Ajker Patrika

‘মেসির ফেরা মানে পিএসজির জয়ের সম্ভাবনা নিশ্চিত’

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১১: ১৫
‘মেসির ফেরা মানে পিএসজির জয়ের সম্ভাবনা নিশ্চিত’

ফিরলেন, খেললেন, জিতলেন। বিশ্বকাপে যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই শুরু করলেন লিওনেল মেসি। নতুন বছরটাও গোল ও জয় দিয়ে শুরু করলেন তিনি। আর্জেন্টাইন সুপারস্টারের দলে থাকা মানে যেন জয়ের সম্ভাবনা প্রায় নিশ্চিত।

ম্যাচ শেষে গতকাল মেসির তেমনি প্রশংসা করেছেন কোচ ক্রিস্টোফার গালতিয়ের। বিশ্বকাপ শেষে ক্লাবে ফিরে সে আবারও ইলেকট্রিক পারফরম্যান্স দেখিয়েছেন বলে জানিয়েছেন পিএসজির কোচ। তাঁর মতে, মেসির ফেরা মানে পিএসজির জয়ের সম্ভাবনা নিশ্চিত।

গালতিয়ের বলেছেন, ‘বিশ্বের সেরা ফুটবলারের পারফরম্যান্স আজ (গতকাল) আবারও আমরা দেখলাম। লিও খেলতে চেয়েছিল এবং শারীরিকভাবে সুস্থ হয়ে ফিরেও এসেছে। আমরা যখন তাকে মাঠে রাখি, তখন জয়ের নিশ্চিত সুযোগ থাকে। সে পুরো ম্যাচ খেলার সক্ষম ছিল। এটি খুবই ভালো।’

অঁজের বিপক্ষে গতকাল ২-০ গোলের জয় পেয়েছে পিএসজি। পাঁচ মিনিটে দলের প্রথম গোলটি করেন উগো একিতিকে। আর ৭২ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন মেসি। দুটি পাসেই সহায়তা করেন নর্দি মুকিয়েলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত