অনিশ্চিতের পথে মেসি-পিএসজির নতুন চুক্তি
কাতার বিশ্বকাপ শুরুর আগেই গুঞ্জন উঠেছিল পিএসজির সঙ্গে নতুন করে চুক্তি করবেন লিওনেল মেসি। আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর সেই গুঞ্জন আরও জোরালো হয়। ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো তখন জানিয়েছিল, দুই পক্ষই মৌখিকভাবে রাজি হয়েছে। বাকি শুধু আনুষ্ঠানিকভাবে চুক্তির কাগজপত্রে সই করা।