বিমানবন্দরে পাঁচ ভারতীয়ের কাছ থেকে মদ, শাড়ি ও মোবাইল ফোন জব্দ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচজন ভারতীয় নাগরিকের কাছে থেকে বিপুল বিদেশি মদ, মোবাইল ফোন ও শাড়ি জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ মে) দুপুরে বিমানবন্দরের ইমিগ্রেশন এলাকা থেকে এসব মদ, মোবাইল ফোন ও শাড়ি জব্দ করা হয়।