Ajker Patrika

মেসি-নেইমার-এমবাপ্পে থাকার পরও নতুন স্ট্রাইকার চান গালতিয়ের

আপডেট : ১২ আগস্ট ২০২২, ২০: ২৫
মেসি-নেইমার-এমবাপ্পে থাকার পরও নতুন স্ট্রাইকার চান গালতিয়ের

লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পে—এই তিন নামই যথেষ্ট প্রতিপক্ষের মনে ভয় ধরাতে। আক্রমণভাগে যদি তাঁরা একসঙ্গে খেলেন তবে আর কী লাগে! কিন্তু এই ত্রয়ী থাকার পরও আরেকজন নতুন স্ট্রাইকার খুঁজছেন পিএসজির নতুন কোচ ক্রিস্তোফ গালতিয়ের। পিএসজির শক্তি বাড়াতে কঠোর পরিশ্রম করছেন জানান তিনি। 

ক্লেরমোঁ ফুটকে উড়িয়ে ফ্রেঞ্চ লিগ ওয়ানের নতুন মৌসুম শুরু করেছে পিএসজি। এই ম্যাচে মেসি-নেইমার থাকলেও স্কোয়াডে ছিলেন না এমবাপ্পে ও মাউরো ইকার্দি। তাঁদের পরিবর্তে আক্রমণভাগে দেখা যায় পাবলো সারাবিয়াকে। গালতিয়ের জানান, কৌশলগত কারণে ক্লেরমোঁর বিপক্ষে অনুপস্থিত ছিলেন ইকার্দি। আর্জেন্টাইন ফরোয়ার্ডের প্যারিস ছাড়ারও সম্ভাবনা রযেছে।

এমন ইঙ্গিত খোদ গালতিয়েরের। ইকার্দিকে উদ্দেশ্য করে পিএসজি কোচের মন্তব্য, ‘নতুন জায়গায় গেলে ক্যারিয়ারের জন্যই ভালো’। অর্থাৎ, আর্জেন্টাইন তারকা যে গালতিয়েরের পরিকল্পনায় নেই তা বুঝতে কারও বেগ পাওয়ার কথা নয়। এই কারণে ইকার্দির জায়গায় নতুন স্ট্রাইকারের খোঁজে আছেন পিএসজি কোচ। 

২০২০ সালে ইন্টার মিলান ছেড়ে প্যারিসে আসেন ইকার্দি। কিন্তু ফরাসি লিগে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি। পিএসজির হয়ে ৯২ ম্যাচে মাত্র ৩৮ গোল করেছেন ২৯ বছর বয়সী ফরোয়ার্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত