Ajker Patrika

সাবেক এমপি হাবিব হাসানের ভাই নাদিম মাহমুদ গ্রেপ্তার

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 
গ্রেপ্তার নাদিম মাহমুদ। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার নাদিম মাহমুদ। ছবি: সংগৃহীত

রাজধানীর বসুন্ধরা থেকে ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ছোট ভাই নাদিম মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বসুন্ধরা ডি-ব্লকের একটি বাসা থেকে গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ।

গ্রেপ্তার নাদিম মাহমুদ ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ছোট ভাই ও উত্তরা ১৪-নম্বর সেক্টরের আব্দুল লতিফের ছেলে। তিনি উত্তরা ৫ নম্বর সেক্টরের নিজের বাড়িতে থাকতেন। কিন্তু গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে ভারতে চলে যাওয়ার পর নাদিম বসুন্ধরার ওই বাড়িটি ভাড়া নিয়ে আত্মগোপন করেন।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান ও পরিদর্শক (তদন্ত) এবি সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর বসুন্ধরা থেকে মধ্যরাতে ঢাকা-১৮ আসনের সাবেক এমপি হাবিব হাসানের ছোট ভাই নাদিম মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে ১২টি মামলা রয়েছে।’

পুলিশের এ কর্মকর্তা জানান, ‘শেখ হাসিনার সরকার পতনের পর হাবিব হাসানের সঙ্গে সঙ্গে নাদিমও আত্মগোপনে চলে যান। পরে তিনি বসুন্ধরার ডি-ব্লকে একটি বাসা ভাড়া নিয়ে গোপনে বসবাস শুরু করেন।’ তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পোশাকের পর অস্ত্র প্রশিক্ষণও পাচ্ছেন ভারপ্রাপ্ত এডিরা

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত