ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ের হোম গ্রাউন্ডের নাম জিজ্ঞেস করলে যে কেউই নির্দ্বিধায় উত্তর দেবেন পার্ক দেস প্রিন্সেস এর নাম। সেই হোম গ্রাউন্ড নিয়েই এবার দ্বন্দ্বে জড়িয়েছে ক্লাব। প্যারিস নগর কর্তৃপক্ষের সঙ্গে এই দ্বন্দ্বের মূল কারণ মাঠের মালিকানা নিয়ে।
১৮৯৭ সালে গড়ে ওঠা এই স্টেডিয়াম নতুন করে পুনর্গঠন করা হয় ১৯৭২ সালে। এর দুই বছর পর থেকে ফরাসি ক্লাব পিএসজির হোম ভেন্যু হিসেবে ব্যবহার করে আসছে। কিন্তু স্টেডিয়ামটির মালিকানা রয়ে যায় নগর কর্তৃপক্ষের কাছেই।
সম্প্রতি পিএসজির মালিকপক্ষ স্টেডিয়ামটি নগর কর্তৃপক্ষের কাছ থেকে কিনতে চাইলে তারা এটা বিক্রির জন্য নয় বলে ঘোষণা দিয়েছে। এমন অবস্থায় স্টেডিয়ামহীন হয়ে পড়ার আশঙ্কায় রয়েছে মেসি-নেইমার-এমবাপ্পের মতো তারকাদের ক্লাব।
নগর কর্তৃপক্ষের এই প্রতিক্রিয়ায় ভীষণ হতাশা ব্যক্ত করেছেন পিএসজির কর্তাব্যক্তিরা। পিএসজির একজন মুখপাত্র নিজের হতাশা প্রকাশ করে বলেছেন, ‘প্যারিস সেন্ট-জার্মেই ও তাদের সমর্থকদের পার্ক দেস প্রিন্সেস থেকে সরিয়ে দিতে চায়।’ এমনটি যে ঘটতে পারে, সে কথা আগেই অনুমান করতে পেরেছিলেন পিএসজির সভাপতি নাসের আল-খেলাইফি। গত নভেম্বরেই স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে বলেছিলেন যে পিএসজি পার্ক দেস প্রিন্সেসে সমর্থকদের আর ‘স্বাগত জানাবে না’। একই সঙ্গে যোগ করেছিলেন যে তারা বিকল্পও খুঁজছেন। সেই বিকল্পই হতে পারে পিএসজির গন্তব্য। তবে এরই মধ্যে দুই পক্ষের সমঝোতা হলে অবশ্য পার্ক দেস প্রিন্সেসই থাকবে পিএসজির ঘরের মাঠ।
ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ের হোম গ্রাউন্ডের নাম জিজ্ঞেস করলে যে কেউই নির্দ্বিধায় উত্তর দেবেন পার্ক দেস প্রিন্সেস এর নাম। সেই হোম গ্রাউন্ড নিয়েই এবার দ্বন্দ্বে জড়িয়েছে ক্লাব। প্যারিস নগর কর্তৃপক্ষের সঙ্গে এই দ্বন্দ্বের মূল কারণ মাঠের মালিকানা নিয়ে।
১৮৯৭ সালে গড়ে ওঠা এই স্টেডিয়াম নতুন করে পুনর্গঠন করা হয় ১৯৭২ সালে। এর দুই বছর পর থেকে ফরাসি ক্লাব পিএসজির হোম ভেন্যু হিসেবে ব্যবহার করে আসছে। কিন্তু স্টেডিয়ামটির মালিকানা রয়ে যায় নগর কর্তৃপক্ষের কাছেই।
সম্প্রতি পিএসজির মালিকপক্ষ স্টেডিয়ামটি নগর কর্তৃপক্ষের কাছ থেকে কিনতে চাইলে তারা এটা বিক্রির জন্য নয় বলে ঘোষণা দিয়েছে। এমন অবস্থায় স্টেডিয়ামহীন হয়ে পড়ার আশঙ্কায় রয়েছে মেসি-নেইমার-এমবাপ্পের মতো তারকাদের ক্লাব।
নগর কর্তৃপক্ষের এই প্রতিক্রিয়ায় ভীষণ হতাশা ব্যক্ত করেছেন পিএসজির কর্তাব্যক্তিরা। পিএসজির একজন মুখপাত্র নিজের হতাশা প্রকাশ করে বলেছেন, ‘প্যারিস সেন্ট-জার্মেই ও তাদের সমর্থকদের পার্ক দেস প্রিন্সেস থেকে সরিয়ে দিতে চায়।’ এমনটি যে ঘটতে পারে, সে কথা আগেই অনুমান করতে পেরেছিলেন পিএসজির সভাপতি নাসের আল-খেলাইফি। গত নভেম্বরেই স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে বলেছিলেন যে পিএসজি পার্ক দেস প্রিন্সেসে সমর্থকদের আর ‘স্বাগত জানাবে না’। একই সঙ্গে যোগ করেছিলেন যে তারা বিকল্পও খুঁজছেন। সেই বিকল্পই হতে পারে পিএসজির গন্তব্য। তবে এরই মধ্যে দুই পক্ষের সমঝোতা হলে অবশ্য পার্ক দেস প্রিন্সেসই থাকবে পিএসজির ঘরের মাঠ।
২০২৫ আইপিএলের শুরুটা ভালো না হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। নিজেদের সবশেষ পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে হার্দিক পান্ডিয়া-রোহিত শর্মাদের মুম্বাই। আজ তারা খেলতে নামবে রাজস্থান রয়্যালসের বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ৮টায় জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে শুরু হবে রাজস্থান-মুম্বাই ম্যাচ।
৪ মিনিট আগে২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দিনক্ষণ জানাল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ইংল্যান্ডের সাত ভেন্যুতে হবে আইসিসির এই ইভেন্ট। ১২ দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ঐতিহাসিক লর্ডসে।
৩২ মিনিট আগেচেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গত রাতে যুজবেন্দ্র চাহালের অপেক্ষা যেন ফুরোচ্ছিল না। মাত্র কয়েক সেকেন্ডের জন্য আকাশে বল ভেসে থাকলেও সেই মুহূর্ত অনেক দীর্ঘ মনে হচ্ছিল চাহালের। অবশেষে লং অনে মার্কো ইয়ানসেন ক্যাচটা ধরতেই হ্যাটট্রিক হয়ে গেল চাহালের।
১ ঘণ্টা আগেসিরিজ শুরুর আগে সিলেটে সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত বলেছিলেন, প্রস্তুতি ভালো ছিল এবং সিরিজ জেতার লক্ষ্য নিয়েই খেলবেন। সিলেট টেস্টে হারের পর দৃশ্য বদলে গেছে। শান্তদের ওপর উল্টো জেঁকে বসে রাজ্যের চাপ। সিলেট টেস্টে হেরে নিজের ব্যাটিংকে দায়ী করেছিলেন বাংলাদেশ অধিনায়ক।
৩ ঘণ্টা আগে