Ajker Patrika

মেসির সমালোচকদের নেইমারের জবাব

মেসির সমালোচকদের নেইমারের জবাব

মৌসুম শুরুর আগে ফরাসি সুপার কাপের শিরোপা নিশ্চিতভাবেই বাড়তি আত্মবিশ্বাস জোগাবে প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজিকে)। এই ম্যাচে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন দলের দুই সেরা তারকা লিওনেল মেসি ও নেইমার। 

৪-০ ব্যবধানের জয়ে শুরুটা হয় মেসির গোল দিয়ে। এরপর নেইমারও করেন জোড়া গোল। ম্যাচের পর মেসি পিএসজিতে নতুন করে নিজেকে খুঁজে পেয়েছেন কি না এমন প্রশ্নের উত্তরও দিতে হয়েছে নেইমারকে। ব্রাজিলিয়ান তারকা অবশ্য জানিয়ে দিয়েছেন, মেসি সব সময় মেসি। 

ইসরায়েলের তেল আবিবের ব্লুমফিল্ডে নেইমারের পাস থেকেই গোল করেন মেসি। শিরোপা জয়ের পর এই ম্যাচ দিয়ে নতুন মেসির দেখা মিলল কি না জানতে চাইলে কিছুটা বিরক্তই হন নেইমার। ব্রাজিল তারকা বলেছেন, ‘আমি সেটা মনে করি না। আমার মনে হয় মানুষ বেশি কথা বলে। তারা জানে না প্রতিদিন কী হচ্ছে, দলের ভেতরে কী ঘটছে। লিও (মেসি) হচ্ছে লিও। সে এখনো লিও। এটা বদলাবে না।’ 

শিরোপা দিয়ে মৌসুম শুরু করে তৃপ্ত নেইমার আরও বলেন, ‘এটা আশা করা হয় যে, আমার, লিও এবং কিলিয়ানের (এমবাপ্পে) জন্য সবকিছুই ঠিকঠাক হবে। আমরা তিনজন ভালো থাকলে, সেটা দলের জন্য ভালো। তবে আমি তৃপ্ত। জয় দিয়ে শুরু করাটা ভালো। এটা এমন ম্যাচ যেটা দিয়ে আমরা শিরোপা জিতেছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত