Ajker Patrika

আর্জেন্টিনা সহ যারা ব্রাজিলের কঠিন প্রতিপক্ষ

আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ১৩: ৪৬
আর্জেন্টিনা সহ যারা ব্রাজিলের কঠিন প্রতিপক্ষ

কাতার বিশ্বকাপ তো চলেই এল। ফুটবল বিশ্বকাপ নিয়ে কথা বলছেন অনেক তারকা ফুটবলার। অনেকেই তাঁদের ফেবারিট দলের নাম বলেছেন। এবার নেইমার জানালেন এই বিশ্বকাপে ব্রাজিলের কঠিন প্রতিপক্ষ কারা হতে পারে। যেখানে আছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাও। 

এবারের বিশ্বকাপে জি গ্রুপে পড়েছে ব্রাজিল। ব্রাজিলের প্রতিপক্ষ সার্বিয়া, সুইজারল্যান্ড এবং ক্যামেরুন। ২৫ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে হেক্সাজয়ের মিশনে নামবে ব্রাজিল। এরপর ২৮ নভেম্বর সুইজারল্যান্ডের বিপক্ষে ও ৩ ডিসেম্বর ক্যামেরুনের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ব্রাজিল। প্রথম রাউন্ড পেরোলেই নক আউট রাউন্ড শুরু। আর এই নকআউটে আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড, বেলজিয়াম-এই পাঁচ দল ব্রাজিলের জন্য কঠিন প্রতিপক্ষ বলে মনে করছেন নেইমার। 

ব্রাজিল সর্বশেষ বিশ্বকাপ জিতেছে ২০০২ সালে। যা ব্রাজিলের পঞ্চম বিশ্বকাপ। এরপর আর শিরোপা জেতা হয়নি। আর এবারের বিশ্বকাপে ভালো কিছু করার আশাবাদ ব্যক্ত করেছেন নেইমার। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড বলেন, ‘ফুটবলে হারাটা সহজে মেনে নেওয়া যায় না। কিন্তু বিশ্বকাপে এটা আরও খারাপ লাগে। সেকারণে আপনার প্রস্তুতিও ভালো থাকতে হবে। শারীরিক এবং মানসিকভাবে শতভাগ ফিট থাকতে হবে।’ 

কাতারে এবারের বিশ্বকাপ শুরু হচ্ছে ২০ নভেম্বর। সাধারণত এই সময়ে ফুটবল বিশ্বকাপ হয় না। অনেকে এই সময়ে বিশ্বকাপ আয়োজনকে ভিন্ন চোখে দেখলেও নেইমার এটাকে ইতিবাচক মনে করছেন। তাঁর মতে, এই সময়ে খেলোয়াড়েরা বেশি ফিট থাকে। ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলার বলেন, ‘এবারের বিশ্বকাপের প্রস্তুতি অন্যান্যবারের চেয়ে ভালো। কারণ এটা মৌসুমের মাঝামাঝি সময়ে হচ্ছে, যখন খেলোয়াড়েরা শারীরিকভাবে বেশি ফিট থাকে। মৌসুমের শেষে হলে খেলোয়াড়েরা ক্লান্ত থাকে। তাই আমার মতে, এবারের বিশ্বকাপটা অন্য রকম হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত