নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের কন্যা তাহসিন বিনতে বেনজীরের দুবাইয়ে ১৩ কোটি ২২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের একটি ফ্ল্যাট ক্রোক এবং দুটি ব্যাংক হিসাবে থাকা ৪৭ লাখ ৭৮ হাজার ৫৪৩ টাকা অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন বিদেশি এই স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধের নির্দেশ চেয়ে আদালতে আবেদন করেছিলেন। আবেদন অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আল ধুনাইয়া আবাসিক এলাকার একটি ফ্ল্যাট, যার মূল্য ৪০ লাখ দিরহাম এবং দুবাইয়ের এনবিডি ব্যাংকের দুটি হিসাবে থাকা ৫ হাজার দিরহাম ও ১ লাখ ৩৯ হাজার ৪৯৮ দিরহাম অবরুদ্ধ করার নির্দেশ দেন আদালত। বর্তমানে বাংলাদেশি টাকায় এই ফ্ল্যাটের মূল্য ১৩ কোটি ২২ লাখ ৮০ হাজার টাকা এবং দুটি ব্যাংক হিসাবে রয়েছে ৪৭ লাখ ৭৮ হাজার ৫৪৩ টাকা।
দুদকের আবেদনে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে বিপুল অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে ইতিপূর্বে বেনজীর ও তাঁর কন্যার বিরুদ্ধে দুদক মামলা করেছে। ওই মামলা তদন্তকালে জানা গেছে, দুবাইয়ে বেনজীরের স্ত্রী জিসান মির্জা একটি ফ্ল্যাট ক্রয় করেছেন এবং উক্ত ফ্ল্যাটটি ভোগ দখল করছেন তাঁদের কন্যা তাহসিন বিনতে বেনজীর। তদন্তকালে দুদক আরও জানতে পেরেছে যে অভিযুক্ত ব্যক্তিদের উক্ত স্থাবর ও অস্থাবর সম্পদ বিক্রয়, হস্তান্তর বা স্থানান্তর করার সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় উক্ত সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করার আদেশ প্রয়োজন।
আদালত শুনানি শেষে দুবাইয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্থাবর সম্পদ ক্রোক ও অস্থাবর সম্পদ অবরুদ্ধের নির্দেশ দিয়ে দুদক ও বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
উল্লেখ্য, গত বছর ১২ জুন বেনজীর ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা একটি ফ্ল্যাট ও ২৫ একর জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়। এর আগে গত বছর দুই দফায় বেনজীর ও তাঁর পরিবারের নামে গোপালগঞ্জ ও মাদারীপুরে ৬২১ বিঘা জমি, ১৯টি কোম্পানির শেয়ার, গুলশানে ৪টি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছিলেন আদালত। এ ছাড়া ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র, ৩৩টি ব্যাংক হিসাব এবং তিনটি বিও হিসাব (শেয়ার ব্যবসার বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট) অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। এরও আগে বেনজীর ও তাঁর পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞাও জারি করেন আদালত। কিন্তু নিষেধাজ্ঞার আগেই বেনজীর পরিবারসহ দেশ ত্যাগ করেন বলে জানা যায়।
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের কন্যা তাহসিন বিনতে বেনজীরের দুবাইয়ে ১৩ কোটি ২২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের একটি ফ্ল্যাট ক্রোক এবং দুটি ব্যাংক হিসাবে থাকা ৪৭ লাখ ৭৮ হাজার ৫৪৩ টাকা অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন বিদেশি এই স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধের নির্দেশ চেয়ে আদালতে আবেদন করেছিলেন। আবেদন অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আল ধুনাইয়া আবাসিক এলাকার একটি ফ্ল্যাট, যার মূল্য ৪০ লাখ দিরহাম এবং দুবাইয়ের এনবিডি ব্যাংকের দুটি হিসাবে থাকা ৫ হাজার দিরহাম ও ১ লাখ ৩৯ হাজার ৪৯৮ দিরহাম অবরুদ্ধ করার নির্দেশ দেন আদালত। বর্তমানে বাংলাদেশি টাকায় এই ফ্ল্যাটের মূল্য ১৩ কোটি ২২ লাখ ৮০ হাজার টাকা এবং দুটি ব্যাংক হিসাবে রয়েছে ৪৭ লাখ ৭৮ হাজার ৫৪৩ টাকা।
