Ajker Patrika

জেলের ঝুঁকি মাথায় নিয়ে বার্সেলোনায় নেইমার

জেলের ঝুঁকি মাথায় নিয়ে বার্সেলোনায় নেইমার

জালিয়াতি ও দুর্নীতির মামলায় আদালতে হাজিরা দিতে বার্সেলোনায় পৌঁছেছেন পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। নেইমারের সঙ্গে একই মামলায় সাবেক বার্সা তারকার মা-বাবাসহ মোট ৯ ব্যক্তির শুনানি শুরু হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে নিজের ব্যক্তিগত বিমানে প্যারিস থেকে বার্সেলোনায় পৌঁছান নেইমার। বিমানবন্দরের বাইরে বেশ সময় নিয়ে ভক্তদের অটোগ্রাফও দিতে দেখা গেছে তাঁকে। 

২০১৩ সালে নেইমারের বার্সেলোনায় যোগ দেওয়া নিয়ে জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে মামলা করেছিল ব্রাজিলের বিনিয়োগ প্রতিষ্ঠান ডিআইএস। সান্তোসে থাকাকালীন সময়ে নেইমারের ৪০ শতাংশ স্বত্বের মালিক ছিল প্রতিষ্ঠানটি। ডিআইএসের দাবি, সান্তোস থেকে নেইমারের বার্সায় দলবদলের প্রকৃত মূল্য প্রকাশিত না হওয়ায় মূল স্বত্বের লাভ থেকে বঞ্চিত হয়েছে তারা। 

জালিয়াতির অভিযোগে নেইমারের ৫ বছরের জেল দাবি করেছে ডিআইএস। প্রতিষ্ঠানটি মামলায় জিতে গেলে জেলের সঙ্গে ১৫ কোটি ইউরো জরিমানা দিতে হবে নেইমারকে, শেষ হয়ে যেতে পারে ফুটবল ক্যারিয়ার। যদিও ৩০ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকার স্প্যানিশ কৌঁসুলিরা চেষ্টা করছেন নেইমারের জরিমানার পরিমাণ ১ কোটি ইউরো ও জেল দুই বছরে নামিয়ে আনতে। স্প্যানিশ আইন অনুযায়ী সেক্ষেত্রে জেলে যেতে হবে না নেইমারকে, রক্ষা পাবেন  জরিমানা দিয়েই। এর আগে কর ফাঁকির মামলায় দুই বছরের জেল হলেও জরিমানা দিয়ে পার পেয়ে যান লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। 

নেইমারের সঙ্গে আদালতে উপস্থিত হয়েছেন বার্সার সাবেক দুই সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ, সান্দ্রো রোসেল এবং সান্তোসের সাবেক সভাপতি ওদিলো রদ্রিগেজ। অপরাধ প্রমাণ হলে অন্তত ৫ বছরের জেল হতে পারে সাবেক বার্সা সভাপতি সান্দ্রো রোসেলের। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

সাবেক ‘র’-এর প্রধানের নেতৃত্বে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ পুনর্গঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত