বার্সেলোনা ছেড়ে নেইমার পিএসজিতে এসেছেন ৫ বছর হয়েছে। কিন্তু বার্সেলোনার এক দুর্নীতির ঘটনায় ফেঁসে যেতে পারেন ব্রাজিলিয়ান। তাও আজ থেকে ৯ বছর আগের এক ঘটনা। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের ৫ বছর শাস্তি দাবি করেছে তাঁর দেশেরই এক বিনিয়োগ প্রতিষ্ঠান।
সান্তোস থেকে ২০১৩ সালে বার্সেলোনায় এসেছিলেন নেইমার। সান্তোসে থাকাকালীন তাঁর ৪০ শতাংশ স্বত্বের মালিক ছিল ডিআইএস। ব্রাজিলিয়ান প্রতিষ্ঠানটির অভিযোগ, সান্তোস থেকে নেইমারের বার্সেলোনায় দলবদলের আসল মূল্য প্রকাশ করা হয়নি। এতে স্বত্ব অনুযায়ী যে টাকাটা ডিআইএসের পাওয়ার কথা ছিল, পরিমাণে তার চেয়ে কম পেয়েছে। ১৭ অক্টোবর সেই মামলার শুনানি হবে বার্সেলোনায়। বৃহস্পতিবার ডিআইএস এই মামলায় এই তারকা ফুটবলারের পাঁচ বছর জেলের শাস্তি দাবি করেছে।
বৃহস্পতিবার বার্সেলোনায় এক সংবাদ সম্মেলনে ডিআইএস আইনজীবী পাওলো নাসের বলেন, ‘নেইমারের স্বত্ব সর্বোচ্চ নিলামে বিক্রি করা হয়নি। ক্লাবগুলো ৬০ মিলিয়ন ইউরো (বাংলাদেশি ৫৯৬ কোটি ৭৫ লাখ টাকা) প্রস্তাব দিয়েছিল।’
নেইমারের সঙ্গে এই মামলার আসামী করা হয়েছে তাঁর বাবা-মা, দুই ক্লাব বার্সেলোনা ও সান্তোস এবং ক্লাব দুটির সাবেক তিন সভাপতি। তিন সভাপতি হচ্ছেন: বার্সার সাবেক দুই সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ, স্যান্দ্রো রাসেল এবং সান্তোসের সাবেক সভাপতি ওদিলো রদ্রিগেজ।
বার্সেলোনা ছেড়ে নেইমার পিএসজিতে এসেছেন ৫ বছর হয়েছে। কিন্তু বার্সেলোনার এক দুর্নীতির ঘটনায় ফেঁসে যেতে পারেন ব্রাজিলিয়ান। তাও আজ থেকে ৯ বছর আগের এক ঘটনা। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের ৫ বছর শাস্তি দাবি করেছে তাঁর দেশেরই এক বিনিয়োগ প্রতিষ্ঠান।
সান্তোস থেকে ২০১৩ সালে বার্সেলোনায় এসেছিলেন নেইমার। সান্তোসে থাকাকালীন তাঁর ৪০ শতাংশ স্বত্বের মালিক ছিল ডিআইএস। ব্রাজিলিয়ান প্রতিষ্ঠানটির অভিযোগ, সান্তোস থেকে নেইমারের বার্সেলোনায় দলবদলের আসল মূল্য প্রকাশ করা হয়নি। এতে স্বত্ব অনুযায়ী যে টাকাটা ডিআইএসের পাওয়ার কথা ছিল, পরিমাণে তার চেয়ে কম পেয়েছে। ১৭ অক্টোবর সেই মামলার শুনানি হবে বার্সেলোনায়। বৃহস্পতিবার ডিআইএস এই মামলায় এই তারকা ফুটবলারের পাঁচ বছর জেলের শাস্তি দাবি করেছে।
বৃহস্পতিবার বার্সেলোনায় এক সংবাদ সম্মেলনে ডিআইএস আইনজীবী পাওলো নাসের বলেন, ‘নেইমারের স্বত্ব সর্বোচ্চ নিলামে বিক্রি করা হয়নি। ক্লাবগুলো ৬০ মিলিয়ন ইউরো (বাংলাদেশি ৫৯৬ কোটি ৭৫ লাখ টাকা) প্রস্তাব দিয়েছিল।’
নেইমারের সঙ্গে এই মামলার আসামী করা হয়েছে তাঁর বাবা-মা, দুই ক্লাব বার্সেলোনা ও সান্তোস এবং ক্লাব দুটির সাবেক তিন সভাপতি। তিন সভাপতি হচ্ছেন: বার্সার সাবেক দুই সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ, স্যান্দ্রো রাসেল এবং সান্তোসের সাবেক সভাপতি ওদিলো রদ্রিগেজ।
ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসকে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব। গতকাল তাঁর ব্যাটে চড়েই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সে জন্য এক লাখ রুপি পেলেও তাঁকে জরিমানা গুনতে...
১৩ মিনিট আগেগ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কাটা গতকালই তৈরি হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার উল্লেখ করেছিলেন ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরার কথা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
২ ঘণ্টা আগেবাংলাদেশি পাসপোর্ট এখনো হাতে পাননি প্রবাসী ফুটবলার সমিত সোম। কিন্তু এর আগেই কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশনের কাছ থেকে ছাড়পত্র পেয়ে গেলেন তিনি।
২ ঘণ্টা আগেমার্চে সৌদি আরবের ক্যাম্প শেষে প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের জাতীয় দল থেকে বাদ পড়াটা এক রহস্যই বটে। পর্যাপ্ত গেমটাইম না থাকায় কোচ হাভিয়ের কাবরেরা তাঁকে ভারতের বিপক্ষে ম্যাচের মূল দলে রাখেননি। তবে গুঞ্জন ওঠে, গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের সঙ্গে বাদানুবাদের কারণে দল থেকে বাদ পড়েন ফাহামিদুল।
৩ ঘণ্টা আগে