প্রতিভার অর্ধেক দিতে পেরেছেন এমবাপ্পে, দাবি ক্যাম্পোসের
ফ্রান্স হোক বা প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), দলের অন্যতম ভরসা যেন কিলিয়ান এমবাপ্পে। নিজে তো গোল করছেনই, সতীর্থদের দিয়ে গোল করিয়ে দলের জয়ে দারুণ অবদান রাখছেন তিনি। তবে পিএসজির ফুটবল উপদেষ্টা লুইস ক্যাম্পোস মনে করেন, প্রতিভার অর্ধেক দিতে পেরেছেন এমবাপ্পে।