দুদকের আবেদনে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে বিপুল অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে ইতিপূর্বে বেনজীর ও তাঁর কন্যার বিরুদ্ধে দুদক মামলা করেছে। ওই মামলা তদন্তকালে জানা গেছে, দুবাইয়ে বেনজীরের স্ত্রী জিসান মির্জা একটি ফ্ল্যাট ক্রয় করেছেন এবং উক্ত ফ্ল্যাটটি ভোগ দখল করছেন তাঁদের কন্যা তাহসিন বিনতে বেনজীর। তদন্তকালে দুদক আরও জানতে পেরেছে যে অভিযুক্ত ব্যক্তিদের উক্ত স্থাবর ও অস্থাবর সম্পদ বিক্রয়, হস্তান্তর বা স্থানান্তর করার সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় উক্ত সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করার আদেশ প্রয়োজন।
আদালত শুনানি শেষে দুবাইয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্থাবর সম্পদ ক্রোক ও অস্থাবর সম্পদ অবরুদ্ধের নির্দেশ দিয়ে দুদক ও বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
উল্লেখ্য, গত বছর ১২ জুন বেনজীর ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা একটি ফ্ল্যাট ও ২৫ একর জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়। এর আগে গত বছর দুই দফায় বেনজীর ও তাঁর পরিবারের নামে গোপালগঞ্জ ও মাদারীপুরে ৬২১ বিঘা জমি, ১৯টি কোম্পানির শেয়ার, গুলশানে ৪টি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছিলেন আদালত। এ ছাড়া ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র, ৩৩টি ব্যাংক হিসাব এবং তিনটি বিও হিসাব (শেয়ার ব্যবসার বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট) অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। এরও আগে বেনজীর ও তাঁর পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞাও জারি করেন আদালত। কিন্তু নিষেধাজ্ঞার আগেই বেনজীর পরিবারসহ দেশ ত্যাগ করেন বলে জানা যায়।
অন্তঃসত্ত্বা স্ত্রীর অস্ত্রোপচার (সিজারিয়ান) করাতে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন স্বামী মাওলানা বিল্লাল ফকির। মাঝপথে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাসের সঙ্গে থাক্কায় অ্যাম্বুলেন্সে থাকা একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়। তবে ভাগ্যক্রমে বেঁচে যান অন্তঃসত্ত্বা গৃহবধূ রোজিনা আক্তার (৩২)। পরে আজ সন্ধ্যায় ঢাকার
১৩ মিনিট আগেবরিশালের হিজলা উপজেলায় শরীফ তফাদার হত্যা মামলার এক আসামিকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাতে ঢাকার শ্যামপুর থেকে বাবুল আকন (২২) নামের ওই আসামিকে আটক করে পুলিশ। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ আমিনুল ইসলামের নির্দেশনায় এসআই নুর আমিনের টিম তাঁকে আটক করে।
১৫ মিনিট আগেসন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি বলেছেন, ওসমানেরা পালিয়ে গেছে, কিন্তু আবার নতুন দখলদার তৈরি হচ্ছে। শামীম ওসমানের সন্ত্রাসীরা বিএনপির বিভিন্ন পর্যায়ে ঢুকে যাচ্ছে। ওসমান পরিবার ও তাদের ক্যাডারদের দখলে থাকা বিভিন্ন প্রতিষ্ঠান এখন নতুন দখলদারদের নিয়ন্ত্রণে যাচ্ছে। নতুন নতুন চাঁদাবাজ,
২২ মিনিট আগেমেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বাবা আব্দুল মোছাউয়ীর আনসারীর (৮৫) দাফন সিলেটে সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার বাদ আসর নগরীর শাহী ঈদগাহ ময়দানে জানাজা শেষে মানিকপীরের টিলায় দাফন করা হয়।
২৯ মিনিট আগে