লিওনেল মেসি বার্সেলোনা ছেড়েছেন দেড় বছরেরও আগে। আর পেপ গার্দিওলা এখন আছেন ম্যানচেস্টার সিটির কোচ, যিনি বার্সেলোনার কোচ ছিলেন প্রায় ১৫ বছর আগে। গতকাল মেসির সঙ্গে তাঁর সেই পুরোনো স্মৃতিচারণ করলেন গার্দিওলা।
দেড় দশক আগের পুরোনো স্মৃতিচারণ গার্দিওলা করেছেন গ্রাহাম পটার প্রসঙ্গে, যেখানে গত বছরের সেপ্টেম্বরে চেলসির দায়িত্ব নিয়েছিলেন পটার। পটারের অধীনে সময়টা তেমন একটা ভালো যাচ্ছে না ব্লুজদের। ইতিহাদে গতকাল এফএ কাপের ম্যাচে চেলসিকে ৪-০ গোলে হারিয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। তাতে এফএ কাপ থেকে বিদায়ঘণ্টা বেজে গেছে ব্লুজদের।
গার্দিওলা মনে করেন, চেলসির উন্নতির জন্য গ্রাহাম পটারের আরও সময় লাগবে। একই সঙ্গে তিনি এটাও মনে করালেন, বার্সেলোনায় মেসি তাঁর (গার্দিওলা) কাজ অনেকটা সহজ করে দিয়েছিলেন। ম্যান সিটির কোচ বলেন, ‘আমি টড বোহলিকে বলব গ্রাহাম পটারকে যেন সময় দেয়। তাকে সময় দিন। সব ম্যানেজারদের সময় লাগে এবং সে ঠিক পথেই চলছে। বড় ক্লাবের ক্ষেত্রে ফলাফলটাই আসল ব্যাপার, কিন্তু তাকে সময় দেওয়া হোক। বার্সেলোনায় আমার দুই মৌসুম সময় লাগেনি, কারণ তখন মেসি ছিল।’
২০০৮ থেকে ২০১২ পর্যন্ত বার্সেলোনার কোচের দায়িত্বে ছিলেন গার্দিওলা। তাঁর অধীনে বার্সা ২৪৭ ম্যাচ খেলে জিতেছিল ১৭৯ ম্যাচ, ড্র করেছিল ৪৭ ম্যাচে এবং হেরেছিল ২১ ম্যাচ। ২০০৮-০৯, ২০০৯-১০, ২০১০-১১-টানা তিন মৌসুম লা লিগা জিতেছিল বার্সা। ২০০৮-০৯ ও ২০১০-১১ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জিতেছিল কাতালানরা।
লিওনেল মেসি বার্সেলোনা ছেড়েছেন দেড় বছরেরও আগে। আর পেপ গার্দিওলা এখন আছেন ম্যানচেস্টার সিটির কোচ, যিনি বার্সেলোনার কোচ ছিলেন প্রায় ১৫ বছর আগে। গতকাল মেসির সঙ্গে তাঁর সেই পুরোনো স্মৃতিচারণ করলেন গার্দিওলা।
দেড় দশক আগের পুরোনো স্মৃতিচারণ গার্দিওলা করেছেন গ্রাহাম পটার প্রসঙ্গে, যেখানে গত বছরের সেপ্টেম্বরে চেলসির দায়িত্ব নিয়েছিলেন পটার। পটারের অধীনে সময়টা তেমন একটা ভালো যাচ্ছে না ব্লুজদের। ইতিহাদে গতকাল এফএ কাপের ম্যাচে চেলসিকে ৪-০ গোলে হারিয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। তাতে এফএ কাপ থেকে বিদায়ঘণ্টা বেজে গেছে ব্লুজদের।
গার্দিওলা মনে করেন, চেলসির উন্নতির জন্য গ্রাহাম পটারের আরও সময় লাগবে। একই সঙ্গে তিনি এটাও মনে করালেন, বার্সেলোনায় মেসি তাঁর (গার্দিওলা) কাজ অনেকটা সহজ করে দিয়েছিলেন। ম্যান সিটির কোচ বলেন, ‘আমি টড বোহলিকে বলব গ্রাহাম পটারকে যেন সময় দেয়। তাকে সময় দিন। সব ম্যানেজারদের সময় লাগে এবং সে ঠিক পথেই চলছে। বড় ক্লাবের ক্ষেত্রে ফলাফলটাই আসল ব্যাপার, কিন্তু তাকে সময় দেওয়া হোক। বার্সেলোনায় আমার দুই মৌসুম সময় লাগেনি, কারণ তখন মেসি ছিল।’
২০০৮ থেকে ২০১২ পর্যন্ত বার্সেলোনার কোচের দায়িত্বে ছিলেন গার্দিওলা। তাঁর অধীনে বার্সা ২৪৭ ম্যাচ খেলে জিতেছিল ১৭৯ ম্যাচ, ড্র করেছিল ৪৭ ম্যাচে এবং হেরেছিল ২১ ম্যাচ। ২০০৮-০৯, ২০০৯-১০, ২০১০-১১-টানা তিন মৌসুম লা লিগা জিতেছিল বার্সা। ২০০৮-০৯ ও ২০১০-১১ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জিতেছিল কাতালানরা।
কারও খেলা যদি ভালো লেগে যায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের, আর তাঁর দলে সেই খেলোয়াড়ের ভালো সম্ভাবনা থাকে, তাহলে টাকা কোনো ব্যাপার নয়। তাঁকে কিনেই ছাড়বে রিয়াল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলা হামেস রদ্রিগেজকে বিশ্বকাপ শেষে দলে ভিড়িয়েছিল রিয়াল।
১১ ঘণ্টা আগেরাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ আসতে পারছেন না সাকিব আল হাসান। বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সময় কাটছে তাঁর। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউইয়র্কের স্থানীয় কিছু ম্যাচে তাঁকে দেখা গেছে অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে খেলতে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখনো পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার।
১১ ঘণ্টা আগেনেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
১৬ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
১৬ ঘণ্টা আগে