তোমাদের এখন ঈশ্বর নেই, বলছেন ইব্রামোভিচ
বয়স বাড়লেও মনের জোর কমেনি জ্বালাতন ইব্রামোভিচের। তাঁর ছোট কিংবা সমবয়সী অধিকাংশ ফুটবলার অবসর নিয়ে এখন ফুটবল পণ্ডিত হয়েছেন। অথচ, ৪১ বছর বয়স নিয়ে খেলা চালিয়ে যেতে এখনো দৃঢ়প্রতিজ্ঞ সুইডিশ এই স্ট্রাইকার। মাসের শুরুতে গ্যাজ্জেতা দেলো স্পোর্টকে অবসরের বিষয়ে জানিয়েছিলেন, এখনই বিদায় নেবেন না তিনি। চোটমুক্ত হ