গোল বন্যায় নতুন মৌসুম শুরু করেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। প্রথম দুই ম্যাচেই প্রতিপক্ষের জালে পিএসজি বল জড়িয়েছে ১০ বার। পিএসজির হয়ে ছন্দে আছেন ‘এমএনএম’ ত্রয়ীর তিনজনই। লিওনেল মেসি, নেইমার এবং এমবাপ্পের তিনজনই গোলের দেখা পেয়েছেন এর মধ্যে। তবে এমন শুরুর পরও যেন স্বস্তিতে থাকার সুযোগ নেই পিএসজির। মৌসুমের দুই ম্যাচ না যেতেই সামনে এসেছে তারকাদের কলহ।
মঁপেলিয়রের বিপক্ষে ৫-২ গোলের জয়ের রাতে জোড়া গোল করেছেন নেইমার। পেনাল্টি মিস করলেও গোল পেয়েছেন এমবাপ্পেও। তবে গোল বা পেনাল্টি মিস নয়, এমবাপ্পে আলোচনায় ছিলেন অন্য ইস্যুতে। পিএসজি মিডফিল্ডার ভিতিনহা বল নিয়ে আক্রমণে যাওয়ার সময় তাঁর বাঁ পাশে ছিলেন এমবাপ্পে আর ডান পাশে ছিলেন মেসি। ভিতিনহা এমবাপ্পের দিকে না বাড়িয়ে বল পাস দেন মেসিকে। বল না পেয়ে হতাশায় বাতাসে হাত ছুড়ে গতি থামিয়ে দেন এমবাপ্পে। আক্রমণে যোগ না দিয়ে উল্টো প্রকাশ করেন বিরক্তি।
এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে সময় লাগেনি। এমবাপ্পের এমন আচরণে হতাশা ও বিস্ময় প্রকাশ করেছেন অনেক দর্শক। একজন লিখেছেন, ‘এরপরই তাকে তুলে নেওয়া উচিত ছিল।’ আরেকজন দর্শক লিখেছেন, ‘বড় হও এবং বিনয়ী থাক।’ অন্য একজন লিখেছেন, ‘এমন আচরণ মোটেই গ্রহণযোগ্য নয়।’
তবে ঘটনা এখানেই শেষ নয়। এমবাপ্পের প্রথমে পেনাল্টি মারার সুযোগ পাওয়া নিয়েও হচ্ছে সমালোচনা। মেসি-নেইমার থাকার পরও কেন এমবাপ্পে পেনাল্টি নিচ্ছেন তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। যে সমালোচনা পেনাল্টি মিস করার কারণে আরও বেড়ে গেছে। এদিকে এমবাপ্পেকে নিয়ে করা এক সমালোচনামূলক টুইটে লাইক দিয়ে আলোচনায় এসেছেন নেইমারও। সব মিলিয়ে মৌসুমের শুরুতেই প্যারিসে কোন্দলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সামনে দিনগুলো এই দ্বন্দ্ব পিএসজি কোচ ক্রিস্টোফে গালতিয়ের কীভাবে সামাল দেন সেটিই এখন দেখার অপেক্ষা।
গোল বন্যায় নতুন মৌসুম শুরু করেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। প্রথম দুই ম্যাচেই প্রতিপক্ষের জালে পিএসজি বল জড়িয়েছে ১০ বার। পিএসজির হয়ে ছন্দে আছেন ‘এমএনএম’ ত্রয়ীর তিনজনই। লিওনেল মেসি, নেইমার এবং এমবাপ্পের তিনজনই গোলের দেখা পেয়েছেন এর মধ্যে। তবে এমন শুরুর পরও যেন স্বস্তিতে থাকার সুযোগ নেই পিএসজির। মৌসুমের দুই ম্যাচ না যেতেই সামনে এসেছে তারকাদের কলহ।
মঁপেলিয়রের বিপক্ষে ৫-২ গোলের জয়ের রাতে জোড়া গোল করেছেন নেইমার। পেনাল্টি মিস করলেও গোল পেয়েছেন এমবাপ্পেও। তবে গোল বা পেনাল্টি মিস নয়, এমবাপ্পে আলোচনায় ছিলেন অন্য ইস্যুতে। পিএসজি মিডফিল্ডার ভিতিনহা বল নিয়ে আক্রমণে যাওয়ার সময় তাঁর বাঁ পাশে ছিলেন এমবাপ্পে আর ডান পাশে ছিলেন মেসি। ভিতিনহা এমবাপ্পের দিকে না বাড়িয়ে বল পাস দেন মেসিকে। বল না পেয়ে হতাশায় বাতাসে হাত ছুড়ে গতি থামিয়ে দেন এমবাপ্পে। আক্রমণে যোগ না দিয়ে উল্টো প্রকাশ করেন বিরক্তি।
এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে সময় লাগেনি। এমবাপ্পের এমন আচরণে হতাশা ও বিস্ময় প্রকাশ করেছেন অনেক দর্শক। একজন লিখেছেন, ‘এরপরই তাকে তুলে নেওয়া উচিত ছিল।’ আরেকজন দর্শক লিখেছেন, ‘বড় হও এবং বিনয়ী থাক।’ অন্য একজন লিখেছেন, ‘এমন আচরণ মোটেই গ্রহণযোগ্য নয়।’
তবে ঘটনা এখানেই শেষ নয়। এমবাপ্পের প্রথমে পেনাল্টি মারার সুযোগ পাওয়া নিয়েও হচ্ছে সমালোচনা। মেসি-নেইমার থাকার পরও কেন এমবাপ্পে পেনাল্টি নিচ্ছেন তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। যে সমালোচনা পেনাল্টি মিস করার কারণে আরও বেড়ে গেছে। এদিকে এমবাপ্পেকে নিয়ে করা এক সমালোচনামূলক টুইটে লাইক দিয়ে আলোচনায় এসেছেন নেইমারও। সব মিলিয়ে মৌসুমের শুরুতেই প্যারিসে কোন্দলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সামনে দিনগুলো এই দ্বন্দ্ব পিএসজি কোচ ক্রিস্টোফে গালতিয়ের কীভাবে সামাল দেন সেটিই এখন দেখার অপেক্ষা।
গতকাল শেষ হওয়া চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ডেভিড বুন। তাঁর নতুন পরিচয় এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড পরিচালক। যদিও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি কিংবদন্তি এই ক্রিকেটার।
২১ মিনিট আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ফিরতি লেগে ৬ মে সান সিরোতে মুখোমুখি হবে দুই দল। তবে মিলানে যাওয়ার আগে ধাক্কা খেল বার্সা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন দলটির তারকা ডিফেন্ডার জুলস কুন্দে।
২ ঘণ্টা আগেব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসকে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব। গতকাল তাঁর ব্যাটে চড়েই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সে জন্য এক লাখ রুপি পেলেও তাঁকে জরিমানা গুনতে...
৪ ঘণ্টা আগেগ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কাটা গতকালই তৈরি হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার উল্লেখ করেছিলেন ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরার কথা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
৫ ঘণ্টা আগে