লিগ ওয়ানে এই বছরে যেন ধারাবাহিকভাবে পারফর্ম করতে ভুলে গেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। গতকাল পার্ক দে প্রিন্সেসে রেইমসের বিপক্ষে নিশ্চিত জয় হাতছাড়া করেছে পিএসজি। নিজেদের পারফরম্যান্স নিয়ে তাই অসন্তুষ্ট পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের।
কাতার বিশ্বকাপের পর লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমার—এই তিন তারকা ফুটবলার নিয়ে গতকাল প্রথম লিগ ওয়ান খেলতে নেমেছিল পিএসজি। প্রথমার্ধে পিএসজি-রেইমস ছিল গোলশূন্য ড্র। দ্বিতীয়ার্ধে প্যারিসিয়ানদের এগিয়ে যেতে খুব একটা সময় লাগেনি। হুয়ান বার্নাতের অ্যাসিস্টে ৫১ মিনিটে গোল করেন নেইমার। এরপর ৫৯ মিনিটে মার্কো ভেরাত্তি লাল কার্ড দেখলে পিএসজি হয়ে যায় দশ জনের দল। নিশ্চিত জয়ের সুবাতাস যখন পিএসজি পাচ্ছিল, তখনই সবকিছু ওলটপালট করে দেন ফোলারিন বালোগান। ৯৬ মিনিটে সমতাসূচক গোল করেন আর্সেনাল থেকে রেইমসে ধারে খেলতে আসা এই ফরোয়ার্ড। শেষ পর্যন্ত ম্যাচ ড্র হয় ১-১ গোলে।
নিশ্চিত জয় হাতছাড়া হওয়ায় হতাশা ঝরেছে গালতিয়েরের কণ্ঠে। পিএসজি কোচ বলেন, ‘সব মিলিয়ে আমরা আমাদের পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারছি না। এটা দুঃশ্চিন্তার প্রশ্ন না। তবে আমাদের খুব শিগগিরই জয়ের ধারায় ফিরতে হবে। দল হিসেবে খেলতে হবে।’
বালোগানের শেষ মুহূর্তের গোলে ড্র হয়েছে পিএসজি-রেইমস ম্যাচ। তাতে লিগ ওয়ানে ২০ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে প্যারিসিয়ানরা শীর্ষে রয়েছে ঠিকই। তবে দ্বিতীয় স্থানে থাকা লাঁসের পয়েন্ট ৪৫। পয়েন্ট হারানোর হতাশা নিয়ে গালতিয়ের বলেন, ‘এত অভিজ্ঞ খেলোয়াড় থাকার পরেও ৯৫ মিনিটের পর গোল হজম করে আমরা পয়েন্ট হারিয়েছি। তাতে আমাদের ক্ষতি তো হয়েছেই, একই সঙ্গে বিষয়টা অবাক করার মতো।’
লিগ ওয়ানে এই বছরে যেন ধারাবাহিকভাবে পারফর্ম করতে ভুলে গেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। গতকাল পার্ক দে প্রিন্সেসে রেইমসের বিপক্ষে নিশ্চিত জয় হাতছাড়া করেছে পিএসজি। নিজেদের পারফরম্যান্স নিয়ে তাই অসন্তুষ্ট পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের।
কাতার বিশ্বকাপের পর লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমার—এই তিন তারকা ফুটবলার নিয়ে গতকাল প্রথম লিগ ওয়ান খেলতে নেমেছিল পিএসজি। প্রথমার্ধে পিএসজি-রেইমস ছিল গোলশূন্য ড্র। দ্বিতীয়ার্ধে প্যারিসিয়ানদের এগিয়ে যেতে খুব একটা সময় লাগেনি। হুয়ান বার্নাতের অ্যাসিস্টে ৫১ মিনিটে গোল করেন নেইমার। এরপর ৫৯ মিনিটে মার্কো ভেরাত্তি লাল কার্ড দেখলে পিএসজি হয়ে যায় দশ জনের দল। নিশ্চিত জয়ের সুবাতাস যখন পিএসজি পাচ্ছিল, তখনই সবকিছু ওলটপালট করে দেন ফোলারিন বালোগান। ৯৬ মিনিটে সমতাসূচক গোল করেন আর্সেনাল থেকে রেইমসে ধারে খেলতে আসা এই ফরোয়ার্ড। শেষ পর্যন্ত ম্যাচ ড্র হয় ১-১ গোলে।
নিশ্চিত জয় হাতছাড়া হওয়ায় হতাশা ঝরেছে গালতিয়েরের কণ্ঠে। পিএসজি কোচ বলেন, ‘সব মিলিয়ে আমরা আমাদের পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারছি না। এটা দুঃশ্চিন্তার প্রশ্ন না। তবে আমাদের খুব শিগগিরই জয়ের ধারায় ফিরতে হবে। দল হিসেবে খেলতে হবে।’
বালোগানের শেষ মুহূর্তের গোলে ড্র হয়েছে পিএসজি-রেইমস ম্যাচ। তাতে লিগ ওয়ানে ২০ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে প্যারিসিয়ানরা শীর্ষে রয়েছে ঠিকই। তবে দ্বিতীয় স্থানে থাকা লাঁসের পয়েন্ট ৪৫। পয়েন্ট হারানোর হতাশা নিয়ে গালতিয়ের বলেন, ‘এত অভিজ্ঞ খেলোয়াড় থাকার পরেও ৯৫ মিনিটের পর গোল হজম করে আমরা পয়েন্ট হারিয়েছি। তাতে আমাদের ক্ষতি তো হয়েছেই, একই সঙ্গে বিষয়টা অবাক করার মতো।’
ভারত ফাইনালে উঠেছে আগেই। টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কার। তাই দুই দলের গতকালের ম্যাচটি ছিল নিয়মরক্ষার। তবে কে জানত, এই ম্যাচে দেখা যাবে এমন রোমাঞ্চ! ভারতের ২০২ রানের জবাবে পাতুম নিশাঙ্কার সেঞ্চুরিতে শ্রীলঙ্কা তোলে ২০২ রান।
৭ ঘণ্টা আগেদুর্দান্ত ছন্দে আছেন অভিষেক শর্মা। তাঁর দুর্বলতা খুঁজে পাওয়া বোলারদের বড্ড মুশকিলের কাজ হয়ে দাঁড়িয়েছে। টি-টোয়েন্টিতে কীভাবে ধারাবাহিক থাকতে হয়, সেই পথই যেন বাতলে দিচ্ছেন বাঁহাতি এই ব্যাটার। আজ তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে এশিয়া কাপের সুপার ফোরে নিয়মরক্ষার ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেট হারিয়ে ২০২ রান করেছ
৯ ঘণ্টা আগেবিসিবি নির্বাচনকে ঘিরে কয়েক দিন ধরে ক্রিকেটাররা সামাজিক যোগাযোগমাধ্যমে একই লেখা শেয়ার করছেন, ‘বিসিবি নির্বাচন ঘিরে যা যা হচ্ছে, এসব কাম্য নয়। এটা বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদের ভবিষ্যতের ব্যাপার। আমরা চাই, বিসিবি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক।’ এই পোস্ট দিয়েছেন জাতীয় দলের বর্তমান ও সাবেক
১৩ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে শুরু থেকেই প্রভাব খাটানোর অভিযোগ তুলে আসছিলেন সভাপতি পদপ্রার্থী তামিম ইকবাল। তাঁর দাবি ছিল, তাঁর পক্ষের অনেক জেলা, বিভাগ ও ক্লাব সংগঠকের কাউন্সিলরশিপ আটকে দেওয়া হয়েছে। সেই অভিযোগ নিয়ে গতকাল তিনি হাজির হয়েছিলেন নির্বাচন কমিশনের শুনানিতে।
১৪ ঘণ্টা আগে