Ajker Patrika

হল নির্মাণ–আবাসন ভাতাসহ ৪ দাবিতে প্রশাসনিক ভবনে তালা জবি শিক্ষার্থীদের

জবি প্রতিনিধি 
আপডেট : ০৮ মে ২০২৫, ১৬: ২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা দিয়েছে শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা দিয়েছে শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

বিগত বছরগুলোতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বৈষম্যমূলক নীতির প্রতিবাদ ও আবাসন ভাতা, হল নির্মাণসহ চার দফা দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে তালা দেন তারা।

এ সময় শিক্ষার্থীরা—‘আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে’, ‘এই তালা আর খুলবে না, খুলবে না রে, খুলবে না’, ‘ইউজিসির বৈষম্য, মানি না, মানব না’, ‘বৈষম্যের বাজেট, মানি না মানব না’—সহ নানা স্লোগান দিতে থাকে। একপর্যায়ে তারা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।

ছাত্র অধিকার পরিষদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক তাওহিদুল ইসলাম বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুরু থেকে বৈষম্যের শিকার হয়ে আসছে। আমরা মন্ত্রণালয়ে গেলে বলে ইউজিসিতে সমস্যা, ইউজিসিতে যান। আবার ইউজিসি বলে আমাদের এখানে সমস্যা না, মন্ত্রণালয়ে যান। তামাশা করছে এরা শিক্ষার্থীদের সঙ্গে!! তবে এবার বৈষম্যের সিন্ডিকেট ভেঙে দেব আমরা সবাই।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জবি শাখার আহ্বায়ক মাসুদ রানা বলেন, ‘বিশ্ববিদ্যালয় হয়েও এখানে এখনো কোনো আবাসিক হল নেই। ফলে শিক্ষার্থীদের চরম ভোগান্তির মধ্য দিয়ে চলতে হচ্ছে। আমরা গত ৫ আগস্ট পরবর্তী সময়ে হল নির্মাণের দাবিতে আন্দোলন করেছিলাম। প্রশাসনের আশ্বাসে সে আন্দোলন স্থগিত করেছিলাম। কিন্তু তারা সেই আশ্বাস বাস্তবায়নে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তাই আমরা বাধ্য হয়েই প্রশাসনিক ভবনে তালা দিয়েছি। যতক্ষণ না আমাদের দাবি পূরণ হয়, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।’

শিক্ষার্থীদের চার দফা দাবি হলো—১. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধি এবং ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন ভাতা অন্তর্ভুক্ত করতে হবে। ২.২য় ক্যাম্পাসের কাজ এবং পুরান ঢাকায় ড. হাবিবুর রহমান হল ও বাণী ভবনের নির্মাণকাজ আগামী ১০ মে—এর মধ্যে শুরু করতে হবে। ৩. বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২য় ক্যাম্পাস ও হল নির্মাণ কার্যক্রমের অগ্রগতি প্রতি ১৫ দিন পরপর মুক্তমঞ্চে ব্রিফ করতে হবে এবং ৪. আগামী ১৫ মে এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত