Ajker Patrika

৫ বছরের জেল হতে পারে নেইমারের

৫ বছরের জেল হতে পারে নেইমারের

বার্সেলোনা ছেড়ে নেইমার পিএসজিতে এসেছেন ৫ বছর হয়েছে। কিন্তু বার্সেলোনার এক দুর্নীতির ঘটনায় ফেঁসে যেতে পারেন ব্রাজিলিয়ান। তাও আজ থেকে ৯ বছর আগের এক ঘটনা। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের ৫ বছর শাস্তি দাবি করেছে তাঁর দেশেরই এক বিনিয়োগ প্রতিষ্ঠান। 

সান্তোস থেকে ২০১৩ সালে বার্সেলোনায় এসেছিলেন নেইমার।  সান্তোসে থাকাকালীন তাঁর ৪০ শতাংশ স্বত্বের মালিক ছিল ডিআইএস। ব্রাজিলিয়ান প্রতিষ্ঠানটির অভিযোগ,  সান্তোস থেকে নেইমারের বার্সেলোনায় দলবদলের আসল মূল্য প্রকাশ করা হয়নি। এতে  স্বত্ব অনুযায়ী যে টাকাটা ডিআইএসের পাওয়ার কথা ছিল, পরিমাণে তার চেয়ে কম পেয়েছে। ১৭ অক্টোবর সেই মামলার শুনানি হবে বার্সেলোনায়। বৃহস্পতিবার ডিআইএস এই মামলায় এই তারকা ফুটবলারের পাঁচ বছর জেলের শাস্তি দাবি করেছে।

বৃহস্পতিবার বার্সেলোনায় এক সংবাদ সম্মেলনে ডিআইএস আইনজীবী পাওলো নাসের  বলেন, ‘নেইমারের স্বত্ব সর্বোচ্চ নিলামে বিক্রি করা হয়নি। ক্লাবগুলো ৬০ মিলিয়ন ইউরো (বাংলাদেশি ৫৯৬ কোটি ৭৫ লাখ টাকা) প্রস্তাব দিয়েছিল।’

নেইমারের সঙ্গে এই মামলার আসামী করা হয়েছে তাঁর বাবা-মা, দুই ক্লাব বার্সেলোনা ও সান্তোস এবং ক্লাব দুটির সাবেক তিন সভাপতি। তিন সভাপতি হচ্ছেন: বার্সার সাবেক দুই সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ, স্যান্দ্রো রাসেল এবং সান্তোসের সাবেক সভাপতি ওদিলো রদ্রিগেজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

সাবেক ‘র’-এর প্রধানের নেতৃত্বে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ পুনর্গঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত