Ajker Patrika

রাজধানীর হাতিরপুলে মরদেহ উদ্ধার, পুলিশ বলছে সড়ক দুর্ঘটনা

ঢামেক প্রতিবেদক
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর হাতিরপুল থেকে শাহীনুর রহমান আশু (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ মে) ভোর ৫টার দিকে হাতিরপুলের ফ্রি স্কুল স্ট্রিটের পুকুরপাড় পাকা রাস্তার ওপর থেকে মরদেহটি উদ্ধার করে কলাবাগান থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মো. এমরুল কবির।

তিনি বলেন, গত রাত ১২টা থেকে ভোর ৫টার মধ্যে যেকোনো সময় কোনো যানবাহনের চাপায় ঘটনাস্থলে ওই ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে ভোরে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

এসআই আরও বলেন, প্রথমে মৃত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি। পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাঁর পরিচয় জানা যায়।

এসআই এমরুল বলেন, মৃত ব্যক্তির নাম শাহীনুর রহমান আশু (৪২)। তাঁর বাবার নাম আবেদ আলী। গ্রামের বাড়ি ময়মনসিংহের কোতয়ালী থানার কাউনিয়া গ্রামে। স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, ওই হাতিরপুল পুকুরপাড় এলাকায় ঘুরে বেড়াত। যে যা দিত, তাই খেতো। তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে।

হাতিরপুল এলাকার আব্দুল আজিজ নামে এক মুদি ব্যবসায়ী বলেন, ওই ব্যক্তিকে গতকাল বুধবার সকাল থেকে রাস্তায় দেখা যাচ্ছিল। তাঁর পরনের ময়লা পোশাক দেখে তাঁকে ভবঘুরে মনে হচ্ছিল। অসুস্থ ছিলেন তিনি। এলাকার লোকজনই তাঁকে খাবার খাওয়াচ্ছিল। আজ সকালে জানতে পারি, সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ওই ব্যক্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল বাসায় নিয়ে গায়েব করেন উপদেষ্টা— আসিফ মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামের মেয়রের অভিযোগ

চীনা যুদ্ধবিমান থেকে এলএস-৬ বোমা ফেলে কেন নিজ দেশে ‘হত্যাযজ্ঞ’ চালাল পাকিস্তান

ভবদহের দুঃখ ঘোচাতে আসছে সেনাবাহিনী, খনন করবে ৫ নদ-নদীর ৮১.৫ কিমি

ধর্ষণের শিকার শিশুর স্বজনকে মারতে উদ্যত হওয়া সেই চিকিৎসক বরখাস্ত

তাহসান তো জিহাদিদের মতোই কথা বললেন: তসলিমা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত