পেনাল্টিকে ভাগ্য পরীক্ষা বলা হলেও, এর সাফল্য-ব্যর্থতার সঙ্গে জড়িয়ে থাকে আনুষঙ্গিক অনেক কিছু। যিনি পেনাল্টি নেবেন তাঁর উপস্থিত বুদ্ধি, কৌশল ও শেষ মুহূর্তে নেওয়া সিদ্ধান্তে বদলে যেতে পারে এর গতিপথও। আবার গোলবারের নিচে দাঁড়ানো গোলরক্ষকের বিচক্ষণতার ওপরও নির্ভর করে পেনাল্টির ভাগ্য। তবে এই পেনাল্টি নেওয়া না নেওয়া নিয়ে বিভিন্ন সময় তারকা খেলোয়াড়দের দ্বন্দ্বে জড়াতে দেখা গেছে। যার সাম্প্রতিক উদাহরণ হলেন নেইমার ও কিলিয়ান এমবাপ্পে।
মঁপেলিয়রের প্রথমবার পেনাল্টি মিস করার পর দ্বিতীয় পেনাল্টিটিও নিতে চেয়েছিলেন এমবাপ্পে। তবে তাঁকে সেই পেনাল্টিটি নিতে দেননি নেইমার। আলাপের পর ব্রাজিলিয়ান তারকা নিজেই পেনাল্টি নেন এবং গোল করেন। এরপর পেনাল্টি নেওয়ার ইস্যুতে এমবাপ্পেকে নিয়ে করা একটি সমালোচনামূলক পোস্টে ‘লাইক’ দিয়ে আলোচনায় আসেন নেইমার। পিএসজি শিবিরেও এই বিষয়টি নিয়ে উত্তাপ ছড়িয়ে পড়ার খবর শোনা গেছে। তবে খেলোয়াড়দের মাঝে পেনাল্টি শট নেওয়া নিয়ে দ্বন্দ্ব এবারই প্রথম নয়। এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটার দৃষ্টান্ত রয়েছে।
নেইমার বনাম কাভানি
২০১৭ সালে পিএসজিতে এসে নেইমার শুরুতেই দ্বন্দ্বে জড়ান এডিনসন কাভানির সঙ্গে। সেদিন অনেকটা জোর করে নেইমারের কাছ থেকে কেড়ে নিয়ে পেনাল্টি নেন কাভানি। তবে সেই পেনাল্টি শটে গোল করতে পারেননি উরুগুয়েন তারকা। যা নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন কাভানি। পিএসজির পরের পেনাল্টিটি অবশ্য নেইমারই নিয়েছিলেন এবং তা থেকে তিনি গোলও করেন।
বালোতেল্লি বনাম ইতো-হেন্ডারসন
‘ব্যাড বয়’ খ্যাতি পাওয়া ইতালিয়ান তারকা মারিও বালোতেল্লি একাধিকবার পেনাল্টি নেওয়া নিয়ে দ্বন্দ্বে জড়ান। ২০০৯ সালে ইন্টার মিলানের হয়ে খেলার সময় স্যামুয়েল ইতোকে সরিয়ে নিজেই পেনাল্টি নেওয়ার চেষ্টা করেন। তবে হাভিয়ের জানেত্তির হস্তক্ষেপে ইতোই শেষ পর্যন্ত পেনাল্টি নেওয়ার সুযোগ পান এবং গোল করেন। ২০১৫ সালে বেসিকতাসের বিপক্ষে লিভারপুলের হয়ে খেলার সময় জর্দান হেন্ডারসনের কাছ থেকে বল কেড়ে নিয়ে পেনাল্টি নেন বালোতেল্লি এবং সেই শটে তিনি গোলও করেন। এই ঘটনা নিয়ে স্টিভেন জেরার্ড পরে বলেছিলেন, ‘এটা হেন্ডারসনের প্রতি অসম্মান।’
ভিদাল বনাম বালাক
বেয়ার লেভারকুসেনের হয়ে খেলার সময় আর্তুরো ভিদাল ও মাইকেল বালাক দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন। বালাকের সঙ্গে ঝগড়া নিয়ে ভিদাল বলেছিলেন, ‘সে আমাকে বল দিতে বলেছিল এবং আমি বলেছি না। আমরা ভালো বন্ধু ছিলাম এবং আমি তাকে এটি দিতে পারতাম। কিন্তু এটা আমাকেই নিতে হয়েছে।’
মেসি বনাম ইব্রা
পেনাল্টি নেওয়া নিয়ে লিওনেল মেসি অবশ্য সেবার জ্লাতন ইব্রাহিমোভিচের সঙ্গে ঝগড়ায় জড়াননি। বরং নিজে সরে দিয়ে ইব্রাকেই পেনাল্টি নিতে দেন আর্জেন্টাইন মহাতারকা।
পেনাল্টিকে ভাগ্য পরীক্ষা বলা হলেও, এর সাফল্য-ব্যর্থতার সঙ্গে জড়িয়ে থাকে আনুষঙ্গিক অনেক কিছু। যিনি পেনাল্টি নেবেন তাঁর উপস্থিত বুদ্ধি, কৌশল ও শেষ মুহূর্তে নেওয়া সিদ্ধান্তে বদলে যেতে পারে এর গতিপথও। আবার গোলবারের নিচে দাঁড়ানো গোলরক্ষকের বিচক্ষণতার ওপরও নির্ভর করে পেনাল্টির ভাগ্য। তবে এই পেনাল্টি নেওয়া না নেওয়া নিয়ে বিভিন্ন সময় তারকা খেলোয়াড়দের দ্বন্দ্বে জড়াতে দেখা গেছে। যার সাম্প্রতিক উদাহরণ হলেন নেইমার ও কিলিয়ান এমবাপ্পে।
