুঁজে বের করতে হবে।’
লিগ ওয়ানে চলতি মৌসুমে ১৯ ম্যাচ খেলেছে পিএসজি। ১৫ জয়, ২ ড্র ও ২ পরাজয়ে ৪৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে প্যারিসিয়ানরা। দ্বিতীয় স্থানে থাকা লাঁজের পয়েন্ট ৪৪। পিএসজির সমান ১৯টি ম্যাচ খেলেছে তারা। পিএসজি, লাঁজের সমান ১৯ ম্যাচ খেলে ৩৭ পয়েন্ট নিয়ে রেঁনে আছে পাঁচ নম্বরে।
লিগ ওয়ানে নিজেদের যেন হারিয়ে খুঁজছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। চলতি বছরে টুর্নামেন্টে তিন ম্যাচের দুটোতেই হেরেছে পিএসজি। গতকাল রোয়াজোন পার্কে রেঁনের বিপক্ষে ১-০ গোলে হেরেছে প্যারিসিয়ানরা। কোচ ক্রিস্তফ গালতিয়ের মনে করেন, লিওনেল মেসি-নেইমারদের সঙ্গে আরও বিকল্প খুঁজতে হবে।
বছরের প্রথম ম্যাচ লাঁজের বিপক্ষে মেসি, নেইমার-এই দুই তারকা ফুটবলার ছাড়াই খেলেছিল পিএসজি। বোলার্ট ডেলেসিস স্টেডিয়ামে লিগ ওয়ানের সেই ম্যাচে ৩-১ ব্যবধানে হেরেছিল প্যারিসিয়ানরা। আর রোয়াজোন পার্কে গতকাল রেঁনের বিপক্ষে ম্যাচে মেসি, নেইমাররা ছিলেন প্রথম একাদশেই। বদলি হিসেবে ৫৫ মিনিটে নামানো হয় কিলিয়ান এমবাপ্পেকে। প্যারিসিয়ানরা রেঁনের বিপক্ষে বল দখলে রেখেছিল ৬৫ শতাংশ। তারপরও ম্যাচটা তারা হেরে গিয়েছে। রেঁনের একমাত্র গোল ৬৫ মিনিটে করেন হামারি ত্রাওরে। ৭০ মিনিটে মেসির পাস থেকে গোল করার সুযোগ পেয়েও এমবাপ্পে তা গোলবারের ওপর দিয়ে পাঠিয়ে দেন।
পিএসজির এমন পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছেন গালতিয়ের। পিএসজি কোচ বলেন, ‘আমি সত্যিই খুব হতাশ। আমরা বল দখলে মনোযোগ দিয়েছিলাম এবং রেনের ডিফেন্ডারদের থেকে বল দখলের চেষ্টা করেছিলাম। বুঝতে পেরেছি যে আমাদের ঝুঁকি নেওয়াটা তাঁরা (রেনে) বুঝে গিয়েছিল। নেইমার, মেসিকে নিয়ে সবসময় আমার পরিকল্পনা থাকে। তবে আরও বিকল্প খুঁজে বের করতে হবে।’
লিগ ওয়ানে চলতি মৌসুমে ১৯ ম্যাচ খেলেছে পিএসজি। ১৫ জয়, ২ ড্র ও ২ পরাজয়ে ৪৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে প্যারিসিয়ানরা। দ্বিতীয় স্থানে থাকা লাঁজের পয়েন্ট ৪৪। পিএসজির সমান ১৯টি ম্যাচ খেলেছে তারা। পিএসজি, লাঁজের সমান ১৯ ম্যাচ খেলে ৩৭ পয়েন্ট নিয়ে রেঁনে আছে পাঁচ নম্বরে।
২০২৫ আইপিএলের শুরুটা ভালো না হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। নিজেদের সবশেষ পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে হার্দিক পান্ডিয়া-রোহিত শর্মাদের মুম্বাই। আজ তারা খেলতে নামবে রাজস্থান রয়্যালসের বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ৮টায় জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে শুরু হবে রাজস্থান-মুম্বাই ম্যাচ।
৪ মিনিট আগে২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দিনক্ষণ জানাল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ইংল্যান্ডের সাত ভেন্যুতে হবে আইসিসির এই ইভেন্ট। ১২ দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ঐতিহাসিক লর্ডসে।
৩২ মিনিট আগেচেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গত রাতে যুজবেন্দ্র চাহালের অপেক্ষা যেন ফুরোচ্ছিল না। মাত্র কয়েক সেকেন্ডের জন্য আকাশে বল ভেসে থাকলেও সেই মুহূর্ত অনেক দীর্ঘ মনে হচ্ছিল চাহালের। অবশেষে লং অনে মার্কো ইয়ানসেন ক্যাচটা ধরতেই হ্যাটট্রিক হয়ে গেল চাহালের।
১ ঘণ্টা আগেসিরিজ শুরুর আগে সিলেটে সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত বলেছিলেন, প্রস্তুতি ভালো ছিল এবং সিরিজ জেতার লক্ষ্য নিয়েই খেলবেন। সিলেট টেস্টে হারের পর দৃশ্য বদলে গেছে। শান্তদের ওপর উল্টো জেঁকে বসে রাজ্যের চাপ। সিলেট টেস্টে হেরে নিজের ব্যাটিংকে দায়ী করেছিলেন বাংলাদেশ অধিনায়ক।
৩ ঘণ্টা আগে