মঁপেলিয়রের প্রথমবার পেনাল্টি মিস করার পর দ্বিতীয় পেনাল্টিটিও নিতে চেয়েছিলেন এমবাপ্পে। তবে তাঁকে সেই পেনাল্টিটি নিতে দেননি নেইমার। আলাপের পর ব্রাজিলিয়ান তারকা নিজেই পেনাল্টি নেন এবং গোল করেন। এরপর পেনাল্টি নেওয়ার ইস্যুতে এমবাপ্পেকে নিয়ে করা একটি সমালোচনামূলক পোস্টে ‘লাইক’ দিয়ে আলোচনায় আসেন নেইমার। পিএসজি শিবিরেও এই বিষয়টি নিয়ে উত্তাপ ছড়িয়ে পড়ার খবর শোনা গেছে। তবে খেলোয়াড়দের মাঝে পেনাল্টি শট নেওয়া নিয়ে দ্বন্দ্ব এবারই প্রথম নয়। এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটার দৃষ্টান্ত রয়েছে।
নেইমার বনাম কাভানি
২০১৭ সালে পিএসজিতে এসে নেইমার শুরুতেই দ্বন্দ্বে জড়ান এডিনসন কাভানির সঙ্গে। সেদিন অনেকটা জোর করে নেইমারের কাছ থেকে কেড়ে নিয়ে পেনাল্টি নেন কাভানি। তবে সেই পেনাল্টি শটে গোল করতে পারেননি উরুগুয়েন তারকা। যা নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন কাভানি। পিএসজির পরের পেনাল্টিটি অবশ্য নেইমারই নিয়েছিলেন এবং তা থেকে তিনি গোলও করেন।
বালোতেল্লি বনাম ইতো-হেন্ডারসন
‘ব্যাড বয়’ খ্যাতি পাওয়া ইতালিয়ান তারকা মারিও বালোতেল্লি একাধিকবার পেনাল্টি নেওয়া নিয়ে দ্বন্দ্বে জড়ান। ২০০৯ সালে ইন্টার মিলানের হয়ে খেলার সময় স্যামুয়েল ইতোকে সরিয়ে নিজেই পেনাল্টি নেওয়ার চেষ্টা করেন। তবে হাভিয়ের জানেত্তির হস্তক্ষেপে ইতোই শেষ পর্যন্ত পেনাল্টি নেওয়ার সুযোগ পান এবং গোল করেন। ২০১৫ সালে বেসিকতাসের বিপক্ষে লিভারপুলের হয়ে খেলার সময় জর্দান হেন্ডারসনের কাছ থেকে বল কেড়ে নিয়ে পেনাল্টি নেন বালোতেল্লি এবং সেই শটে তিনি গোলও করেন। এই ঘটনা নিয়ে স্টিভেন জেরার্ড পরে বলেছিলেন, ‘এটা হেন্ডারসনের প্রতি অসম্মান।’
ভিদাল বনাম বালাক
বেয়ার লেভারকুসেনের হয়ে খেলার সময় আর্তুরো ভিদাল ও মাইকেল বালাক দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন। বালাকের সঙ্গে ঝগড়া নিয়ে ভিদাল বলেছিলেন, ‘সে আমাকে বল দিতে বলেছিল এবং আমি বলেছি না। আমরা ভালো বন্ধু ছিলাম এবং আমি তাকে এটি দিতে পারতাম। কিন্তু এটা আমাকেই নিতে হয়েছে।’
মেসি বনাম ইব্রা
পেনাল্টি নেওয়া নিয়ে লিওনেল মেসি অবশ্য সেবার জ্লাতন ইব্রাহিমোভিচের সঙ্গে ঝগড়ায় জড়াননি। বরং নিজে সরে দিয়ে ইব্রাকেই পেনাল্টি নিতে দেন আর্জেন্টাইন মহাতারকা।
গতকাল শেষ হওয়া চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ডেভিড বুন। তাঁর নতুন পরিচয় এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড পরিচালক। যদিও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি কিংবদন্তি এই ক্রিকেটার।
২১ মিনিট আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ফিরতি লেগে ৬ মে সান সিরোতে মুখোমুখি হবে দুই দল। তবে মিলানে যাওয়ার আগে ধাক্কা খেল বার্সা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন দলটির তারকা ডিফেন্ডার জুলস কুন্দে।
২ ঘণ্টা আগেব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসকে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব। গতকাল তাঁর ব্যাটে চড়েই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সে জন্য এক লাখ রুপি পেলেও তাঁকে জরিমানা গুনতে...
৪ ঘণ্টা আগেগ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কাটা গতকালই তৈরি হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার উল্লেখ করেছিলেন ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরার কথা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
৫ ঘণ্টা আগে